টুকরো খবর
মারধর করে ধর্ষণের নালিশ
রাস্তা সংস্কারের কাজ করতে আসা শ্রমিকদের তাঁবুতে হামলা চালানো, মহিলাকে মারধর ও এক যুবতীকে ধর্ষণের অভিযোগ উঠল ইন্দাসের হাসপাতাল মোড় এলাকায়। সোমবার রাতের ওই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বাসিন্দারা। মঙ্গলবার ধর্ষণের অভিযোগ হয়েছে। বাঁকুড়ার পুলিশ সুপার মুকেশ কুমার বলেন, “যুবতীকে ধর্ষণর ও কয়েক পিচ চুরির অভিযোগ হয়েছে। দুষ্কৃতীদের প্রাথমিকভাবে চিহ্নিত করে ধরার চেষ্টা চলছে। ডাক্তারি পরীক্ষার রিপোর্ট পাওয়ার পরেই ধর্ষণ হয়েছে কী না তা সঠিক ভাবে বলা যাবে।” স্থানীয় সূত্রের খবর, সম্প্রতি ইন্দাস-রসুলপুর রাস্তা সংস্কারের কাজ শুরু করেছে রাজ্য পূর্ত দফতর (সড়ক)। এই কাজের বরাত পায় বাঁকুড়ার এক ঠিকাদার। এই কাজের জন্য আসা বহিরাগত শ্রমিকেরা গত কয়েক দিন ধরে ইন্দাসের হাসপাতাল মোড়ের কাছে কয়েকটি তাঁবু খাটিয়ে রয়েছেন। প্রত্যক্ষদর্শী এক মহিলা শ্রমিকের অভিযোগ, “রাতে একজন আমার কানের দুল ধরে টানে সঙ্গে সঙ্গে আমার ঘুম ভেঙে যায়। চিৎকার করতেই একজন আমাকে মারধর করায় আমি ভয়ে চুপ করে থাকি। তখন অন্য জন পাশের মেয়েটার উপরে অত্যাচার করে।” শ্রমিকদের দাবি, দুষ্কৃতীদের মুখ ঢাকা ছিল। তারা নগদ টাকা, মোবাইলও নিয়ে গিয়েছে। ওই যুবতীর বিষ্ণুপুর হাসপাতালে ডাক্তারি পরীক্ষা করানো হয়। বাসিন্দাদের প্রশ্ন, থানা থেকে মাত্র ৫০০ মিটার দূরে এই ঘটনা ঘটল কী করে? পুলিশ সুপার জানান, পিচ চুরি চক্রের সঙ্গে জড়িতরাই এই কাণ্ড করেছে কী না তদন্ত করে দেখা হচ্ছে এবং এলাকায় পুলিশের টহলদারি বাড়ানো হচ্ছে।

কম মজুরির অভিযোগ
১০০ দিনের প্রকল্পে কাজ করে কম মজুরি দেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে বিক্ষোভ দেখালেন শ্রমিকেরা। মাটি কাটার কাজও তাঁরা বন্ধ রাখলেন। সারেঙ্গা ব্লকের গোয়ালবাড়ি পঞ্চায়েতে মঙ্গলবারের ঘটনা। সুকাডালি গ্রামের বামুনবাঁধে ১০০ দিন প্রকল্পে মাটি কাটার কাজ চলছে দিন দশেক ধরে। ওই কাজে এলাকার প্রায় ২০০ জন শ্রমিক কাজ করছেন। শ্রমিকদের মধ্যে সুকাডালি গ্রামের গোপাল চালক, গোয়ালবাড়ি গ্রামের দিবাকর কালিন্দীর অভিযোগ, “পঞ্চায়েত থেকে মাপ করে যে টাকা দেওয়া হচ্ছে, তা মজুরি হিসাবে বেশ কম। কেউ কেউ গড়ে প্রতিদিনের হিসাবে ৩০ থেকে ৬০ টাকা করে পাচ্ছেন।” শ্রমিকদের একাংশের বক্তব্য, হাজিরা অনুযায়ী রোজ মজুরি দেওয়া হলে এর থেকে বেশি টাকা পাওয়া যেত। পরে পঞ্চায়েত প্রধান অফিসে গিয়ে শ্রমিকদের আশ্বাস দেওয়ায় তাঁরা ফেরত যান। পঞ্চায়েত প্রধানের দাবি, “প্রকল্পের নিয়ম অনুযায়ী যে যতটা পরিমাণ মাটি কেটেছেন, তার মাপজোক করেই মজুরি দেওয়া হচ্ছে। কিন্তু শ্রমিকরা বাজার চলতি দৈনিক মজুরির হিসেবে টাকা দাবি করায় এই বিপত্তি। ওদের বিষয়টি বুঝিয়ে দিয়েছি।”

