|
|
|
|
মোদীর জন্য যাগযজ্ঞে নীতীশের দলের সাংসদ |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদীর নাম নিয়ে তাঁর বিস্তর আপত্তি। আর সেই নীতীশ কুমারের দলেরই সাংসদ কি না দিল্লির বুকে যজ্ঞ করছেন মোদীকে প্রধানমন্ত্রী করার জন্য!
জেডি(ইউ)-এর প্রবীণ সাংসদ জয়নারায়ণ প্রসাদ নিষাদের দিল্লির বাড়িতে আজ থেকে শুরু হয়েছে দু’দিন ব্যাপী এই পূজা-যজ্ঞের আয়োজন। সেখানে বিজেপির প্রাক্তন সাংসদ শ্যাম বিহারী শুধু উপস্থিতই ছিলেন না, পুরোহিতের ভূমিকাও পালন করছেন তিনি! বিজেপি বা তার শরিক দলের কোনও শীর্ষ নেতা এই অনুষ্ঠানে না থাকলেও কিন্তু দলের নেতারা বিষয়টি বিলক্ষণ জানেন। বিজেপি নেতারা সকলেই মোটামুটি এক সুরে এই উদ্যোগকে স্বাগতও জানাচ্ছেন। যদিও দলের এক প্রবীণ সাংসদের এই উদ্যোগকে গুরুত্বই দিতে চাইছেন না ক্ষুব্ধ জেডি(ইউ)। দলের মুখপাত্র সাবির আলির বক্তব্য, “জয়নারায়ণ নিষাদের ঢের বয়স হয়েছে। তাঁকে আজকের দিনে বিহারের কোনও দলই গুরুত্ব দেয় না। ফলে তিনি কী করলেন, তাতে কিছু যায় আসে না।”
সাবির যা-ই বলুন, মোদীকে ঘিরেই গত ক’দিন ধরে আবর্তিত হচ্ছে এনডিএ-র অভ্যন্তরীণ রাজনীতি। গত সপ্তাহেই বিজেপির জাতীয় পরিষদের বৈঠকে মোদীর অঘোষিত অভিষেক হয়েছে। কিন্তু নীতীশের মতো শরিক নেতা ছাড়া দলের শীর্ষ নেতাদেরও একাংশ মোদীকে মেনে নিতে নারাজ। মূলত এই নেতাদের আপত্তিতেই সংসদীয় বোর্ডে মোদীকে আনা নিয়ে সংশয় তৈরি হয়েছে। বিজেপি সূত্রের খবর, বিষয়টি নিয়ে আজই রাজনাথের সঙ্গে আডবাণী-সুষমার বৈঠক হয়েছে। এবং সেই বৈঠকে প্রাথমিক ভাবে ঠিক হয়েছে, মোদীর মতোই সংসদীয় বোর্ডে আনা হবে না শিবরাজ সিংহ চৌহানকেও।
কিন্তু বৃহস্পতিবারের রাজধানীতে এ সব নীরস রাজনীতির কথা নিয়ে আলোচনায় আগ্রহ নেই অনেকেরই। নিষাদের যাগযজ্ঞ নিয়েই সরগরম দিল্লি। বিজেপির মুখপাত্র প্রকাশ জাভড়েকর বলেন, “মোদীকে প্রধানমন্ত্রী করার জন্য কেউ যদি যজ্ঞের আয়োজন করেন, সে তো সুখবর।” বিজেপি নেতা মোক্তার আব্বাস নকভির কথায়, “কংগ্রেসের বিরুদ্ধে এখন সারা দেশে জনরোষ রয়েছে। তারা ক্ষমতার পরিবর্তন চায়। যদি কেউ এই পরিবর্তনের শরিক হতে চান, তাতে আপত্তির কীসের?”
এই যজ্ঞ নিয়ে বিতর্ক দানা বাঁধায় দিল্লিতে থাকলেও এ দিন সামনে আসেননি নিষাদ। শোনা যাচ্ছে, তিনি নাকি যজ্ঞে সামিলও হননি। তবে যজ্ঞের পুরোহিত তথা প্রাক্তন বিজেপি সাংসদ শ্যাম বিহারী জানান, নিষাদ জানেন যে, তাঁর বাড়িতে মোদীকে প্রধানমন্ত্রী করার জন্য যজ্ঞ হচ্ছে। তিনি সেটির অনুমতি দিয়েছেন বলেই দিল্লিতে তাঁর সাংসদ কোটায় পাওয়া বাড়িতে এই আয়োজন হচ্ছে। বিহার বিজেপির নেতা গিরিরাজ সিংহের কথায়, “আজ সারা দেশে মোদীর পক্ষে একটি ইতিবাচক হাওয়া তৈরি হয়েছে। কোনও রাজনৈতিক দলের পক্ষেই সেই হাওয়াকে অস্বীকার করা সম্ভব নয়। নীতীশ কুমার মোদীর নামে আপত্তি জানিয়ে একটি অবস্থান নিতে পারেন। তবে বিহারে তাঁর দলের সিংহভাগ নেতা ঘরোয়া স্তরে কবুল করেন, মোদীই একমাত্র বিকল্প।”
তবে নীতীশ যে এখনও মোদীর উত্থানের পথে কাঁটা, তা স্বীকার করছেন অরুণ জেটলির মতো নেতাও। বিজেপি সূত্রের মতে, মোদীকে নিয়ে আপত্তি থাকলেও নীতীশের পক্ষে এখনই জোট ছাড়া কঠিন। এই অবস্থায় তলে তলে তাঁর উপর চাপ বাড়ানোর কৌশলও নেওয়া হচ্ছে। জেডি(ইউ)-এর সাংসদের বাড়িতে যজ্ঞের আয়োজন সেই কৌশলেরই অঙ্গ বলে মনে করছেন অনেকে। |
|
|
|
|
|