পকেটে টুকলি, হাতে বোমা, রুখতে দাওয়াই কাঁদানে গ্যাস
কেউ দেওয়াল বেয়ে উঠে যাচ্ছেন জানলার দিকে। কেউ ঢিলে কাগজ বেঁধে ছুড়ছেন তাক করে। বাধা দিতে গেলে পুলিশের দিকে উড়ে আসছে ঢিল, এমনকী বোমাও।
উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের ঠিকরিবাড়ি স্কুলে শুক্রবার মাধ্যমিকের ভূগোল পরীক্ষার দিনে এমনই বেপরোয়া কিছু যুবককে সামলাতে শেষ পর্যন্ত কাঁদানে গ্যাস ছুড়তে হল পুলিশকে। সাম্প্রতিক কালে যা বেনজির। ওই যুবকদের ছোড়া ঢিলের আঘাতে আহত হয়েছেন ইসলামপুরের মহকুমাশাসক সমনজিৎ সেনগুপ্ত সহ ১০ পুলিশকর্মী। পুলিশ তিন জনকে গ্রেফতার করেছে।
মাধ্যমিকের শুরু থেকেই গোয়ালপোখরে বেপরোয়া ভাবে নকল করা নিয়ে উত্তেজনা তৈরি হয়েছিল। প্রায় রোজই পুলিশের সামনেই পরীক্ষাকেন্দ্রের দেওয়াল বেয়ে উঠে জানলা দিয়ে পরীক্ষার্থীদের হাতে নকল পৌঁছে দেওয়ার চেষ্টা হয়েছে।
তাই নিয়ে পুলিশের সঙ্গে রোজই ছোটখাট সংঘর্ষও হয়েছে। পুলিশ তাড়া করেছে। পাল্টা ঢিল খেতে হয়েছে পুলিশকর্মীদেরও।
ইংরেজি পরীক্ষার দিন লোধন হাইস্কুলে জনতার ছোড়া ঢিলে ইসলামপুরের মহকুমা পুলিশ অফিসার সুবিমল পাল আহত হন।
দুষ্কৃতীদের ছোড়া ঢিলে আহত এক পুলিশকর্মী। ছবি: অভিজিৎ পাল
শুক্রবার ভূগোল পরীক্ষার দিন গোয়ালপোখরের ঠিকরিবাড়ি স্কুলে পরীক্ষা শুরুর পরেই কয়েকজন যুবক পরীক্ষার্থীদের হাতে নকল পৌঁছে দেওয়ার চেষ্টা শুরু করে দেয়। সমনজিৎবাবু জানান, পুলিশ প্রথমে তাদের লাঠি উঁচিয়ে তাড়া করে হঠিয়ে দেয়। কিন্তু পরীক্ষা যখন শেষের দিকে পরিস্থিতি ফের ঘোরালো হয়ে ওঠে। বেপরোয়া ভাবে কয়েকজন যুবক পুলিশের উপস্থিতি অগ্রাহ্য করে পরীক্ষার্থীদের হাতে নকল পৌঁছে দেওয়ার চেষ্টা করতে থাকে। পুলিশ ফের তাড়া করে।
সমনজিৎবাবু বলেন, “তখনই পুলিশকে লক্ষ্য করে ঢিল ও বোমা ছোড়া হয়। তিনটি বোমা এসে ফেটেছে আমাদের সামনে। ঢিল লেগে আমার হেলমেট ভেঙে চোখে আঘাত লেগেছে। বাধ্য হয়েই তখন কাঁদানে গ্যাস ছুড়তে হয়েছে।”
তাঁকে চিকিৎসার জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
গোয়ালপোখরের অন্য কেন্দ্রগুলিতে পরীক্ষা শান্তিপূর্ণভাবে হয়েছে। উত্তর দিনাজপুরের জেলাশাসক পাসাং নরবু ভুটিয়া বলেন, “এলাকাতে নকল রুখতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। মহকুমা শাসক, অতিরিক্ত জেলাশাসক এলাকাগুলিতে ঘুরছেন।”
কিন্তু এই এলাকায় পরীক্ষায় নকল করার প্রবণতা এত বেশি কেন?
স্থানীয় বিধায়ক তথা কংগ্রেস নেতা গোলাম রব্বানি বলেন, “এই এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান খুবই কম। সাক্ষরতার হারও কম। তাই এই ধরনের ঘটনা ঘটছে। সরকার, প্রশাসনের বিষয়টি দেখা দরকার। তবে মহকুমা শাসককের উপর হামলার ঘটনা সত্যিই দুঃখজনক।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.