মারধর ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে অবশেষে আগাম জামিন নিলেন বিশ্বভারতীর নিরাপত্তা আধিকারিক সুপ্রিয় গঙ্গোপাধ্যায়। সম্প্রতি সুপ্রিয়বাবু-সহ বিশ্বভারতীর একাধিক কর্মীর বিরুদ্ধে বিশিষ্ট চিত্রকর প্রয়াত মুকুল দে-র নাতি শিবশ্রী উকিলকে মারধর ও তাঁর বাড়ির পরিচারিকাদের শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ দায়ের হয়েছিল। বিশ্বভারতীর আইনজীবী সন্দীপ মুখোপাধ্যায় বলেন, “বীরভূমের জেলা জজ সুরঞ্জন কুণ্ডু বিশ্বভারতীর নিরাপত্তা আধিকারিক সুপ্রিয় গঙ্গোপাধ্যায়ের আগাম জামিনের আবেদন মঞ্জুর করেছেন।” সুপ্রিয়বাবুর আগাম জামিনের প্রতিক্রিয়ায় বিশ্বভারতীর ‘এডুকেশনাল ইনোভেশন অ্যান্ড রুরাল রিকন্সট্রাকশন’-এর অধিকর্তা অধ্যাপিকা সবুজকলি সেন বলেন, “দিন দশেক আগে বিশ্বভারতী জেলা জজের আদালতে নিরাপত্তা আধিকারিকের আগাম জামিনের আবেদন করেছিল। বিচারক আবেদন মঞ্জুর করেছেন। বিচারকের নির্দেশ মেনে আজ বোলপুর আদালতে বাকি আইনি পদক্ষেপ নেওয়া হবে।”
প্রসঙ্গত, গত ১৯ ফেব্রুয়ারি জমিতে খুঁটি পোঁতাকে কেন্দ্র করে প্রয়াত চিত্রকরের পরিবার সঙ্গে বিশ্বভারতী কর্তৃপক্ষের ঝামেলা হয়। সেদিন শিবশ্রীবাবু তাঁকে মারধরের অভিযোগে ও বাড়ির পরিচারিকাদের শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে বিশ্বভারতীর নিরাপত্তা আধিকারিক-সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে বোলপুর থানায় লিখিত অভিযোগ করেন। ওই রাতেই বোলপুর থানায় শিবশ্রীবাবুদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করে বিশ্বভারতী। সেই অভিযোগের মামলায় আগেই বোলপুর আদালতে আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন শিবশ্রী উকিল। |