দুবরাজপুরের লোবা গ্রাম কমিটি পরিচালিত ১৬ দলীয় নীহাররঞ্জন সরকার স্মৃতি ক্রিকেট প্রতিযোগিতায় বর্ধমানের গৌর বাজার স্পোর্টস লাভার্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হল মাধাইপুর কোলিয়ারি ক্রিকেট ক্লাব। রবিবার স্থানীয় কালীভাষা মাঠে ওই খেলা হয়। প্রতিযোগিতার উদ্বোধন করেছিলেন নীহারবাবুর স্ত্রী শেফালীদেবী। ১৬ ওভারের খেলায় গৌরবাজার প্রথমে ব্যাট করতে নেমে ৮৭ রান করে। জবাবে মাধাইপুর ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যমাত্রায় পৌঁছে যায়। মাধাইপুরের টিপু মিঞা ম্যান অব দ্য ম্যাচ এবং দুবরাজপুরের সুভাষ ঘোষ ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হয়েছেন। উইনার্স ও রানার্স দলকে ট্রফি-সহ ৫ হাজার ও ৩ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
|
পাড়ুই থানার বাতিকার যুব সঙ্ঘ পরিচালিত ১৬ দলীয় নক আউট ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল বোলপুর ডিওয়াইএস। ৩ মার্চ স্থানীয় হাইস্কুল মাঠে ওই খেলা হয়। প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১৩০ রান করে বোলপুর। জবাবে সদাইপুরের গুমসীমা এমজি রয়্যালস ৮৫ রানে অল আউট হয়ে যায়। বোলপুরের মিনি সামন্ত ম্যান অব দ্য ম্যাচ এবং গুমসীমার প্রভাত রক্ষিত ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হয়েছেন। ক্লাবের সম্পাদক গৌর সরকার জানান, উইনার্স ও রানার্স দলকে ট্রফি-সহ ১৫০০০ ও ১০০০০ টাকা দেওয়া হয়েছে।
|
রামপুরহাট মহকুমা হাসপাতাল রিক্রিয়েশন ক্লাব পরিচালিত ৮ দলীয় নক আউট ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল মুর্শিদাবাদের পাঁচগ্রাম ক্রিকেট ক্লাব। ৩ মার্চ হাসপাতাল মাঠে ওই খেলা হয়। ২০ ওভারে ১০৫ রান করে সিউড়ি টাউন ক্লাব। জবাবে ব্যাট করতে নেমে ১৩ ওভারে প্রয়োজনীয় রান তুলে নেয় পাঁচগ্রাম। পাঁচগ্রামের সোম সরকার ম্যান অব দ্য ম্যাচ ও ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হন। আয়োজক সংস্থার সভাপতি অশোক চট্টোপাধ্যায় জানান, উইনার্স ও রানার্স দলকে আর্থিক পুরস্কারও দেওয়া হয়েছে।
|
সাঁইথিয়া রেলমাঠ পরিচালিত ৪ দলীয় ভাস্কর ভট্টাচার্য এবং মিনতি বন্দ্যোপাধ্যায় স্মৃতি ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল বর্ধমান জাতীয় সঙ্ঘ। হাওড়া জিআরপি-কে তারা ২৫-২২, ২৫-২০ সেটে হারায়। ৩ মার্চ স্থানীয় রেল ময়দানে খেলাটি হয়েছে। হাওড়ার জিআরপির দেবাশিস বাগ ম্যান অব দ্য ম্যাচ ও বর্ধমানের চন্দ্রনাথ সিংহ ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হন। উপস্থিত ছিলেন ক্রীড়াবিদ শ্যামল দত্ত। উদ্যোক্তাদের তরফে সুভাষ দত্ত জানান, স্থানীয় ব্যবসায়ী শৈলেন দাসের স্মৃতিতে ব্যক্তিগত পুরস্কারগুলি দেওয়া হয়েছে।
|
সিউড়িতে আন্তঃজেলা ক্রিকেট। ছবি: তাপস বন্দ্যোপাধ্যায়। |
সিএবির উদ্যোগে এবং জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় সিউড়ি ক্রীড়া সংস্থার মাঠে হচ্ছে সিনিয়র আন্তঃজেলা ক্রিকেট প্রতিযোগিতা। মঙ্গলবার প্রথম দিনের খেলায় বর্ধমানকে হারাল বীরভূম। এ দিন ব্যাট করতে নেমে ৩৩.২ ওভারে বর্ধমান সব উইকেট খুইয়ে ১০৯ রান করে। জবাবে বীরভূম ২৮.৪ ওভারে ৫ উইকেটে ১১০ রান করে। চার উইকেটে ২৩ রান করে বীরভূমের সুমন্ত গুপ্ত। আজ বুধবার মুর্শিদাবাদের মুখোমুখি হবে বর্ধমান। কাল বৃহস্পতিবার মুর্শিদাবাদের বিরুদ্ধে মাঠে নামবে বীরভূম। হাজির ছিলেন সিএবির পরিদর্শক দেবেশ চক্রবর্তী।
• বোলপুর আদ্যাশক্তি ক্লাবের পরিচালনায় ১ মার্চ থেকে ক্লাব মাঠে শুরু হয়েছে ১৬ দলীয় নক আউট ক্রিকেট প্রতিযোগিতা। উদ্বোধন করেন মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিংহ। ক্লাবের সম্পাদক অমরনাথ রায় জানান, উইনার্স ও রানার্স দলকে ট্রফি-সহ ৩০ ও ২০ হাজার টাকা দেওয়া হবে। ১৭ মার্চ ফাইনাল।
|
শ্রীনিকেতনে প্রীতি ফুটবল। ছবি: বিশ্বজিৎ রায়চৌধুরী। |
• বীরভূম ভেটারেন্স স্পোর্টস ক্লাব এবং বোলপুর টাউন ক্লাবের যৌথ উদ্যোগে শ্রীনিকেতন মাঠে মঙ্গলবার হয়েছে প্রীতি ফুটবল প্রতিযোগিতা। ওই প্রতিযোগিতায় বাংলাদেশের গগুরা সোনালি অতীত ফুটবল ক্লাবের মুখোমুখি হয় বীরভূম ভেটারেন্স ক্লাব। ২-২ গোলে ড্র হয়। উদ্বোধন করেন বিশ্বভারতীর শারীর শিক্ষা বিভাগের প্রধান অশোক গুন। |