ভিক্টোরিয়ার পরি নিয়ে হলফনামা তলব
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ভিক্টোরিয়া মেমোরিয়ালের মাথায় থাকা পরি ঘুরছে কি না এবং ভিক্টোরিয়ার পরিবেশ রক্ষায় আদালতের নির্দেশ কতটা মানা হয়েছে, সেই বিষয়ে জানতে চেয়ে কর্তৃপক্ষকে হলফনামা দিতে বলল কলকাতা হাইকোর্ট। পাশাপাশি কলকাতা ময়দানের সবুজ রক্ষা সংক্রান্ত মামলার প্রেক্ষিতে শুক্রবার আদালত জানিয়েছে, ময়দানের সবুজ বাঁচাতে কলকাতা বইমেলার মতো ব্রিগেড থেকেও রাজনৈতিক সভা অন্যত্র সরানোর বিষয়ে রাজ্যকে ভাবনা-চিন্তা জানাতে হবে। এ ব্যাপারে রাজ্য সরকারকে আগামী সোমবার নির্দেশ দেবে আদালত। |
এক যে আছে পরি...
ভিক্টোরিয়ার মাথায় এখনও সে ঘোরে কি? জানতে চায় হাইকোর্ট। |
বছর সাতেক আগে পরিবেশকর্মী সুভাষ দত্তের করা মামলার প্রেক্ষিতে এর আগে ভিক্টোরিয়া কর্তৃপক্ষ আদালতে জানিয়েছিলেন, ভিক্টোরিয়ার মাথায় থাকা সাড়ে চার হাজার কেজি ব্রোঞ্জের পরিটি ঘুরছে। কিন্তু এ দিন সুভাষবাবু পরি নিয়ে এক ব্রিটিশ বিশেষজ্ঞের রিপোর্ট উল্লেখ করে আদালতকে জানান, রিপোর্টে বলা হয়েছে পরিটি ঘুরছে না। এ ব্যাপারে প্রামাণ্য তথ্যও আছে। এর পরেই বিচারপতি অসীমকুমার বন্দ্যোপাধ্যায় ও মৃণালকান্তি চৌধুরির ডিভিশন বেঞ্চ ভিক্টোরিয়া কতৃর্র্পক্ষকে দু’সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে বিস্তারিত রিপোর্ট দিতে নির্দেশ দেয়।
|
সাপের ছোবল, হাসপাতালেই পরীক্ষা
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
হাসপাতালেই পরীক্ষা রিম্পার। |
সাপের ছোবলে আহত হয়ে হাসপাতালেই পরীক্ষা দিল এক মাধ্যমিক পরীক্ষার্থী। চন্দ্রকোনা ২ ব্লকের খাঁপুর-গাংচা হাইস্কুলের ছাত্রী মাধ্যমিক পরীক্ষার্থী রিম্পা পাখর গত মঙ্গলবার বাড়ির উঠোনে সাপের ছোবলে আহত হয়। বুধবার ইংরাজি পরীক্ষা শেষে তীব্র ব্যথা শুরু হলে তাকে ঘাটাল মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার হাসপাতালের শয্যায় বসেই ইতিহাস পরীক্ষা দেয় রিম্পা। হাসপাতালের সুপার অনুরাধা দেব বলেন, “রিম্পা এখন ভাল আছে। হাসপাতালেই ওর জন্য পরীক্ষার ব্যবস্থা করা হয়।”
|
গাছ কাটতে বাধা বস্তিতে
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
জঙ্গলের অধিকার আইন না মানা পর্যন্ত বন দফতর জঙ্গলে গাছ কাটতে পারবে না বলে বনমন্ত্রীকে সাফ জানিয়ে দিলেন মন্থরাম বনবস্তির বাসিন্দারা। শুক্রবার হাঁসিমারা কাছে মন্থরাম, কোদালবস্তি-সহ কয়েকটি বনবস্তির বাসিন্দাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন বনমন্ত্রী। গত বৃহস্পতিবার সকালে মন্থরাম বিটে বন কর্মীদের গাছ কাটতে বাধা দিয়ে ফিরিয়ে দেয় গ্রামবাসীরা। তাঁরা অভিযোগ করেন, রাজস্ব আদায়ের নামে বন দফতরই জঙ্গল নষ্ট করছে। ওই রাতে বনদফতর ও গ্রামবাসীরা একে অপরের বিরুদ্ধে থানায় অভিযোগ করে। বনমন্ত্রী হিতেন বর্মন জানান, মন্থরাম জঙ্গলে গাছ কাটতে গ্রামবাসীরা বাধা দিয়েছেন। আজ, শনিবার বিষয়টি নিয়ে বৈঠক হবে। অরণ্যের অধিকার আইন কমিটির কেচবিহার বিভাগের সভাপতি বিজনাথ রাভা জানান, আইনে বলা হয়েছে জঙ্গল সুরক্ষার জন্য বনবস্তির বাসিন্দারা গ্রামসভা তৈরী করবেন। জঙ্গল ও সংলগ্ন এলাকায় বিভিন্ন কাজের সময় বনদফতর ওই গ্রামসভার সঙ্গে আলোচনা করবে। কিন্তু বনদফতর নিয়ম মানে না। এই আইন মানা না অবধি ওই এলাকায় গাছ কাটতে দেওয়া হবে না। বনমন্ত্রীকে বিষয়টি জানিয়ে দিয়েছি।
|
হাটে হানা দিয়ে বনদফতর ১৪টি কচ্ছপ উদ্ধার করল। গ্রেফতার করা হয়েছে দুই বিক্রেতাকে। শুক্রবার বিকেলে দক্ষিণ দিনাজপুরের তপনের ভিটার হাট এলাকার ঘটনা। |