নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
ফের গন্ডার মারা পড়ল কাজিরাঙায়। চলতি বছরের প্রথম দু’মাসে এই নিয়ে এই নিয়ে কাজিরাঙায় এগারোটি গন্ডার খুন হল। কাজিরাঙার অধিকর্তা এন কে ভাসু জানান, গত কাল সন্ধ্যায় আগরাতলি রেঞ্জের আরিকাটি বন শিবিরের কাছে গুলির শব্দ পাওয়া যায়। রাতে তল্লাশি চালিয়ে শিকারি বা গন্ডারের সন্ধান মেলেনি। আজ ভোরে নিকটবর্তী জঙ্গল থেকে একটি পুরুষ গন্ডারের দেহ মেলে। তার খড়্গটি কেটে নিয়েছে শিকারিরা। শিকারিদের সন্ধানে পুলিশ কুকুর নামানো হয়েছে।
কার্বি আংলং ও তার নিকটবর্তী এলাকায় সশস্ত্র শিকারিদের গতিবিধি ব্যাপারে ইতিমধ্যেই খবর এসেছিল। অন্তত ২৫ জন শিকারির নাম বোকাখাত, কার্বি পুলিশের কাছে পাঠানো হয়েছিল। সেই মতো বনরক্ষীরা সতর্কও ছিলেন। কিন্তু শিকার আটকানো গেল না। সোমবারের পরে একই রেঞ্জে ফের গন্ডার হত্যা করে খড়্গ নিয়ে শিকারিরা পালাল। নাগাড়ে গন্ডার হত্যার জেরে, ইতিমধ্যেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। |
নালা থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে একটি বার্কিং ডিয়ারকে। গত কাল গুয়াহাটি
চিড়িয়াখানার
পাহাড়ি পথ বেয়ে জোনালি এলাকায় চলে আসে হরিণটি। অন্ধকারে একটি নর্দমার
মধ্যে আটকে যায় সে।
আজ সকালে চিড়িয়াখানার কর্মীরা হরিণটিকে উদ্ধার করেন। ছবি: উজ্জ্বল দেব |
এসএলআর-সহ ২০০ জন অতিরিক্ত রক্ষী নিয়োগ করা হয়েছে। বদলি হয়েছেন আগের ডিএফও। কিন্তু শিকারে রাশ টানা যাচ্ছে না। এই নিয়ে চলতি বছরে রাজ্যে মোট ১৩টি গণ্ডার মারা গেল।
পাশাপাশি, গোলাঘাটের মেরাপানি এলাকায় দু’টি হাতির দাঁত-সহ মুকুল আলি নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। অন্য দিকে, টিওকের হাঁহচরা এলাকায় আজ বনদফতর একটি চিতাবাঘকে খাঁচাবন্দি করেছে। প্রায় ১৫ দিন চেষ্টা চালাবার পরে চিতাবাঘটিকে বন্দি করা গেল। অবশ্য গত কাল থেকে দুলিয়াজানে তাণ্ডব চালান চিতাবাঘকে এখনও ধরা সম্ভব হয়নি। গত কাল চিড়িয়াখানার পাহাড় থেকে জোনালি এলাকায় চলে আসে একটি হরিণ। রাতে নর্দমায় পড়ে আটকে যায় সে। আজ সকালে চিড়িয়াখানার কর্মীরাই হরিণটিকে উদ্ধার করে ফের চিড়িয়াখানায় নিয়ে আসেন। |