শ্লীলতাহানির চেষ্টার নালিশ
নিজস্ব সংবাদদাতা • বোলপুর |
মাধ্যমিক পরীক্ষার্থীর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠল তারই প্রতিবেশীর বিরুদ্ধে। মঙ্গলবার সন্ধ্যায় বোলপুর থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন ওই পরীক্ষার্থী। ওই কিশোরীর অভিযোগ, পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে বোলপুর শহরে তার শ্লীলতাহানির চেষ্টা করে এক মদ্যপ ব্যক্তি। এ দিকে অভিযুক্ত শেখ শাহাজাহানের স্ত্রী রেজিনা বিবি তাঁর স্বামীর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি এ দিনই পুলিশের কাছে তাঁর দুই প্রতিবেশী সেকিনা বিবি এবং তাঁর স্বামী সাগির মোল্লার বিরুদ্ধে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেছেন। বোলপুরের এসডিপিও প্রশান্ত চৌধুরী বলেন, “দু’টি অভিযোগেরই তদন্ত শুরু হয়েছে।” পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বোলপুর শহরের বাসিন্দা ওই পরীক্ষার্থী মঙ্গলবার পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিলেন। পথে নতুনপুকুর রাস্তার আগে একটি ক্লাবের পাশে মদ্যপ অবস্থায় শেখ শাহাজাহান নামে এক ব্যক্তি মেয়েটির শ্লীলতাহানির চেষ্টা করেন বলে অভিযোগ। মেয়েটিকে শাহাজাহান অশ্লীল ভাষায় গালিগালাজও করেন বলে মেয়েটি তাঁর অভিযোগে জানিয়েছে। পরে মেয়েটি বোলপুর থানায় অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। অভিযুক্ত শাহাজাহান অভিযোগকারিণীরই প্রতিবেশী। অন্য দিকে, অভিযুক্তের স্ত্রী রেজিনা বিবি-র অভিযোগ, গত রবিবার সকালে পারিবারিক বিবাদের জেরে প্রতিবেশী সেকিনা বিবি আর সাগির মোল্লা তাঁকে মারধর করে শ্লীলতাহানি করেন। তাঁর দুই প্রতিবেশীর সঙ্গে যোগাযোগ করা যায়নি।
|
এক দিনের আলোচনাচক্র
নিজস্ব সংবাদদাতা • শান্তিনিকেতন |
ইন্দিরা গাঁধী কেন্দ্রে খোলা আকাশের নীচেই হল আলোচনা। —নিজস্ব চিত্র। |
স্বামী বিবেকানন্দের জন্মের সার্ধ শতবর্ষকে স্মরণীয় করে তুলতে ‘একবিংশ শতাব্দীতে বিবেকানন্দের প্রাসঙ্গিকতা’ শীর্ষক এক দিনের একটি আলোচনাচক্রের আয়োজন করল বিশ্বভারতীর ইন্দিরা গাঁধী কেন্দ্র। মঙ্গলবার অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বেলুর মঠ, রামকৃষ্ণ-বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বামী আত্মাপ্রিয়ানন্দ। উদ্বোধনী বক্তৃতা করেন রামকৃষ্ণ মিশন কলকাতার বিবেকানন্দের পূর্বজদের বসতবাড়ি এবং সংস্কৃতি কেন্দ্রের সম্পাদক স্বামী পুরনাত্মানন্দ। মুখ্য অতিথি ছিলেন রামকৃষ্ণ মিশন, বেলুর মঠের প্রশিক্ষণ কেন্দ্রের আচার্য স্বামী সর্বপ্রিয়ানন্দ। বিভিন্ন ভবনের পড়ুয়ারা ছাড়াও আলোচনাচক্রে উপস্থিত ছিলেন বিশ্বভারতীর উপাচার্য সুশান্ত দত্তগুপ্ত, ‘স্টাডিজ অফ এডুকেশনাল ইনোভেশন অ্যান্ড রুরাল রিকন্সট্রাকশনের অধিকর্তা ও ইন্দিরা গাঁধী কেন্দ্রের অধিকর্তা সবুজকলি সেন, স্থানীয় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের মুখ্য শাখা প্রবন্ধক সুব্রত রায়-সহ বহু বিশিষ্ট জন।
|
বকেয়া ছাড়াল এক কোটি
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
রামপুরহাট পুরসভার বকেয়া বিদ্যুৎ বিলের পরিমাণ কোটি টাকার উপরে পৌঁছল। রাজ্য বিদ্যুৎ বণ্টন কোম্পানির তরফে সম্প্রতি পুরসভায় পাঠানো বকেয়া বিলের পরিমাণ ১ কোটি ২২ লক্ষ ৯৪ হাজার টাকা। বিদ্যুৎ বণ্টন কোম্পানির রামপুরহাট বিভাগীয় আধিকারিক নারায়ণচন্দ্র রায় জানান, প্রতি মাসেই পুরসভায় বকেয়া বিল মেটানোর নোটিস পাঠানো হয়। কিন্তু পুরসভার তরফ থেকে বিল মেটানোর জন্য সদর্থক ভূমিকা নেওয়া হয়নি। পুরপ্রধান অশ্বিনী তিওয়ারি বলেন, “সরকার থেকে যে পরিমাণ টাকা পাওয়া যায়, সেই পরিমাণ টাকা দিয়ে যতটা সম্ভব বিল পরিশোধ করা হয়।”
|
ট্রাকের ধাক্কায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
পাথর শিল্পাঞ্চলে কাজ করতে এসে দুর্ঘটনায় মৃত্যু হল এক শ্রমিকের। পুলিশ জানায়, মৃতের নাম, পানু আদিত্য (৫৫)। বাড়ি রামপুরহাট থানার খরবোনা গ্রামে। মঙ্গলবার সকালে রামপুরহাটের বারমেশিয়া পথর শিল্পাঞ্চল এলাকায় একটি ট্রাকের ধাক্কায় তিনি গুরুতর জখম হন। রামপুরহাট হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। অন্য দিকে, গরম ভাতের ফ্যানে পড়ে গিয়ে মৃত্যু হল দেড় বছরের এক শিশুর। তার নাম জেশমিনা খাতুন। বাড়ি বীরভূমের সদাইপুর থানার তিলেডাঙা গ্রামে। শুক্রবার বিকেলে বাড়িতে ভাতের ফ্যান ঝরিয়ে রেখেছিলেন মা দুলু বিবি। খেলতে খেলতে শিশুটি ওই ফুটন্ত ফ্যানে পড়ে যায়। সিউড়ি মহকুমা হাসপাতাল থেকে তাকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মঙ্গলবার সকালে সেখানেই মৃত্যু হয় তার।
|
পুড়ে মৃত্যু বধূর
নিজস্ব সংবাদদাতা • মুরারই |
অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক বধূর। মৃত ওই বধূর নাম মামণি হালদার (২৪)। বাড়ি মুরারইয়ের কামদেব নালায়। বছর দু’য়েক আগে বধূটির বিয়ে হয়। পারিবারিক কারণে তিনি মুরারইয়ের ননগড়ে বাপেরবাড়িতে থাকতেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সোমবার পারিবারিক অশান্তির জেরে তিনি নিজেই গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। |