আজ শপথ নিলেন মুকুল সাংমা, রিও
মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন মেঘালয়ের মুকুল সাংমা ও নাগাল্যান্ডের নেফিয়ু রিও। মুকুলের এটি দ্বিতীয়বার। রিওর তৃতীয়। তবে রিও আজ পুরো মন্ত্রিসভা-সহ শপথ নিলেও মুকুল মন্ত্রিসভা গঠনে তাড়াহুড়ো করার ঝুঁকি না নিয়ে সিদ্ধান্ত কংগ্রেস হাইকমান্ডের উপরেই ছেড়ে দিয়েছেন।
মেঘালয়ে ১১টি পদের জন্য ৪২ জন ও নাগাল্যান্ডে ১১টি পদের জন্য ৪৭ জন বিধায়কই মুখিয়ে ছিলেন। কিন্তু রিও শেষ অবধি, তাঁর দল এনপিএফের ৩৮ জন বিধায়কের মধ্যে থেকেই সব মন্ত্রী বাছাই করেছেন। ৬০টি আসনের মধ্যে এনপিএফ একাই ৩৮টি আসন পেয়েছে। তাই সমর্থনকারী নির্দল, বিজেপি, সংযুক্ত জনতা দল বা এনসিপি বিধায়কদের তুষ্ট করার দায় তাঁর ছিল না। কিন্তু মুকুলের নেতৃত্বে কংগ্রেস ৬০টির মধ্যে ২৯টি আসন পায়। ১১ জন নির্দল ও ২ এনসিপি বিধায়ক কংগ্রেসকে সমর্থন জানালেও সকলেই, মন্ত্রিসভায় ঠাঁই পেতে মরিয়া। এর মধ্যে আবার রয়েছে বিভিন্ন উপজাতিকে খুশি করার সমীকরণ, জোট শরিকদের মন রাখা ও নতুন-পুরনো বিধায়ক এবং আগের মন্ত্রীদের ঠাঁই দেওয়ার জটিল হিসেব। মুখ্যমন্ত্রী হওয়ার দাবি জানিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করার পরেই মুকুল সাংমা বিষয়টি নিয়ে দিল্লি যান। দেখা করেন সনিয়া গাঁধী ও রাহুল গাঁধীর সঙ্গে। কিন্তু তাঁরাও জানান, মন্ত্রিসভা ঘোষণায় তাড়াহুড়ো করে কাজ নেই। সম্ভবত এ সপ্তাহের শেষ দিকে মেঘালয় মন্ত্রিসভা চূড়ান্ত করা হবে।
আজ রাজভবন চত্বরে ৪৭ বছরের মুকুলকে শপথ পাঠ করান রাজ্যপাল আর এস মুশাহারি। সাংবাদিকদের মুকুল বলেন, “পরবর্তী সরকারের একমাত্র নজর থাকবে বিকাশের দিকে। দারিদ্র্য ও পিছিয়ে থাকা এলাকার উন্নয়নের জন্য যা প্রতিশ্রুতি দিয়েছি, তা পালন করে দেখাতে চাই।” মন্ত্রিসভা প্রসঙ্গে তিনি বলেন, “ম্যাডাম সনিয়া আমায় আপাতত একাই শপথ নিতে বলেছেন। মন্ত্রিসভার বিষয়টি হাইকমান্ডের সঙ্গে আলোচনার পরেই চূড়ান্ত করা হবে।”
অন্যদিকে, টানা তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে নেফিয়ু রিও জানান, পরিষদীয় সচিবদের শপথ গ্রহণের পরে দফতর বন্টন হবে। রিও নিজের দল এনপিএফ-এর মধ্যে থেকেই ছয় পুরনো এবং পাঁচ নতুন মুখ নিয়ে ১১ জন মন্ত্রী বেছে নিয়েছেন। তবে ভোটের আগে সাতটি আগ্নেয়াস্ত্র ও কোটি টাকা-সহ ধরা পড়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হয়েছিলেন কারিডং-এর বিধায়ক ইমকং এল ইমচেন। তাঁর বিরুদ্ধে তদন্ত চলছে। রিও কিন্তু এ বারও ইমচেনকে মন্ত্রিসভায় রাখলেন।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.