টুকরো খবর
অপহরণের নালিশ, মা-মেয়ে ‘উদ্ধার’ অসমে
অসমের শিলচর থেকে এক মহিলা এবং তাঁর শিশু কন্যাকে উদ্ধার করল কাছাড় জেলার পুলিশ। নদিয়ার গাংনাপুরের বাসিন্দা সরস্বতীদেবী এবং তাঁর বছর ছয়েকের মেয়েকে অপহরণের অভিযোগে তাঁদেরই পড়শি এক যুবক, পরিমল দাসকে গ্রেফতারও করেছে অসমের পুলিশ। নদিয়া জেলা পুলিশ সুপার সব্যসাচীরমন মিশ্র বলেন, “শিলচর থেকে ওই মহিলা এবং তাঁর মেয়েকে ফিরিয়ে আনতে জেলা পুলিশের একটি দল ইতিমধ্যেই রওনা হয়েছে। আনা হবে ওই যুবককেও। তাঁদের জেরা করেই অপহরণের রহস্য জানা যাবে বলে মনে হচ্ছে।” গাংনাপুরের বৈদ্যপুর-২ পঞ্চায়েতের বেগোপাড়ায় বাড়ি ঘেটু সর্দারের। কেরলে ক্যাটারিংয়ের ব্যবসা করেন তিনি। টেলিফোনে তিনি জানান, গত ১ ফেব্রুয়ারি থেকে স্ত্রী সরস্বতী এবং মেয়ে রুপালির খোঁজ পাওয়া যাচ্ছিল না। গাংনাপুর থানায় একটি নিখোঁজ ডায়েরিও করা হয়েছিল। দিন কয়েক পরে দেখা যায় তাঁদের পড়শি যুবক পরিমলও গ্রাম-ছাড়া। সন্দেহ দানা বাঁধতে ওই যুবকের বিরুদ্ধে স্ত্রী ও মেয়েকে অপহরণের অভিযোগ দায়ের করেন ঘেটু। বিভিন্ন সূত্র থেকে খোঁজ পেয়ে পুলিশ জানতে পারে পরিমল রয়েছে অসমের শিলচরে। এরপরেই অসম পুলিশের সাহায্যে স্থানীয় বিমানবন্দর এলাকা থেকে পরিমলকে গ্রেফতার করা হয়। উদ্ধার হয় সরস্বতী এবং রুপালি। পরিমলের অবশ্য দাবি, সরস্বতীর সঙ্গে তাঁর সম্পর্ক দীর্ঘদিনের। শিলচরে সরস্বতীর সহমতেই তাঁরা সংসার পেতে ছিলেন। সরস্বতীও সে কথা কবুল করেছেন। তবে পুলিশ নাছোড়। তাঁরা নদিয়ায় এনে তিন জনকে জেরা করে তবেই এ ব্যাপারে নিশ্চিত হতে চায়।

জামশেদপুরের বিধায়ক জেলে
আদালত থেকে জেলে নিয়ে যাওয়া হচ্ছে বন্না গুপ্তকে। মঙ্গলবার। ছবি: পার্থ চক্রবর্তী।
এক ব্যক্তির দায়ের করা একটি মামলার জেরে আদালত গ্রেফতার করার নির্দেশ দিল কংগ্রেস বিধায়ক বন্না গুপ্তকে। তিনি জামশেদপুর (পশ্চিম) বিধানসভা কেন্দ্রের বিধায়ক। আজ তাঁকে গ্রেফতার করেছে পূর্ব সিংভূম জেলার সীতারাম ডেরা থানার পুলিশ। তদন্তকারীরা জানান, গত বছর ফেব্রুয়ারি মাসে কদমা থানার ভাটিয়া বস্তি এলাকায় একটি রাস্তা তৈরির কাজ হচ্ছিল। তার জেরে ওই এলাকার একটি মন্দিরের দেওয়াল ভেঙে যায়। ঘটনার জন্য স্থানীয় বিধায়ককে দায়ী করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে মামলা করেন স্থানীয় এক ব্যক্তি। সেই মামলার রায় দিতে গিয়ে বিচারক ওই বিধায়ককে গ্রেফতার করার নির্দেশ দেন। আজ পুলিশ তাঁকে আদালতে হাজির করা হলে বিচারক তাঁকে ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দেন।

