কলকাতা লিগের খেতাবের লড়াইয়ে টিঁকে থাকতে গেলে শনিবারের ম্যাচ জিততেই হবে করিম বেঞ্চারিফাকে।
আর মহমেডান কোচ হিসাবে পাঁচ মাস পর ময়দানে ফেরা সঞ্জয় সেনের কাছে এই ম্যাচ অগ্নিপরীক্ষা। জিতে আই লিগের দ্বিতীয় ডিভিশনে খেলতে যাওয়ার আগে বারুদ সংগ্রহ করতে মরিয়া তিনি।
করিম বনাম সঞ্জয়ের লড়াই-এর ফল নিয়ে আগ্রহ রয়েছে ময়দানে। মোহনবাগান বনাম মহমেডান বলে নয়। অন্য কারণে। প্রয়াগ ইউনাইটেড কোচ থাকার সময় সবুজ-মেরুনকে বারবার আটকে দিয়েছেন বা হারিয়েছেন সঞ্জয়। দল বদলেও কি সেই অপরাজিত থাকার রেকর্ড অক্ষত রাখতে পারবেন? |
ফ্লাডলাইটের অজুহাত দেখিয়ে হঠাৎ-ই ম্যাচ যুবভারতী থেকে কল্যাণীতে নিয়ে গিয়েছে আইএফএ। প্রশ্ন উঠেছে, তা হলে কেন প্রথমে কলকাতা লিগের সূচিতে ‘বড় ম্যাচ’ দেখিয়ে তা যুবভারতীতে ফেলা হয়েছিল? তখন কি কর্তারা জানতেন না সেখানে লাইটের কাজ হবে।
করিম অবশ্য যেখানেই খেলা হোক জিততে মরিয়া। এবং সে জন্য যাঁর উপর প্রধান নির্ভরশীল মরক্কান কোচ সেই ওডাফা এ দিন মাঠে এসেছিলেন ছেলে স্ট্যানলিকে নিয়ে। গোলার মতোই ওডাফার একের পর এক শট জাল প্রায় ছিঁড়ে দিচ্ছিল অনুশীলনে। আর সাইডলাইনের বাইরে দাঁড়িয়ে বাবার গোল দেখে ছোট্ট ছেলে আনন্দে আত্মহারা হয়ে হাততালি দিচ্ছিল। অনুশীলনের পর মোহন-অধিনায়ক মাঠ ছেড়ে বেরোতেই আধো আধো বুলিতে তার আব্দার, “তিনটে নয়, শনিবার তোমাকে পাঁচ গোল করতে হবে।” জ্বর বলে স্ট্যানলি স্কুলে যেতে পারেনি। সকালে বাবার হাত ধরে অনুশীলনে চলে এসেছে। সাইডলাইনের ধারে বল নিয়েও অনুশীলন করতে দেখা গেল তাকে। |
অসীমকে নিয়ে মহমেডানের নতুন কোচ সঞ্জয় সেন। শুক্রবার। |
ওডাফা জ্বর সারিয়ে তুরীয় মেজাজে মাঠে ফিরলেও মহমেডানের বিরুদ্ধে তাঁর সঙ্গে টোলগে প্রথম একাদশে থাকবেন কি না তা নিয়ে ধোঁয়াশা রেখে দিলেন মোহন-কোচ। আসলে চোট-আঘাত সমস্যায় জর্জরিত বাগান-শিবির। মাঝমাঠ আর রক্ষণে ফুটবলারের অভাবে ইচে আর জেকবের খেলার সম্ভাবনা বেশি। সে ক্ষেত্রে হয়তো টোলগের বদলে ওডাফার সঙ্গে শুরু করতে পারেন সাবিথ। অনুশীলনের পর করিম বললেন, “কাকে খেলাব কাকে নয় ম্যাচের দিন সকালেই সিদ্ধান্ত নেব।”
করিম যখন প্রথম একাদশ নিয়ে চিন্তায় তখন মহমেডানে ফুরফুরে মেজাজে পাওয়া গেল সঞ্জয় সেনকে। বাগানের বিরুদ্ধে তাঁর দুর্দান্ত রেকর্ড তো আছেই। মহমেডানও প্রিমিয়ার লিগের প্রথম পর্বে হারিয়ে দিয়েছিল করিম ব্রিগেডকে। এই ঘটনাগুলোই ম্যাচের আগে তাতাচ্ছে অসীমদের। তাতেও সঞ্জয় চাপ কমাতে বলছেন, “মোহনবাগান ম্যাচের ফলাফল নিয়ে আলাদা করে ভাবছি না। কারণ এই ম্যাচের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ দ্বিতীয় ডিভিশনের আই লিগ।”
|
শনিবারে
• কলকাতা লিগ মোহনবাগান : মহমেডান (কল্যাণী, ২-৩০)
• প্রয়াগ ইউনাইটেড : সাদার্ন সমিতি (খড়দহ, ২-০০)। |