সন্ত্রস্ত গাড়িশিল্প, বাড়তি উৎপাদন শুল্ক ফেরানোর দাবি
নিজস্ব প্রতিবেদন |
বড় ধরনের যাত্রী-গাড়ি ‘স্পোর্টস ইউটিলিটি ভেহিক্ল’ (এসইউভি)-র উপর থেকে বাড়তি উৎপাদন শুল্ক প্রত্যাহারের দাবি তুলল গাড়ি শিল্প। গাড়ি শিল্পের সংগঠন সিয়াম জানিয়েছে, শীঘ্রই তারা এ নিয়ে কেন্দ্রের দ্বারস্থ হবে। কারণ মুমূর্ষু গাড়ি শিল্পে এই এসইউভি-ই কিছুটা অক্সিজেন জোগাচ্ছিল। এ বার শুল্ক বাড়লে তার পুরোটাই চাপবে ক্রেতার উপরে। আর সেই বাড়তি দাম গুনতে ক্রেতা রাজি না থাকলে, আরও আঁধার নামবে গাড়ি শিল্পে। বাজেটে এসইউভি-র উপর (ট্যাক্সি থাড়া) বাড়তি ৩% উৎপাদন শুল্ক বসানোর প্রস্তাব দিয়েছেন চিদম্বরম। সিয়ামের ডেপুটি ডিরেক্টর জেনারেল সুগত সেন বলেন, “দাম বাড়বে। এমনিতেই গাড়ি শিল্পের সঙ্কট কাটানোর দিশা বাজেটে নেই। তার উপর শুল্ক বাড়লে আরও সমস্যা। বাজেট অধিবেশন শেষের আগেই বিষয়টি তুলব।” এ নিয়ে একমত প্রাক্তন সিয়াম কর্তা পবন গোয়েন্কা ও জেনারেল মোটরসের কর্তা পি বালেন্দ্রন। গাড়ি শিল্পের বক্তব্য, এসইউভি-র শুল্ক বাড়লে তার দামও বাড়বে। ফলে ওই গাড়ির চাহিদা কমার সম্ভাবনা। বালেন্দ্রন এবং টয়োটা কির্লোস্কর মোটরের কর্তা সন্দীপ সিংহ জানিয়েছেন, বিভিন্ন এসইউভি গাড়ির (ক্যাপ্টিভা, তাভেরা, ইনোভা, ফরচুনার, ল্যান্ড-ক্রুজার, প্রাদো ইত্যাদি) দাম বাড়ছে।
শুধু বাড়তি শুল্ক নয়। কেন্দ্র এসইউভি গাড়ির যে সংজ্ঞা তৈরি করেছে, তা নিয়েও আপত্তি সিয়ামের। তাদের বক্তব্য, সে ক্ষেত্রে আসলে এসইউভি নয়, এমন গাড়িও (যেমন সেডান) এ বার এসইউভি-র তালিকায় পড়বে। এ ক্ষেত্রে স্থির হওয়া মাপকাঠি বাস্তবসম্মত নয়। এই বিষয়টিও কেন্দ্রের কাছে তুলবে তারা।
|
মাদার ডেয়ারির নতুন দায়িত্ব |
বর্ধমানের রাজ্য দুগ্ধ খামারকে মাদার ডেয়ারির অধীনে আসা হচ্ছে। শুক্রবার মহাকরণে মন্ত্রিসভার শিল্প বিষয়ক কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, “ওই সংস্থার কর্মীদের কী ভাবে ব্যবহার করা যায়, দায়িত্ব নেওয়ার পরে মাদার ডেয়ারিই তা ঠিক করবে।” মন্ত্রী জানান, প্রাথমিক ভাবে দিনে ২০ হাজার লিটার দুধ উৎপাদনের লক্ষ্যমাত্রা স্থির করেছে মাদার ডেয়ারি। পরে দুগ্ধজাত নানান পণ্য তৈরির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
|
হীরক জয়ন্তী বর্ষে শিল্পপতি রমা প্রসাদ গোয়েন্কাকে শুক্রবার ‘ম্যানেজমেন্ট ফেলোশিপ’ সম্মান জানাল আইআইএসডব্লিউবিএম। শিল্পে তাঁর অবদানকে স্বীকৃতি দিতে বেছে নেওয়া হয় গোয়েন্কার ৮৩তম জন্মদিনটিই। |