বাস ধরার জন্য নলহাটি শহরের নারকেলতলা বাসস্ট্যান্ডে অপেক্ষা করছিলেন যাত্রীরা। আচমকা বিস্ফোরণে জখম হলেন দুই মহিলা-সহ তিন জন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা নাগাদ ঘটনাটি ঘটে। পুলিশ পৌঁছে ভ্যান চালককে রামপুরহাট মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। বাকি দুই মহিলা স্থানীয় স্তরে চিকিৎসা করার জন্য চলে যান। জখম ভ্যান চালক রুহুল আমিন বলেন, “দুই মহিলা, দুই শিশু-সহ চার জনকে নিয়ে নলাটেশ্বরী মন্দিরে যাওয়ার জন্য নারকেলতলা বাসস্ট্যান্ডের পাশ থেকে জাতীয় সড়কে উঠছিলাম। সেই সময় প্রচণ্ড একটা আওয়াজ ও ধোঁয়া হয়। আগুনও ধরে যায়। ধোঁয়া কেটে যেতেই দেখলাম আমার দু’টো পা জ্বালা করছে এবং ভ্যানে থাকা দুই মহিলার পায়ও আগুনে ঝলসে গিয়েছে। কী ভাবে বিস্ফোরণ হল জানি না।” নলহাটি থানার অফিসার ইনচার্জ মহম্মদ আলি বলেন, “কোনও প্যাকেট বা পলিথিনে বোমা বানানোর মশলা পড়ে ছিল। সেটাতে কোনও কারণে আগুন ধরে যায়।”
|
মঙ্গল সাহানির সঙ্গী পিন্টু দাসকে জেরা করেই নিহত রেণু সরকারের বেশ কিছু জিনিস উদ্ধার হয়েছে বলে আদালতে জানালেন বোলপুর থানার পুলিশ কর্মী মিলনকুমার ঘটক। বৃহস্পতিবার মামলার পঞ্চম দফা সাক্ষ্য গ্রহণের দ্বিতীয় দিন মিলনবাবু এই সাক্ষ্য দেন। সরকারি আইনজীবী তপনকুমার দে বলেন, “বোলপুর ফাস্ট ট্র্যাক আদালতের বিচারক সোমেশপ্রসাদ সিংহের এজলাসে মিলনবাবু ঘটনায় অভিযুক্তদের অন্যতম মঙ্গল সাহানি ও পিন্টু দাসকে শনাক্ত করেছেন। পুলিশের হেফাজতে থাকার সময় পিন্টুকে জেরা করে বোলপুর মিশন কম্পাউন্ডের লালন বাস্করের বাড়ি থেকে রেণু সরকারের ওষুধের কাগজপত্র-সহ একাধিক জিনিস উদ্ধার হয়েছে বলেও তিনি আদালতকে জানিয়েছেন।” প্রসঙ্গত, ২০১২ সালের ১৩ জানুয়ারি রাতে নিজের শান্তিনিকেতন বাড়ির দোতলায় খুন হন রেনু সরকার (৭৮)।
|
থানা চত্বরে হোমগার্ডকে হেনস্থা করার অভিযোগে সাঁইথিয়ার এক কংগ্রেস কর্মীকে বৃহস্পতিবার গ্রেফতার করল পুলিশ। এর প্রতিবাদে আজ, শুক্রবার ২৪ ঘণ্টার বন্ধের ডাক দিয়েছে কংগ্রেস। জেলা পুলিশ সুপার মুরলীধর শর্মা বলেন, “গত ১৯ ফেব্রুয়ারি শেখ সমীরুদ্দিন নামে এক হোমগার্ডকে থানা চত্বরেই জয়ন্ত দাস নামে ওই ব্যক্তি মারধর করেন বলে অভিযোগ হয়েছিল। অভিযোগ তদন্ত করে দেখার পরে জামিন অযোগ্য ধারায় গ্রেফতার করা হয়।” আজ শুক্রবার ধৃতকে সিউড়ি আদালতে তোলা হবে। সাঁইথিয়ার পুরপ্রধান বীরেন্দ্রকুমার পারখ দাবি করেন, “মিথ্যা অভিযোগে জয়ন্তবাবুকে গ্রেফতার করা হয়েছে। প্রতিবাদে সকাল ৬টা থেকে শহরে বন্ধ ডাকা হয়েছে।”
|
ওষুধ বিক্রির টাকা সংগ্রহ করে বাড়ি ফেরার পথে এক ব্যবসায়ীর চোখে লঙ্কাগুড়ো ছিটিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই করে পালাল দুই দুষ্কতী। বুধবার সন্ধ্যায় নানুর-বোলপুর রাস্তার উপর মোহনপুর ফুটবল মাঠের কাছে ঘটনাটি ঘটে। রাতেই বোলপুরে ফিরে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন ওষুধ ব্যবসায়ী অর্ধেন্দু রায়। বোলপুরের এসডিপিও প্রশান্ত চৌধুরী বলেন, “বেশ কিছু লোককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।”
|
একই রাতে রামপুরহাটের উদয়পুরের দু’টি মন্দিরে চুরি হল। তিনশো বছরের পুরনো ডাকাত কালীর মন্দিরে চুরি বিষয়টি বৃহস্পতিবার সকালে মন্দিরের পুরোহিত দিলীপ বন্দ্যোপাধ্যায় জানতে পারেন। পরে গোপাল মন্দিরেও চুরির বিষয়টি জানাজানি হয়। |