মাধ্যমিকে অঙ্ক পরীক্ষার দিন টুকলি করতে না দেওয়ায় পরীক্ষাকেন্দ্রে ভাঙচুর চালাল এক দল পড়ুয়া। মঙ্গলবার বর্ধমানের অনিতা সিনেমা লেন লাগোয়া বাণীপীঠ হাইস্কুলে ঘটনাটি ঘটে।
ওই স্কুলের প্রধান শিক্ষক প্রশান্ত সরকার জানান, শহরের বিদ্যার্থীভবন বয়েজ, ইছলাবাদ হাইস্কুল এবং সাধনপুর বিবেকানন্দ হাইস্কুলের পড়ুয়াদের পরীক্ষাকেন্দ্র ছিল তাঁদের স্কুলে। তাঁর অভিযোগ, “অনেক পরীক্ষার্থীই হলে বসে টোকাটুকি করার চেষ্টা চালায়। গোছা গোছা টুকলি উদ্ধার করা হয়েছে। জীবনের প্রথম পরীক্ষা বলে তাদের কারও বিরুদ্ধে আমরা কোনও কড়া পদক্ষেপ করিনি। অঙ্ক পরীক্ষার দিন প্রচুর টোকাটুকির চেষ্টা হবে, এই আশঙ্কায় আমরা কড়া নজর রেখেছিলাম। সে দিনও প্রচুর টুকলি উদ্ধার করা হয়েছিল। প্রায় কোনও ছাত্রই নকল করতে পারেনি।”
স্কুল কর্তৃপক্ষের অভিযোগ, টোকাটুকি করতে না পারার রাগে মঙ্গলবার মাধ্যমিকের শেষ দিনে জীবনবিজ্ঞান পরীক্ষার আধ ঘণ্টা আগে কয়েক জন ছাত্র স্কুলের বিভিন্ন ঘরে ঢুকে ভাঙচুর শুরু করে। চেয়ার, টেবিল, বিদ্যুতের সুইচ বোর্ড, পাখা ভাঙচুর করা হয়।শব্দ পেয়ে ছুটে যান শিক্ষকেরা। তাঁরা দুই ছাত্রকে হাতেনাতে ধরেও ফেলেন।
প্রধান শিক্ষক প্রশান্তবাবু বলেন, “ওই দু’জনের অ্যাডমিট কার্ড কেড়ে নেওয়া হয়েছে। বর্ধমান পূর্ব মাধ্যমিক পরীক্ষার সেন্টারে সেক্রেটারি কৃষ্ণা মুখোপাধ্যায়ের হাতে সেই দু’টি কার্ড তুলে দেওয়া হয়েছে। দু’জনের অভিভাবককে ডেকে পাঠানো হয়েছে।”
অভিযুক্ত দুই পরীক্ষার্থীর নাম প্রকাশে অনিচ্ছুক এক বন্ধুর ক্ষোভ, “ভাঙচুরের ঘটনায় অনেকে জড়িত থাকলেও বেছে বেছে মাত্র ওই দু’জনকেই ধরা হয়েছে।” |