|
|
|
|
ত্রিপুরায় আজ শপথ |
আজ মানিক সরকারের নেতৃত্বে শপথ নিতে চলেছে ত্রিপুরার সপ্তম বামফ্রন্ট সরকার। মঙ্গলবার সন্ধ্যায় বামফ্রন্টের তরফে নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করা হয়। পুরনো মন্ত্রীদের সিংহভাগই রয়ে যাচ্ছেন নতুন মন্ত্রিসভায়। একেবারে আনকোরা নতুন মুখ বলতে রতন ভৌমিক। ক্ষমতার অলিন্দে পরিচিত মুখ ভানুলাল সাহা গত বারে বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন। এ বার তিনি মন্ত্রিসভায় আসছেন। ডেপুটি স্পিকার পদে বসছেন পবিত্র কর। স্পিকার থাকছেন রমেন্দ্রচন্দ্র নাথই। এ বারের মন্ত্রিসভায় অবশ্য চমক বলতে একটাই। মানিকবাবুর এই মন্ত্রিসভায় থাকছেন না প্রবীণ সিপিএম নেতা অনিল সরকার। দলীয় সূত্রে জানা গিয়েছে, তিনি এ বার মন্ত্রিসভা থেকে অব্যহতি চেয়েছিলেন। তবে পাকাপাকি অব্যহতি অনিলবাবুকে তাঁর দল দেয়নি। তাঁকে রাজ্য যোজনা পর্ষদের ভাইস চেয়ারম্যান পদে বসানো হয়েছে। পর্ষদের চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রী। ১৯৭২ সাল থেকে অনিলবাবু বিধায়ক। মন্ত্রী হিসেবে হাতেখড়ি নৃপেন চক্রবর্তীর কাছে। মানিকবাবুর গত তিনটি মন্ত্রিসভাতেই ছিলেন। সামলেছেন বিভিন্ন দফতর। তবে তথ্য-সংস্কৃতি মন্ত্রী বলতেই ত্রিপুরার সকলে বুঝতেন কবি অনিল সরকারকে। |
মানিক সরকার |
|
বাদল চৌধুরী |
জীতেন্দ্র চৌধুরী |
রতন ভৌমিক |
ভানুলাল সাহা |
তপন চক্রবর্তী |
মানিক দে |
খগেন্দ্র জামাতিয়া |
বিজিতা নাথ |
অঘোর দেববর্মা |
মণীন্দ্র রিয়াং |
শহিদ চৌধুরী |
অনিল সরকার |
|
|
|
|
|
|