জেলা ক্রীড়া সংস্থার নতুন কমিটি
এক দশকের পুরনো মামলা শেষ পর্যন্ত মিটল আপসে
জেলা ক্রীড়া সংস্থার বিরুদ্ধে দীর্ঘ এক দশক ধরে যে মামলা চলছিল, তার নিষ্পত্তি হল আপসে। দু’পক্ষের মতামতের প্রেক্ষিতে সংস্থার পুরনো কমিটি ভেঙে সাময়িক ভাবে একটি ‘অ্যাডহক কমিটি’ গড়া হয়েছে। মেদিনীপুর আদালতের নির্দেশে এই কমিটি তৈরি হয়েছে। কমিটিতে ১১ জন সদস্য রয়েছেন। অ্যাডহক কমিটিকে আগামী ছ’মাসের মধ্যে নির্বাচন করে নতুন কার্যকরী কমিটি গড়ার নির্দেশ দিয়েছে আদালত।
জেলা ক্রীড়া সংস্থার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ এনে ২০০০ সালে মেদিনীপুর আদালতে মামলা দায়ের করা হয়। প্রধান অভিযোগ ছিল, দীর্ঘদিন ধরে সংস্থার সাধারণ সভা হচ্ছে না। জেলা ক্রীড়া সংস্থার বিরুদ্ধে মামলাটি করেন আশিস চক্রবর্তী-সহ ৬ জন। পরে এঁরাই ‘মেদিনীপুর স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন’ গড়ে তোলেন। দীর্ঘদিন মামলা চলায় একদিকে যেমন হয়রানি হচ্ছিল, তেমনই বাড়ছিল খরচের বহর। রাজ্যে পালাবদলের পর তাই আপসে মামলার নিষ্পত্তি করতে উদ্যোগী হয় দু’পক্ষ। আলোচনা চলে। তাতেই গত মাসে মামলার নিষ্পত্তি হয়েছে।
‘অ্যাডহক কমিটি’ কী কী কাজ করবে, তার ১৪ দফা শর্ত রয়েছে। আদালতের নির্দেশ, প্রতি মাসে অন্তত এক বার কমিটিকে বৈঠকে বসতে হবে। ইতিমধ্যে একটি বৈঠক হয়েছে। গত ১ মার্চের ওই বৈঠক থেকে একটি ক্রীড়া উপ-কমিটি গঠন করা হয়েছে। তাতেও সদস্য রয়েছেন ১১ জন। অ্যাডহক কমিটি থেকে উপ-কমিটির কাজকর্ম দেখভালের দায়িত্বে রয়েছেন দু’জন, কৃষ্ণদাস পাল এবং বিদ্যুৎ বসু। উপ-কমিটির যুগ্ম আহ্বায়ক করা হয়েছে ইন্দ্রজিৎ পানিগ্রাহী এবং তাপস দে-কে। আগে যিনি জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক ছিলেন, সেই কৃষ্ণদাস পালও কমিটিতে রয়েছেন। সঙ্গে রয়েছেন জগবন্ধু অধিকারী, প্রণব বসু, রামানন্দ মুখোপাধ্যায়, মনোবিলাস দে, বিজয়গোপাল মল্লিক, বিনয় দাশমাল, বিদ্যুৎ স্যানাল, আশিস চক্রবর্তী, বিদ্যুৎ বসু এবং দীনেন রায় প্রমুখ।
দীর্ঘ এক দশক ধরে চলা মামলার শেষমেশ আপোষে নিষ্পত্তি হওয়ায় খুশি ক্রীড়াপ্রেমীরা। তাঁদের বক্তব্য, এর ফলে সংস্থা সুষ্ঠু ভাবে পরিচালিত হবে। মেদিনীপুরের এক প্রবীণ ক্রীড়াবিদ বলছিলেন, “দীর্ঘদিন ধরে মামলাটি চলছিল। দু’পক্ষ আলোচনার মাধ্যমে ঐক্যমতে পৌঁছনোয় আমি খুশি। আশা করব, খেলাধুলোর প্রসারে নতুন কমিটি আরও উদ্যোগী হবে।”


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.