টুকরো খবর
বোপান্নাদের হারালেন মহেশরা
দুবাই ওপেনে ফুটবলের রাজপুত্রের সঙ্গে সোমদেব।
দুবাই ওপেন ডাবলস সেমিফাইনালে টিম ভূপতি-র কাছে প্রচুর লড়ে হেরে গেল টিম বোপান্না। দুই অবাছাই জুটির লড়াইয়ে মহেশ ভূপতি-মাইকেল লদ্রা টাইব্রেকারে ৬-৩, ৬-৭ (২-৭), ১০-৫ হারান রোহন বোপান্না-রাজীব রামকে। ফাইনালে মহেশদের সামনে তৃতীয় বাছাই জিমোনজিচ-লিন্ডস্টেড। অন্য দিকে, সিঙ্গলস ফাইনালে বর্তমান ও প্রাক্তন বিশ্বসেরার লড়াই হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। জকোভিচ ৬-৩, ৭-৬ (৭-৪) দেল পোত্রোকে হারিয়ে ফাইনালে ফেডেরারের অপেক্ষায়। ফেডেরার শেষ চারে খেলছেন বার্ডিচের সঙ্গে।

শিল্ডে নেই মুক্তিযোদ্ধা
বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক জটিলাবস্থার পরিপ্রেক্ষিতে আইএফএ শিল্ডে খেলতে আসছে না সে দেশের ফুটবল দল মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র। শুক্রবারই আইএফএ-কে তাঁরা জানিয়ে দিয়েছে, ভিসা না পাওয়ার কারণে শিল্ডে খেলতে আসা সম্ভব হচ্ছে না তাদের। রবিবারই শুরু হচ্ছে এ বারের শিল্ড। তার ঠিক মুখেই মুক্তিযোদ্ধা না আসার সিদ্ধান্ত নেওয়ায় সমস্যায় আইএফএ কর্তারা। মুক্তিযোদ্ধার বদলে নেপালের একটি দলকে নিয়ে আসার জন্য চেষ্টা চালাচ্ছেন তাঁরা। শনিবার চূড়ান্ত সিদ্ধান্ত হবে। শিলিগুড়িতে ইস্টবেঙ্গলের গ্রুপেই ছিল মুক্তিযোদ্ধা। তারা না আসায় বেকায়দায় শিলিগুড়ির সংগঠকরাও। তবে আইএফএ সচিব জানাচ্ছেন, বাংলাদেশে রাজনৈতিক ডামাডোলের কারণেই আসছে না মুক্তিযোদ্ধা। আমরাও চাই না মুক্তিযোদ্ধার ফুটবলাররা এখানে কোনও অসুবিধে পড়েন। এ দিকে, এ দিন রাতেই শিল্ড খেলতে শহরে পৌঁছে গেল কোস্তারিকার দল ডেপোর্টিভো সাপ্রিসা। দীর্ঘ বিমানযাত্রার কারণে শনিবার অনুশীলন করবে না বলে জানিয়ে দিয়েছে বিদেশি দলটি।

দুই শহরেই ক্রিকেট টুর্নামেন্ট
দক্ষিণ-পূর্ব রেলের ইন্টার ডিভিশন ক্রিকেট চ্যাম্পিয়নশিপ শুরু হল খড়্গপুরে। খেলা চলছে সেরসা স্টেডিয়ামে। রাঁচি, আদ্রা, চক্রধরপুর, খড়্গপুর-সহ সব মিলিয়ে ৬টি দল এতে যোগ দিয়েছে। বৃহস্পতিবার টুর্নামেন্টের উদ্বোধন হয়। প্রথম খেলায় মুখোমুখি হয় রাঁচি এবং চক্রধরপুর। ক্রিকেট চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করেন খড়্গপুরের ডিআরএম রাজীবকুমার কুলশ্রেষ্ঠ। টুর্নামেন্টে যোগদানকারী দলে এমন অনেকে রয়েছেন, যাঁরা নিজেদের রাজ্যের হয়ে রঞ্জি খেলেছেন। প্রথম দিন থেকেই খেলা ঘিরে উৎসাহ দেখা দিয়েছে রেলশহরে। আগামী ৪ মার্চ ফাইনাল খেলা হবে। দক্ষিণ-পূর্ব রেলওয়ে স্পোটর্স অ্যাসোসিয়েশনের (সেরসা) স্পোর্টস সেক্রেটারি রাজেশ সিংহ বলেন, “সুষ্ঠু ভাবে যাতে খেলা হয়, তার ব্যবস্থা করা হয়েছে।” অন্য দিকে, পালবাড়ি ইয়ুথ অ্যাসোসিয়েশন-এর উদ্যোগে এক ক্রিকেট টুর্নামেন্ট হল মেদিনীপুর শহরে। শহরের ২৪টি ওয়ার্ডের দল এতে যোগ দেয়। সোমবার থেকে শুরু হওয়া এই টুর্নামেন্ট শেষ হয় বৃহস্পতিবার। ফাইনালে ১৬ নম্বর ওয়াডর্, ২ নম্বর ওয়ার্ডকে হারায়।

টি-২০ ক্রিকেট
আটটি দল নিয়ে টি-২০ ক্রিকেট প্রতিযোগিতাকে ঘিরে উৎসবের মেজাজ পেল রঘুনাথগঞ্জের ম্যাকেঞ্জি ময়দান। ডায়মন্ড অ্যথলেটিক ক্লাবের উদ্যোগে শহরে প্রায় ১২ বছর পর এ ধরণের প্রতিযোগিতা হচ্ছে। ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ওই প্রতিযোগিতায় ৩টি স্থানীয় দল ছাড়াও যোগ দিয়েছে আশপাশের জেলার ৫টি দল। ইতিমধ্যে ফাইনালে উঠেছে কলকাতা একাদশ। ফাইনাল ৩ মার্চ।

সন্তোষ ফাইনালে কেরল-সার্ভিসেস
অতিরিক্ত সময়ে জোড়া গোল করে দুর্দান্ত ভাবে ম্যাচে ফিরে সন্তোষ ট্রফি ফাইনালে উঠে গেল গত বারের চ্যাম্পিয়ন সার্ভিসেস। সেমিফাইনালে সাত বারের সন্তোষ চ্যাম্পিয়ন পঞ্জাবকে ৩-১ হারাল তারা। রবিবারের ফাইনালে সার্ভিসেস দলের মুখোমুখি টুর্নামেন্টের আয়োজক কেরল। এ দিন ম্যাচের কুড়ি মিনিটে পঞ্জাবকে এগিয়ে দেন বিজয় কুমার। লালিয়ানের গোলে সার্ভিসেস সমতা ফেরায় ৮৬ মিনিটে। অতিরিক্ত সময় লালিয়ান ছাড়া গোল করেন ধঞ্জি সিংহ।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.