নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
আগামী অর্থবর্ষের জন্য রাজ্য বাজেট পেশের আগেই বাজার থেকে ফের ১২০০ কোটি টাকা ঋণ নিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। ৫ মার্চ মুম্বইয়ে রিজার্ভ ব্যাঙ্কের নিলামে সরকারের দশ বছর মেয়াদি ঋণপত্র বেচে এই টাকা তোলা হবে বলে মহাকরণ সূত্রের খবর।
চলতি অর্থবর্ষে (২০১২-১৩) পশ্চিমবঙ্গ এ পর্যন্ত ১৭ হাজার ৩০০ কোটি টাকা বাজার থেকে ধার নিয়েছে। এ মাসের গোড়ায় ওই ১২০০ কোটি টাকা নেওয়া হলে রাজ্যের বাজারি-ঋণের বার্ষিক কোটা শেষের মুখে চলে আসবে। সরকারি সূত্রের খবর: মার্চের শেষে কর্মীদের বেতন দিতে আরও কিছু ধার নেওয়া হবে।
কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের হিসেব বলছে, পশ্চিমবঙ্গের ঋণের বহর এতটাই বেড়েছে যে, আগামী আট বছরের মাথায় সুদ-আসল পরিশোধ বাবদ ফি বছর প্রায় পৌনে দু’লক্ষ কোটি টাকার বোঝা চাপবে রাজ্য সরকারের ঘাড়ে। ত্রয়োদশ অর্থ কমিশন পশ্চিমবঙ্গকে ইতিমধ্যে ‘ঋণ ভারাক্রান্ত’ রাজ্য হিসেবে ঘোষণা করেছে। তাদের হিসাব অনুযায়ী, চলতি অর্থবর্ষে কেন্দ্রীয় ঋণ খাতে রাজ্যকে শুধতে হয়েছে ২৬ হাজার ৩৭৮ কোটি ৭৮ লক্ষ টাকা। এর মধ্যে সুদের বহর ১৮ হাজার ১০৯ কোটি।
এই হারে ঋণ নিলে পরবর্তী আট বছরের মাথায়, অর্থাৎ ২০১৯-২০২০ অর্থবর্ষে পরিশোধযোগ্য মূল ঋণ ও সুদের মিলিত অঙ্ক দাঁড়াবে অন্তত ১ লক্ষ ৭২ হাজার ৫২৮ কোটি টাকা। দেনা দু’লক্ষ কোটি ছাড়ালে সুদ হবে ৯%। মূল ঋণ পরিশোধের বহরও বাড়বে চক্রবৃদ্ধি হারে। “বাম সরকার যেখান থেকে পেরেছে ঋণ করে আমাদের চক্রব্যূহে ফেলে গিয়েছে,” বলেন অর্থমন্ত্রী অমিত মিত্র। |