সেই আন্তর্জাতিক বাজারের হাত ধরেই কিছুটা ঘুরে দাঁড়াল ভারতের শেয়ার বাজার। বাজেট পরবর্তী পতনের পর মঙ্গলবার উঠল সূচক। এবং এক লাফে ২৬৫.২১ অঙ্ক। গত দু’মাসের মধ্যে এটাই সেনসেক্সের বৃহত্তম উত্থান। বাজার বন্ধের সময়ে সূচক দাঁড়িয়েছিল ১৯,১৪৩.১৭ অঙ্কে।
বিশ্বায়নের জমানায় শেয়ার বাজারের ওঠানামা যে আন্তর্জাতিক বাজারের দিকে তাকিয়েই হয়, অতীতে একাধিক বার তার প্রমাণ পাওয়া গিয়েছে। এই দিনও সেটাই ঘটল। আমেরিকা-সহ বিভিন্ন দেশ মন্দার সময় চালু করা তাদের ত্রাণ প্রকল্পগুলি এই মুহূর্তে তুলে নিচ্ছে না, এটা কিছুটা পরিষ্কার হতেই মুখ তুলতে শুরু করল সূচক। বস্তুত, মন্দা যুঝতে চালু করা ত্রাণ প্রকল্পগুলি আমেরিকা আর বহাল রাখবে কি না, তা নিয়ে কিছু দিন আগেই সংশয় তৈরি হয়েছিল। যার জেরে পড়ে গিয়েছিল ভারত-সহ বিভিন্ন দেশের শেয়ার বাজার। শুধু আমেরিকাই নয়, বিশ্বের অন্য বেশ কয়েকটি দেশই বেহাল আর্থিক অবস্থার বিপদ সামলাতে ওই ধরনের প্রকল্প চালু করেছিল।
যদিও শেয়ার বাজারের ভবিষ্যৎ এখনও চূড়ান্ত অনিশ্চিত বলেই মনে করছেন অধিকাংশ বিশেষজ্ঞ। তৃতীয় ত্রৈমাসিকে বেশ কিছু সংস্থার আর্থিক ফলাফল আশানুরূপ হয়নি। শুধু তাই নয়, তাঁদের মতে, শেয়ার বাজার যে-সব কারণে তেজী হয়, তার কোনওটিই এখন লক্ষ করা যাচ্ছে না। বাজার বিশেষজ্ঞ এবং ক্যালকাটা স্টক এক্সচেঞ্জের ডিরেক্টর এস কে কৌশিক অদূর ভবিষ্যতেও শেয়ার বাজারের উত্থানের সম্ভাবনা দেখছেন না। বরং তাঁর কথায়, “বাজারে এখন প্রাণ কিছুই নেই। সূচক ১৫ হাজারে নেমে গেলেও অবাক হব না।”
তবে ভারতের বাজার বিদেশি লগ্নিকারী সংস্থাগুলির ঘাড়ে চেপে উঠবে বলে আশায় বুক বেঁধেছেন শেয়ার ব্যবসায়ীদের অনেকেই। যেমন স্টুয়ার্ট সিকিউরিটিজের চেয়ারম্যান এবং ক্যালকাটা স্টক এক্সচেঞ্জের প্রাক্তন সভাপতি কমল পারেখ বলেন, “ভারতে এ বার বৃদ্ধির হার ৫.৫% ছোঁবে। আমাদের চোখে এই হার বেশি নয় ঠিকই। কিন্তু এই মুহূর্তে বিশ্বে খুব কম দেশই আছে, যাদের অগ্রগতি এর ধারে কাছে। তাই বিদেশি লগ্নিকারীদের কাছে বিনিয়োগের ক্ষেত্র হিসাবে ভারতের বিকল্প খুব কম আছে।”তবে বাজেটের পর এ বার সকলের চোখ রিজার্ভ ব্যাঙ্কের ঋণনীতির আগামী পর্যালোচনার দিকে। আগের বার সুদ ২৫ বেসিস পয়েন্ট কমানোর সময়ে গভর্নর ডি সুব্বারাও বলেছিলেন, সুদ কমানোর পরবর্তী পদক্ষেপ করার আগে তিনি দেখে নেবেন, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কেন্দ্র কতটা সফল। তাই বাজেটে চিদম্বরমের দেওয়া প্রস্তাব সুদ কমানোর ব্যাপারে সুব্বারাওকে কতটা প্রভাবিত করতে পারে, সেটাই এখন দেখার। |