ব্যবসায়ী রাজু পালের খুনের ঘটনায় অভিযুক্ত শুভঙ্কর সরকার মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করল। কালনার ধান-চালের ওই ব্যবসায়ীকে ২০১২ সালের ২৪ সেপ্টেম্বর রাত আড়াইটে নাগাদ ক্ষতবিক্ষত অবস্থায় শ্বশানঘাটের কাছে পড়ে থাকতে দেখেন কালনার বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু। তাঁর চেষ্টাতেই রক্তাক্ত ব্যবসায়ীকে প্রথমে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। পরে অবস্থার অবনতি হলে ভর্তি করানো হয় বর্ধমানের একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই তাঁর মৃত্যু হয়। এই ব্যবসায়ীর পরিবারের তরফে তিন জনের নামে অভিযোগ দায়ের করা হয়। পুলিশ তদন্তে নেমে মোট সাত জনকে গ্রেফতার করে। শুভঙ্করের নামে অভিযোগ থাকলেও এত দিন তাঁকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। সে পলাতক বলে দাবি করে কালনা থানার পুলিশ চার্জশিট পেশ করেছিল।
|
গরম ভাতের ফ্যানে পড়ে গিয়ে মৃত্যু হল দেড় বছরের এক শিশুর। তার নাম জেশমিনা খাতুন। বাড়ি বীরভূমের সদাইপুর থানার তিলেডাঙা গ্রামে। শুক্রবার বিকেলে বাড়িতে ভাতের ফ্যান ঝরিয়ে রেখেছিলেন মা দুলু বিবি। খেলতে খেলতে শিশুটি ওই ফুটন্ত ফ্যানে পড়ে যায়। সিউড়ি মহকুমা হাসপাতাল থেকে তাকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মঙ্গলবার সকালে সেখানেই মৃত্যু হয় তার।
|
একটি হোটেলের পিছনের বাড়িতে জালমদ তৈরির অভিযোগ উঠেছে মেহেদিবাগানে। গোপন সূত্রে খবর পেয়ে জেলা পূর্ব আবগারি দফতরের আধিকারিক সুরজিৎ সরকারের নেতৃত্বে অভিযান চালানো হয়। আবগারি দফতরের ওসি (সদর) মহম্মদ নৌশাদ খান জানান, উদ্ধার হয়েছে ৯৪ লিটার জাল বিলিতি মদ, ২৪ লিটার দেশি মদ ও মদ তৈরির উপকরণ। এই কাজে জড়িত অভিযোগে রাধেশ্যাম গুপ্ত নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। |