শ্রমিকের মৃত্যু
পায়ে মেশিনের আঘাত লেগে মৃত্যু হল এক ঠিকা শ্রমিকের। সোমবার রাতে বড়জোড়ার একটি ফেরোঅ্যালয় কারখানায় দুর্ঘটনাটি ঘটে। মৃত তাপস পালের (২৬) বাড়ি গঙ্গাজলঘাটি থানার বাঁকদহ গ্রামে। তাঁর পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে মঙ্গলবার সকাল থেকে কারখানায় বিক্ষোভ দেখান শ্রমিকরা। লোহা মসৃণ করার মেশিন চালু করতে গিয়ে তাপসের পায়ে মেশিনের আঘাত লাগে। দুর্গাপুরে একটি হাসপাতালে ভর্তি করানো হলে রাতে তাঁর মৃত্যু হয়।” কারখানার ম্যানেজার আদেশ জৈন জানান, মৃতের পরিবারকে ক্ষতিপূরণ ও একজনকে চাকরি দেওয়া হবে।

ডিঙি দুর্ঘটনায় সাহায্য
দামোদরে ডিঙি-নৌকা উল্টে মৃত চারজনের পরিবারকে আর্থিক সাহায্য করল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার রঘুনাথপুরের তৃণমূলের বিধায়ক পূর্নচন্দ্র বাউরি স্থানীয় পাথরবাড়ি গ্রামে গিয়ে মৃতদের পরিবারকে ১০ হাজার টাকা করে দেন। শুক্রবার রাতে পাটাতন খুলে ডিঙিতে জল উঠতে থাকায় সহাযাত্রীদের সঙ্গে দামোদরে ঝাঁপ দিয়েও বাঁচতে পারেননি তারাপদ মালাকার, অদ্বৈত্য মালাকার, জীবিত মালাকার ও মৃত্যুঞ্জয় মালাকার। বিধায়ক জানান, মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ওই পরিবারগুলি দ্রুত ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ পাবেন।

শিশু খুনের নালিশ
এক শিশুকে খুনের অভিযোগ উঠল বরাবাজারের তুমড়াশোল গ্রামে। মৃতের নাম জয়ন্ত মাহাতো (৩)। তার বাবা পানু মাহাতো মঙ্গলবার থানায় খুনের অভিযোগ করেন। তাঁর অভিযোগ, সোমবার দুপুরে নিখোঁজ ছেলেকে রাতে গ্রামের রাস্তায় মৃত অবস্থায় পাওয়া গিয়েছে।

দুর্ঘটনায় মৃত্যু
পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হল এক মোটরবাইক আরোহীর। জখম হলেন তাঁর এক সঙ্গী। মঙ্গলবার সকালে বাঁকুড়া সদর থানার মাকুড়গ্রামের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, মৃত সুভাষ রায়ের (২৬) বাড়ি বেলিয়াতোড়ে। জখম সুমন রায়কে বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।

বৃদ্ধের অপমৃত্যু
মঙ্গলবার সকালে কোতুলপুর থানার মুড়াকাটা গ্রামে নিজের বাড়ির মধ্যে অপমৃত্যু হল রামচন্দ্র কোটাল নামের (৭০) এক বৃদ্ধের। পরিবারের অভিযোগ, জমি নিয়ে কিছু পড়শি তাঁকে পিটিয়ে খুন করেছে। পুলিশ তদন্ত চালাচ্ছে।

বাজিতে আগুন
বরযাত্রী দলের শোভাযাত্রার বাজি থেকে আগুন ছড়িয়ে পুড়ে গেল চারটি খড়ের গাদা। সোমবার রাতে পুরুলিয়া মফস্সল থানার রুদড়া গ্রামের ঘটনা। দমকলের একটি ইঞ্জিন আগুন আয়ত্তে আনে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.