টুকরো খবর
রাস্তা সারানোর দাবি
বেহাল রাজ্য সড়ক মেরামতের জন্য প্রশাসনকে জানিয়ে লাভ না-হওয়ায় উত্তর দিনাজপুরের ইসলামপুর ও গোয়ালপোখরের এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। বাসিন্দাদের অভিযোগ, ধনতলা মোড় থেকে গোয়ালপোখরের বিপ্রীত পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার দীর্ঘদিন থেকে বেহাল। পিচের চাদর উড়ে রাস্তা জুড়ে বিপজ্জনক গর্তের সৃষ্টি হয়েছে। দ্রুত রাস্তা মেরামতের জন্য আবেদন জানিয়ে লাভ হয়নি। জেলাশাসক পাসাং নারবু ভুটিয়া বলেন, “সড়কটি পূর্ত দফতর দেখে। কেন সড়ক মেরামত হচ্ছে না খোঁজ নিয়ে দেখব।” বিহারের ক্যালটেক্স মোড় থেকে ধরমপুর হয়ে গোয়ালপোখরের বিপ্রীত মোড় পর্যন্ত রাজ্য সড়কের বেহাল দশা হয়েছে। প্রশাসনের কর্তাদের ঘটনার কথা জানিয়ে কোনও লাভ হয়নি। যদিও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রাজ্য সড়কটির সম্প্রসারণের জন্য জমি দরকার। তা না মেলার কাজ থমকে। কর্মবিরতি দু’দিনে পড়ল। জেলা আদালত থেকে মহকুমা আদালতে মামলা স্থানান্তরের দাবি জানিয়ে আইনজীবীদের কর্মবিরতি দু’দিনে পড়ল। বৃহস্পতিবার থেকে মহকুমা আদালতে আন্দোলন শুরু হয়েছে। বার অ্যাসোসিয়েশন সম্পাদক অসিত মন্ডলের অভিযোগ, “জেলা আদালত থেকে ফৌজদারি ও কিছু দেওয়ানি মামলা মহকুমায় পাঠানো হচ্ছে না।”

সীমান্তে আটক ট্রাক ফেরাতে উদ্যোগী পুলিশ
বাংলাদেশের পরিস্থিতির জেরে সোনা মসজিদ সীমান্তে মালপত্র-সহ ৪০০ ট্রাক আটকে পড়েছে। আটকে রয়েছে ট্রাকের চালক ও খালাসিরা। শুক্রবার সকালে মহদিপুর সীমান্ত গিয়ে জেলা পুলিশ সুপার প্রসূন বন্দ্যোপাধ্যায় বিএসএফের সঙ্গে বৈঠক করেন। জেলা পুলিশ সুপার বলেন, “বাংলাদেশের আটকে থাকা ট্রাকের চালক, খালাসি ও ট্রাকগুলিকে দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যাপারে বিএসএফ ও সংশ্লিষ্ট দফতরের সঙ্গে কথা বলা হচ্ছে। এ পারের বাসিন্দাদের নিরাপত্তার বিষয়টি দেখার জন্য বিএসএফকে বলা হয়েছে।” আর বিএসএফের মালদহ রেঞ্জের ডিআইজি অমরজিৎ সিংহ বলেন, “সীমান্তে বিএসএফ কড়া নজরদারি শুরু করেছে। ওপারের গোলমালের কোনও প্রভাব এপারে যাতে না পরে তা কড়াভাবে দেখা হচ্ছে।”

বেহাল পথ নিয়ে ক্ষোভ
বেহাল রাজ্য সড়ক মেরামতের জন্য প্রশাসনকে কয়েকবার জানিয়ে লাভ না-হওয়ায় উত্তর দিনাজপুরের ইসলামপুর ও গোয়ালপোখরের এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ধনতলা মোড় থেকে গোয়ালপোখরের বিপ্রীত পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটারের এলাকা দীর্ঘদিন থেকে বেহাল। পিচের চাদর উড়ে রাস্তা জুড়ে বিপজ্জনক গর্তের সৃষ্টি হয়েছে। দ্রুত রাস্তা মেরামতের জন্য কয়েকবার আবেদন জানিয়ে কোনও কাজের কাজ হয়নি। উত্তর দিনাজপুরের জেলাশাসক পাসাং নারবু ভুটিয়া বলেন, “সড়কটি পূর্ত দফতর দেখে। কেন মেরামত হচ্ছে না খোঁজ নিয়ে দেখব।” প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রাজ্য সড়কটির সম্প্রসারণের জন্য জমি দরকার। সেটা না মেলার কাজ থমকে আছে। স্থানীয় বাসিন্দারা অবশ্য সম্প্রসারণ নয়। দ্রুত রাস্তা মেরামতের দাবিতে সরব হয়েছেন।

শিশু-উদ্যান উদ্বোধন
করণদিঘি এলাকায় একটি শিশুপার্কের উদ্বোধন হল শুক্রবার। উদ্বোধন করেন করণদিঘির ফরওয়ার্ড ব্লক বিধায়ক গোকুল রায়। বিধায়ক তহবিল, রাজ্যসভার ফব সাংসদ বরুণ মুখোপাধ্যায়ের সাংসদ তহবিলের প্রায় ১৭ লক্ষ টাকা খরচে ওই পার্কটি তৈরি করা হয়েছে।

স্বামীকে গ্রেফতার
বধূ হত্যায় অভিযুক্ত স্বামীকে শুক্রবার বালুরঘাট থানার পুলিশ গ্রেফতার করল। চকভবানীর বধূ দীপিকা সিংহ দাসকে পুড়িয়ে মারার অভিযোগ ওঠে স্বামী রঞ্জিত সিংহদাস-সহ শ্বশুরবাড়ির লোকের বিরুদ্ধে। আইসি মনোজ চক্রবর্তী জানান, বাকিদের ধরা হবে।

ঝুলন্ত দেহ উদ্ধার
দুটি এক কিশোরীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার রাতে ঘটনাগুলি ঘটেছে ইটাহার থানার বিধিবাড়ি এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছেয়, শোওয়ার থেকে আকেনা খাতুন (১৪) নামে এক কিশোরীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়।

দুর্ঘটনায় জখম পরীক্ষার্থী
পরীক্ষা দিতে যাওয়ার সময় দুর্ঘটনায় আহত এক মাধ্যমিক পরীক্ষার্থী। শুক্রবার সকালে উত্তর দিনাজপুরের করণদিঘি থানার শিকারপুর এলাকাতে ঘটনাটি ঘটেছে। আহত ওই ছাত্রীর নাম খুশনবি পারভিন। ডালখোলার লোহাগোড়ায় বাড়ি। সে ডালখোলা হাইস্কুলের ছাত্রী। তার পরীক্ষা কেন্দ্র পড়েছিল ডালখোলা আবদুলপুর হাইস্কুলে। এ দিন খুশনবি ভাগ্নে মহম্মদ সাতাবুরের সঙ্গে মোটর বাইকে চেপে স্কুলে যাচ্ছিল। শিকারপুর এলাকায় আচমকায় সেটি উল্টে যায়। জখম অবস্থায় ওই ছাত্রীকে ইসলামপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

গ্রেফতার দুই চালক
দুটি স্কুল বাস সংঘর্ষের ঘটনায় ২ জন চালককে গ্রেফতার করল প্রধাননগরের পুলিশ। বৃহস্পতিবার চম্পাসারির দেবীডাঙ্গায় একই স্কুলের দুটি বাসের মধ্যে সংঘর্ষ হয়। ২ ছাত্রছাত্রীর কপাল কেটে যায়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.