ফোনে কথা বলে বিপাকে
হায়দরাবাদে বিস্ফোরণ নিয়ে ফোনে কথা বলার জন্য তদন্ত শুরু হল কম্যান্ডো বাহিনী এনএসজি-র উচ্চপদস্থ অফিসারের বিরুদ্ধে। তবে তদন্ত নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস হয়নি বলেই দাবি স্বরাষ্ট্র মন্ত্রকের। ২১ ফেব্রুয়ারি দিলসুখনগরে বিস্ফোরণের পরে তদন্তে সাহায্যের জন্য দল পাঠায় এনএসজি। তার পরেই সামরিক গোয়েন্দা বিভাগের অফিসার পরিচয় দিয়ে এনএসজি-র সদর দফতরে ফোন করে এক ব্যক্তি জানতে চান, হায়দরাবাদে এনএসজি দল পাঠিয়েছে কি না। এ ধরনের তথ্য জানানোর উপরে নিষেধাজ্ঞা আছে। কিন্তু সামরিক গোয়েন্দা বিভাগের কথা শুনে এনএসজি দল যাওয়ার কথা জানিয়ে দেন কম্যান্ডো বাহিনীর এক অফিসার। পরে জানা যায়, ফোন কলটি ভুয়ো ছিল। এর ফলে, এনএসজি অফিসারকে নিয়ে তদন্ত শুরু হয়েছে। একটি সূত্রের দাবি, ফোনটি পাকিস্তান থেকে এসেছিল। অন্য সূত্রের বক্তব্য, তথ্য ফাঁস হচ্ছে কি না জানতে মাঝে মাঝেই এ ধরনের নকল ফোন করে গোয়েন্দা বিভাগ। এটা তারই অঙ্গ।

ডাইনি অপবাদে খুন মা-মেয়ে
ডাইনি অপবাদে পিটিয়ে খুন করা হল দুই মহিলাকে। দক্ষিণ ত্রিপুরার মনুবাজার এলাকার ঘটনা। পুলিশ জানায়, রবিবার গভীর রাতে মনুবাজারের ছোট শাকবাড়ির এডিসি ভিলেজের এক বাড়িতে দুষ্কৃতীরা হানা দেয়। লাঠি দিয়ে পিটিয়ে তারা গুরুতর জখম করে আজঙ্গমালা ত্রিপুরা (৬৫) এবং তাঁর মেয়ে পুষ্পমালা ত্রিপুরাকে (৩৫)। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই মহিলার। দুষ্কৃতীরা খুন করে পালিয়ে যায়। অভিযুক্ত চার জনের একজন রমণীমোহন ত্রিপুরাকে পুলিশ গ্রেফতার করেছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, ডাইনি অপবাদেই ওই দুই মহিলাকে প্রতিবেশীরা খুন করে। পুলিশ তল্লাশি শুরু করেছে, বাকি অভিযুক্তরা এখনও ফেরার।

ভেঙে পড়ল পুরনো কপ্টার, নিখোঁজ দুই
দুর্ঘটনার মুখে পড়ল নৌসেনার একটি হেলিকপ্টার। মঙ্গলবার বেলা তিনটে নাগাদ নিয়মমাফিক টহল দেওয়ার সময় বিশাখাপত্তনম বন্দরে হঠাৎই ভেঙে পড়ে ‘চেতক’ নামের হেলিকপ্টারটি। ঘটনার সময় চার জন ছিলেন কপ্টারে। দু’জনকে সঙ্গে সঙ্গে উদ্ধার করা সম্ভব হলেও বাকি দু’জন এখনও নিখোঁজ। ‘চেতক’ এবং ‘চিতা’ ভারতীয় নৌসেনার পুরনো দু’টি কপ্টার। ৭০ এবং ৬০-এর দশক থেকে হাল্কা ওজনের জিনিসপত্র এবং অল্প সংখ্যক ব্যক্তি নিয়ে যাওয়ার জন্য ব্যবহৃত হয়। সম্প্রতি নৌসেনার জন্য ৫৬টি নতুন কপ্টার কেনার সিদ্ধান্ত হয়েছে।

নিরাপত্তা বাহিনীর গুলিতে হত এক
নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হলেন বছর পঁচিশের এক যুবক। আহত আরও চার। উত্তর কাশ্মীরের বারামুলায় একটি প্রতিবাদ মিছিল চলার সময় ঘটনাটি ঘটেছে। এলাকা থেকে সেনা প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার পথে নেমেছিলেন শ’য়ে শ’য়ে স্থানীয় মানুষ। তাঁদের ছত্রভঙ্গ করার উদ্দেশে গুলি চালান নিরাপত্তা রক্ষীরা। পাল্টা পাথর ছোড়েন প্রতিবাদীরাও। সংঘর্ষে আহত হন পাঁচ জন সাধারণ মানুষ। পরে এক জনের মৃত্যু হয়। মঙ্গলবার সন্ধ্যার সংসদীয় অধিবেশনে বিষয়টি নিয়ে বিরোধীদের প্রশ্নের মুখে কান্নায় ভেঙে পড়েন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে খুনের মামলাও দায়ের করেছে পুলিশ।

