পাত্রসায়রের নলডাঙা মহম্মদ মুশা স্মৃতি সঙ্ঘ আয়োজিত নক আউট ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল ইন্দাসের কুমনা আপনজন ক্লাব। গত বুধবার নলডাঙা ফুটবল মাঠে ফাইনাল ম্যাচে কুমনা আপনজন ক্লাব ৪ উইকেটে বর্ধমানের ওয়াড়ি ক্রিকেট অ্যাকাডেমিকে হারিয়েছে। প্রথমে ব্যাট করতে নেমে ওয়াড়ি ক্রিকেট অ্যাকাডেমি ২০ ওভারে সব উইকেট খুইয়ে ৮৬ রান করে। জবাবে কুমনা আপনজন ক্লাব ১৩ ওভারে ৬ উইকেট হারিয়ে ওই রান টপকে যায়। ম্যান অব দ্য সিরিজ ও ম্যান অব দ্য ম্যাচ হন কুমনার পরীক্ষিত ঘোষ ও বাপন আলি। প্রতিযোগিতায় ১১টি দল যোগ দিয়েছিল।
|
শময়িতা স্পোটর্স অ্যাকাডেমি ফুটবল টুর্নামেন্ট হয়ে গেল। রবিবার ফাইনাল ম্যাচে কেশিয়াড়া শিবদুর্গা ক্লাবকে ২-০ গোলে হারিয়ে শময়িতা স্পোটর্স অ্যাকাডেমি জয়ী হয়। মোট আটটি দল যোগ দেয়। ফাইনাল ম্যাচের পরে ওই দিনই দু’টি মহিলা ফুটবল দল ঝাড়খন্ড একাদশ ও বাংলা একাদশের একটি প্রদর্শনী ম্যাচ অনুষ্ঠিত হয়। ঝাড়খন্ড একাদশ ১-০ গোলে জয়লাভ করে।
|
সম্প্রতি বিষ্ণুপুরের চাকদহ জুনিয়র হাইস্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়ে গেল স্কুল প্রাঙ্গণে। স্কুলের প্রধান শিক্ষক প্রবীর দত্ত জানান, মোট ১৬টি বিভাগে প্রায় ১৪৪ জন ছাত্রছাত্রী যোগ দেয়।
|
• শনিবার পুঞ্চায় দিবারাত্রি ভলিবল প্রতিযোগিতা হল। এলাকার প্রয়াত ক্রীড়াবিদ সুনীল মুখোপাধ্যায়ের স্মৃতিতে এই ভলিবল প্রতিযোগিতা। বিভিন্ন জেলার ১২টি দল যোগ দেয়। চূড়ান্ত খেলায় মানবাজার ১৭-২৫, ২৫-২২, ২৫-২০ সেটে আদ্রা রেলওয়ে ভলিবল দলকে হারিয়ে জয়ী হয়েছে। বাঁকুড়া জেলা পুলিশ দল তৃতীয় স্থান পায়। |