সম্প্রতি জ্ঞানমঞ্চে বাণীচক্র আয়োজিত অনুষ্ঠানে পরিবেশিত হল রবীন্দ্রসঙ্গীতের ঐতিহ্য ও রসবোধ ‘কোলাহলের বেগে ঘূর্ণি ওঠে জেগে’। পরে রবীন্দ্রসঙ্গীত, আবৃত্তি, মাঙ্গলিক নৃত্য উচ্চমানের প্রশংসার দাবি রাখে। শিল্পীরা ছিলেন হৈমন্তী শুক্ল, শ্রীকুমার চট্টোপাধ্যায়, অগ্নিভ বন্দ্যোপাধ্যায়, মনোজ মুরলি নায়ার, মনীষা মুরলি নায়ার, বিভা সেনগুপ্ত প্রমুখ।
বাণীচক্রের ছাত্রছাত্রীদের সমবেত সঙ্গীত ও নৃত্য পরিবেশিত হয় ওই মঞ্চে, যা ভূয়সী প্রশংসা আদায় করে নেয় শ্রোতাদের কাছ থেকে। প্রাঙ্গণের চারপাশে রবি ঠাকুরের কিছু কথা ও অঙ্কন চিত্রপট এক কথায় অপূর্ব। |