কৃষি ঝণ মকুবের টাকা ‘তছরুপ’
কৃষি ঝণ মকুব প্রকল্পের জন্য বরাদ্দ ৫২,০০০ কোটি টাকা নয়ছয়ের অভিযোগ উঠল দায়িত্ব প্রাপ্ত ব্যাঙ্ক অফিসার ও অডিটরদের বিরুদ্ধে। সংসদে কন্ট্রোলার ও অডিটর জেনারেল (সিএজি)-এর পেশ করা রিপোর্টে মঙ্গলবার টাকা তছরুপের ঘটনা ধরা পড়ে। জানা গিয়েছে, দরিদ্র কৃষকদের জন্য বরাদ্দ ওই টাকা সঠিক খাতে ব্যবহার হয়নি, বেশির ভাগই বেহাত হয়েছে। এমন কী ওই টাকার একাংশ ক্ষুদ্র ঝণ সংস্থা গুলিকেও দেওয়া হয়েছে ঝণ হিসেবে। সিএজি’র রিপোর্টে এ-ও জানা গিয়েছে, কৃষি ঝণ মকুব প্রকল্প রূপায়ণে প্রচুর খামতি ছিল। নথি নষ্ট করার অভিযোগও উঠেছে দায়িত্ব প্রাপ্ত ব্যাঙ্ক অফিসারদের বিরুদ্ধে। ঘটনায়, ১০,০০০ কোটি টাকা দুনীর্তির অভিযোগ আনছে বিজেপি। দাবি, যত তাড়াতাড়ি সম্ভব বেহাত হয়ে যাওয়া টাকা উদ্ধারের চেষ্টা করা হোক। এফআইআর দায়ের করা হোক অভিযুক্ত ব্যাঙ্ক অফিসার ও অডিটরদের বিরুদ্ধে।

ভন্ডারা-কাণ্ডে ধৃত ৩
তিন বোনের নাম বলে দেওয়ার পাশাপাশি, ভন্ডারা-কাণ্ডে কাউকে গ্রেফতার করতে না পারা সত্ত্বেও পুলিশের প্রশংসা করে জোর বিতর্কে পড়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল শিন্দে। অবশেষে পুলিশ তিন জনকে আটক করল ওই ঘটনায়। ফরেনসিক রিপোর্টে তেমন প্রমাণ না মিললেও ময়নাতদন্তের রিপোর্টে ভিত্তিতে পুলিশ মনে করছে, এই তিন জনই ৬ থেকে ১১ বছর বয়সী তিন বোনকে ধর্ষণ করে তাদের কুয়োয় ফেলে খুন করেছিল।

পথ দুর্ঘটনায় মৃত ৭
সোমবার মুম্বই-পুণে এক্সপ্রেসওয়েতে একটি ট্যাঙ্কার ও টাটা সুমোর ধাক্কায় মৃত্যু হল ৭ জনের। গুরুতর জখম তিন। পুলিশ জানিয়েছে, টাটা সুমোয় বিয়েবাড়ি থেকে ফিরছিল একটি পরিবার। ভোর সাড়ে তিনটে নাগাদ সুমোটি একটি ট্যাঙ্কারে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মারা যান ৭ জন।

কুয়োয় শিশুর দেহ
দশ দিন ধরে নিখোঁজ এক শিশুকন্যার দেহ মিলল কুয়ো থেকে। মহারাষ্ট্রের সাতপুরের এক গ্রামে। মেয়েকে না পেয়ে গত ২৩ ফেব্রুয়ারি থানায় ডায়েরি করেন তার বাবা। সোমবার বছর সাতেকের মেয়েটির দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। নিছক কুয়োয় পড়ে গিয়ে মৃত্যু হয়েছে, এমনটা মনে করছে না পুলিশ।

ধৃত ৬ রাজ-সেনা
মহারাষ্ট্রের স্থানীয় স্কুলে উত্তর ভারতীয় শিশুদের ভর্তিতে বাধা দিয়েছিল রাজ ঠাকরের নবনির্মাণ সেনা। এই নিয়ে অভিভাবকদের সঙ্গে গণ্ডগোলেও জড়িয়ে পড়ে তারা। এই ঘটনায় নবনির্মাণ সেনার সম্পাদক-সহ ছ’জনকে গ্রেফতার হয়েছে মঙ্গলবার। সরকারি কর্মীদের কাজে হস্তক্ষেপ করা এবং অভিভাবকদের হেনস্থা করার অভিযোগে।

নিরাপত্তা বাহিনীর গুলিতে হত ১
নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হলেন বছর পঁচিশের এক যুবক। উত্তর কাশ্মীরের বারামুলায় এলাকা থেকে সেনা প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার পথে নেমেছিলেন শ’য়ে শ’য়ে স্থানীয় মানুষ। তাঁদের ছত্রভঙ্গ করার উদ্দেশে গুলি চালান নিরাপত্তা রক্ষীরা। পাল্টা পাথর ছোড়েন প্রতিবাদীরাও। সংঘর্ষে আহত হন পাঁচ জন। পরে এক জনের মৃত্যু হয়। সন্ধ্যার সংসদীয় অধিবেশনে বিষয়টি নিয়ে কথা উঠলে কান্নায় ভেঙে পড়েন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। এর পরে গুজব ওঠে যে তিনি পদ ত্যাগ করবেন। তবে তা অস্বীকার করে টুইট করেছেন তিনি।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.