শিক্ষামন্ত্রীর আপ্ত সহায়কের সুপারিশে বিধি ভেঙে ভর্তি জেনকিন্সে |
শিক্ষামন্ত্রীর আপ্ত সহায়কের সুপারিশে বিধি ভেঙে কোচবিহারের সরকারি স্কুল জেনকিন্সের চতুর্থ শ্রেণিতে এক ছাত্রকে ভর্তি করানোর অভিযোগ নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার ওই ছাত্রকে ভর্তি করানো হয়। তাঁর বাবা কোচবিহার জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারপার্সন কল্যাণী পোদ্দারের আপ্ত সহায়ক। ঘটনাকে ঘিরে শিক্ষকদের পাশাপাশি অভিভাবক মহলেও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তদন্তের দাবি উঠেছে। অস্বস্তিতে পড়েছেন স্কুল কর্তৃপক্ষ। বিধি ভেঙে কোনও ছাত্রকে ভর্তির জন্য সুপারিশ করার অভিযোগ অস্বীকার করেন শিক্ষামন্ত্রীর আপ্ত সহায়ক প্রান্তিক চৌধুরী। তিনি বলেন, “ভর্তি সংক্রান্ত নিয়ম জানি। কাউকে ভর্তির সুপারিশ করার এক্তিয়ার আমার নেই। আমি কাউকে ভর্তির ব্যবস্থা করে দেওয়ার জন্য সুপারিশ করিনি। ওই ছাত্রের অভিভাবক প্রধান শিক্ষকের সঙ্গে দেখা করতে পারছেন না জানার পরে তাঁর আবেদনপত্রের উপরে শুধু ‘প্লিজ লুক ইন দ্য ম্যাটার’ লিখে দিই।”
|
স্কুলের ভবন নির্মাণ সহ উন্নয়ন তহবিলের টাকা নয়ছয়ের অভিযোগ উঠেছে প্রধানশিক্ষকের নামে। ওই অভিযোগ তুলে গ্রাম শিক্ষা কমিটির নেতৃত্বে স্কুলে জন্য তালা ঝোলালেন ক্ষুব্ধ বাসিন্দারা। চাঁচলের জিতারপুর নিম্ন বুনিয়াদী প্রাথমিক স্কুলে বুধবার ঘটনাটি ঘটেছে। এদিন স্কুল খুলতেই গ্রাম শিক্ষা কমিটির নেতৃত্বে তালা ঝুলিয়ে দেওয়া হয়। ফলে ফিরে যেতে হয় শিক্ষক সহ পড়ুয়াদের। তবে প্রধান শিক্ষক এদিন স্কুলে যাননি। প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ পেয়েই অবশ্য ঘটনার তদন্তে নেমেছে জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। চাঁচল-২ চক্র পরিদর্শক শুভঙ্কর মুখোপাধ্যায় বলেন, “ঘটনাটা শুনেছি। অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।”
|
সীমান্ত টপকে আসার অভিযোগে দক্ষিণ দিনাজপুরের হিলি ও বালুরঘাট থেকে দু’দফায় ৩৭ জনকে পুলিশ ধরে। মায়ানমার, বাংলাদেশের নানা এলাকা থেকে এ পারে অনুপ্রবেশ বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন জেলাপ্রশাসন। গত তিনদিনে পুলিশের হাতে ৪৬ জন গ্রেফতার হয়েছে। দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক দুর্গাদাস গোস্বামী বলেন, “বিএসএফ-এর বৈঠক করা হবে।”
|
দুই পাচারকারীসহ মালদহের পুলিশ ৬ লক্ষ টাকার জালনোট উদ্ধার করেছে। মঙ্গলবার বৈষ্ণবনগর টাউনশিপ মোড় এসাকায় ঘটনাটি ঘটেছে। ধৃতদের নাম সামসুদ্দিন শেখ ও কালাম শেখ। এদিন ধৃত দুই জালনোট পাচারকারীকে আদালতে তোলা হলে বিচারক চার দিনের পুলিশ হাজতের নির্দেশ দেন।
|
বন্ধুর সঙ্গে বচসার জেরে লাইন্সেসপ্রাপ্ত রিভলবার থেকে গুলি চালানোর অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৯টা নাগাদ ঘটনাটি ঘটে প্রধাননগর থানার জংশন এলাকায়। ধৃতের নাম মহেশ গুপ্তা। তাঁর বাড়ি মাটিগাড়া এলাকায়। তাঁর কাছ থেকে একটি রিভলবার এবং পাঁচ রাউন্ড গুলি বাজেয়াপ্ত করেছে পুলিশ। |