যুবভারতীতে আইপিএল সিক্সের উদ্বোধনকে কেন্দ্র করে সংঘাত বাঁধল ফুটবল আর ক্রিকেটে। যার জেরে মার্চ-এপ্রিলের গুরুত্বপূর্ণ সময়ে আই লিগের বেশ কিছু ম্যাচ যুবভারতী থেকে সরে যেতে পারে কল্যাণীতে।
যদিও ক্রীড়ামন্ত্রী মদন মিত্র আশ্বাস দিচ্ছেন, “কোনও হঠকারী সিদ্ধান্ত নয়। ফুটবলের স্বার্থ বিঘ্নিত না করেই সমাধানের রাস্তা বার করা হবে। তবে এখনও কিছু চূড়ান্ত হয়নি।” ক্রীড়ামন্ত্রী এ কথা বললেও সিএবি কোষাধ্যক্ষ বিশ্বরূপ দে জানাচ্ছেন, কেকেআর কর্তৃপক্ষের পছন্দের তালিকায় থাকা ময়দানে ব্রিগেড কিংবা নেতাজি ইন্ডোর প্রশাসনিক জটিলতা এবং আতসবাজি প্রদর্শনের জন্য অনুকূল নয়। যা পরিস্থিতি, তাতে যুবভারতীই একমাত্র বিকল্প হিসেবে উঠে আসছে। এখনও কিছু চূড়ান্ত না হলেও আইপিএলের উদ্বোধন অনুষ্ঠান যুবভারতীতে হবে বলেই মনে করা হচ্ছে।
৩ এপ্রিল উদ্বোধন এ বারের আইপিএলের। যার মহড়ার জন্যই ১৯ মার্চ-৫ এপ্রিল স্টেডিয়াম নেওয়ার জন্য যুবভারতী কর্তৃপক্ষের কাছে আবেদন করে রেড চিলিজ সংস্থা। এই সময়ই আই লিগের দ্বিতীয় পর্বের ছ’টি ম্যাচ হওয়ার কথা কলকাতায়। যুবভারতীর পক্ষ থেকে আইএফএ সচিব উৎপল গঙ্গোপাধ্যায়ের কাছে জানতে চাওয়া হয়েছে, ওই ম্যাচগুলো যুবভারতী থেকে কল্যাণীতে সরানো সম্ভব কি না। এ দিন উৎপলবাবু বললেন, “ফুটবলের মাঠে ফুটবল হোক এটাই কাম্য। এ ব্যাপারে ক্রীড়ামন্ত্রীর সঙ্গে আলোচনা করব।”
এআইএফএফ কর্তারাও ক্ষুব্ধ এই খবরে। সচিব কুশল দাস বললেন, “এ ব্যাপারে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়নি। বুঝতে পারছি না ফুটবলকে উপেক্ষা করে একটা ফুটবলের মাঠকে কী ভাবে বিনোদনের জন্য ব্যবহার করতে দেওয়া হয়?”
তবে যাদের ফুটবল ম্যাচ করা নিয়ে ডামাডোল, বাংলার সেই তিন আই লিগ খেলা ক্লাবের প্রতিক্রিয়া একটু আলাদা। কল্যাণীতে ম্যাচ সরে গেলে ক্লাব কর্তাদের আপত্তি না থাকলেও তাঁদের অনেকেই অবশ্য চান না ফুটবলের মাঠ বিনোদনের জন্য ব্যবহার হোক। মোহনবাগান অর্থসচিব দেবাশিস দত্ত বললেন, “ফেডারেশনকে জানিয়ে দিয়েছি যুবভারতীর টার্ফ পাল্টানো না হলে আমরা কল্যাণীতে খেলতে চাই। তবে ফুটবলের মাঠে ফুটবল হওয়াই কাম্য।” প্রয়াগ ইউনাইটেড শীর্ষ কর্তা নবাব ভট্টাচার্যের গলাতেও এক সুর, “আমরা তো কল্যাণীতেই হোম ম্যাচ করার জন্য আবেদন করেছি। তবে কলকাতা থেকে ফুটবলটা যেন সরে না যায়।” যদিও ইস্টবেঙ্গলের অন্যতম শীর্ষ কর্তা দেবব্রত সরকার বলছেন, “কোনও সম্ভাবনার উপর মন্তব্য করব না। তা ছাড়া কল্যাণীতে আই লিগের ম্যাচ খেলার ব্যাপারে আমরা আগেই জানিয়ে দিয়েছি ফেডারেশনকে।” |