মেরামতের ছয় মাসের মাথায় ৩৪ নম্বর জাতীয় সড়ক ফের বেহাল হয়ে পড়ায় ক্ষোভ সৃষ্টি হয়েছে। অভিযোগ নিম্নমানের কাজের জন্য উত্তর দিনাজপুর জেলার ইটাহার থেকে ডালখোলা ৭৫ কিলোমিটার এলাকা খানাখন্দে ভরেছে। প্রতিদিন বিকল হচ্ছে বাস ও পণ্যবাহী ট্রাক। দ্রুত সড়ক মেরামত করা না হলে বাস মালিক সংগঠন ও বিভিন্ন রাজনৈতিক দলের তরফে আন্দোলনের হুমকি দেওয়া হয়েছে। উত্তর দিনাজপুরের জেলাশাসক পাসাং নরবু ভুটিয়া বলেন, “জাতীয় সড়ক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।”
জাতীয় সড়ক কর্তৃপক্ষ নিম্নমানের কাজের অভিযোগ অস্বীকার করেছেন। সংস্থার মালদহের প্রোজেক্ট ডিরেক্টর মহম্মদ সইফুল্লা বলেন, “নিম্নমানের কাজের ব্যপার নেই। আসলে সমস্যা হয়েছে মহাসড়কের জমি অধিগ্রহণ নিয়ে। গত দু’বছর থেকে ওই সমস্যার জন্য স্থায়ীভাবে কাজ করা সম্ভব হচ্ছে না।”
গত বছর মে এবং জুন মাসে প্রবল বৃষ্টির কারণে জেলার ইটাহার থেকে ডালখোলা পর্যন্ত জাতীয় সড়ক রাস্তা বেহাল হয়ে পড়ে। পিচের চাদর উঠে যায়। ওই বছরের জুন ও জুলাই মাসে সড়কে ১৩ দুর্ঘটনা ঘটে। জেলা বাস ও মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশন সম্পাদক অশোক চন্দ বলেন, “ওই সময় বাজে সামগ্রী দিয়ে দায়সারা মেরামতের কাজ করায় ছয় মাসের মধ্যে সড়ক বেহাল হয়ে পড়েছে। রায়গঞ্জ, ইটাহার, করণদিঘি এলাকায় বিপজ্জনক গর্তের সৃষ্টি হয়েছে। ফের পিচের চাদর উঠে গিয়েছে। গত এক সপ্তাহে ১০টি বাস বিকল হয়েছে। ব্যবস্থা না নেওয়া হলে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করা হবে।” দলের সভাপতি অমল আচার্য বলেন, “জাতীয় সড়ক কর্তৃপক্ষকে স্মারকলিপি দিয়ে সড়ক মেরামতের দাবি জানানো হয়েছে। কিছুদিন দেখব। কাজ শুরু না হলে আন্দোলনে নামব।” |