বালকের দেহ উদ্ধার ধুলিয়ানে |
বছর আটেকের এক বালকের দেহ উদ্ধার করেছে পুলিশ। ধুলিয়ান ডাকবাংলোর মোড়ে একটি হোটেলের পিছনের জমি থেকে তোরাব শেখের দেহ মেলে। তার বাড়ি মাইল খানেক দূরে হাউসনগর গ্রামে। পুলিশ জানায়, ডাকংবালো মোড়ে ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশের ওই হোটেলেই কাজ করত তোরাব। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে তার খোঁজ মিলছিল না। তার মা সাবেরা বিবি বলেন, “এক সময় ওই হোটেলে মাস পাঁচেক কাজ করেছিল তোরাব। বেতন ঠিক মতো না দেওয়ায় কাজ ছেড়ে দিয়েছিল। বকেয়ার অর্ধেক মিটিয়ে ফের কাজ করার জন্য হোটেল মালিক পীড়াপীড়ি করে। এ জন্য গত ফেব্রুয়ারিতে ছেলে ফের ওই হোটেলে কাজে লাগে। প্রতিদিন কাজ শেষে হেটেল থেকে সন্ধ্যায় ছেলে বাড়ি ফিরত। কিন্তু বৃহস্পতিবার সে বাড়ি ফেরেনি।” মৃতের দাদা আসরাফুল শেখের দাবি, ভাইকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। মৃতের মায়ের অভিযোগের ভিত্তিতে হোটেল মালিক ও তাঁর এক ভাইকে আটক করেছে পুলিশ।
|
অস্বাভাবিক মৃত্যু হয়েছে এক মহিলার। নাম রহিমা বিবি (৪০)। বাড়ি সাগরদিঘির কাঠেরপাড়া গ্রামে। পুলিশ জানায়, কীটনাশক খাওয়ায় বৃহস্পতিবার রাতে তাঁকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সেখানেই তাঁর মৃত্যু হয়।
|
টিউশন সেরে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু হয়েছে এক স্কুল ছাত্রীর। মৃতার নাম অমিনি মণ্ডল (১৫)। বাড়ি কান্দির মনোহরপুর গ্রামে। জখম হয়েছে দৌবকী মণ্ডল নামে আর এক পড়ুয়া। তাকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। শুক্রবার সকালে কান্দির বাঘবাড়ি মোড় এলাকার ঘটনা।
|
রেললাইন থেকে বছর সাতাশের এক যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করেছে রেলপুলিশ। বৃহস্পতিবার রাতে ফরাক্কার কাছে চামাগ্রামের ঘটনা। পুলিশ জানায়, চামাগ্রাম স্টেশনের আউটার সিগন্যালের কাছে লাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে ওই যুবকের।
|
অস্বাভাবিক মৃত্যু হল এক মাধ্যমিক পরীক্ষার্থীর। নাম সাইফুল শেখ (১৫)। বাড়ি বড়ঞার কুনিয়া গ্রামে। পুলিশ জানায়, ইতিহাস পরীক্ষা ভালো না হওয়ায় মানসিক অবসাদ থেকে বৃহস্পতিবার রাতে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় ওই পড়ুয়া।
|
পরিত্যক্ত একটি বাড়িতে বোমা ফেটে মৃত্যু হয়েছে এক যুবকের। মৃতের নাম ডাবেরুদ্দিন শেখ (৩৫)। বাড়ি কাপাসডাঙার ষষ্ঠীতলা এলাকায়। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে এলাকারই একটি পোড়ো বাড়িতে বোমা ফাটলে ঘটনাস্থলেই মারা যান ওই যুবক। |