মেয়েদের অল্প বয়সে মা হওয়া শিশু মৃত্যুর অন্যতম বড় কারণ বলে মনে করেন রাজ্যের বিজ্ঞান প্রযুক্তি ও জৈব প্রযুক্তি দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী রবিরঞ্জন চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার কালনা ১ ব্লকের নিজ গৃহ নিজ ভূমি প্রকল্পে পাট্টা বিলি অনুষ্ঠানে এসে এ কথাই বলেন তিনি। তিনি আরও জানান, বিভিন্ন ব্লকে সচেতনতামূলক শিবিরের মাধ্যমেই এই ঘটনা কমানো যাবে। এগিয়ে আসতে হবে স্থানীয় প্রশাসনকে। অনুষ্ঠানে ছিলেন বিধায়ক স্বপন দেবনাথও। তিনি মেদগাছিতে মহিলা কলেজ, নাদনঘাট, সুলতানপুর, কালিনগর এলাকায় নতুন স্বাস্থ্যকেন্দ্র তৈরি-সহ কালনা মহকুমায় কয়েকটি উন্নয়নমূলক কাজের বিষয় তুলে ধরেন। জেলাশাসক ওঙ্কারসিংহ মিনা বলেন, “নিজ গৃহ নিজ ভূমি প্রকল্পে যারা পাট্টা পাচ্ছেন তাঁদের একই সঙ্গে জমির পর্চাও দিয়ে দেওয়া হচ্ছে। বেশিরভাগ পাট্টাপ্রাপকদের জন্য ইতিমধ্যেই ইন্দিরা আবাসন, গীতাঞ্জলি, আমার ঠিকানা প্রকল্পে বাড়ি করে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।” এছাড়াও এ দিন অনুষ্ঠানে ছিলেন কালনার মহকুমাশাসক শশাঙ্ক শেঠি, পূর্বস্থলী উত্তর কেন্দ্রের বিধায়ক তপন চট্টোপাধ্যায়-সহ অনেকে।
|
জেলা পুলিশের উদ্যোগে হয়ে গেল বার্ষিক আদিবাসী ক্রীড়া ও সংস্কৃতি উৎসব। বৃহস্পতিবার কালনা ২ ব্লকের বৈদ্যপুর উচ্চবিদ্যালয়ের মাঠে আয়োজিত এই প্রতিযোগিতায় দৌড়, হাঁড়িভাঙা, তীর নিক্ষেপ, হাঁটা-সহ বিভিন্ন প্রতিযোগিতায় যোগ দেন প্রায় সাড়ে পাঁচশো প্রতিযোগী। আয়োজন ছিল আদিবাসী নৃত্যেরও। প্রতিযোগিতার শেষে সফল প্রতিযোগীদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের ক্ষুদ্র ও কুটির, ভূমি ও বস্ত্র দফতরের প্রতিমন্ত্রী স্বপন দেবনাথ। হাজির ছিলেন জেলা পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মির্জা, অতিরিক্ত পুলিশ সুপার তরুণ হালদার, কালনার এসডিপিও ইন্দ্রজিৎ সরকার, প্রাথমিক স্কুল বোর্ডের চেয়ারম্যান দেবাশিস নাগ, পূর্বস্থলী উত্তর কেন্দ্রের বিধায়ক তপন চট্টোপাধ্যায়। |