|
|
|
|
বাজি রাখুন, জিতবই |
• মোট ভোটার: ১ লক্ষ ৯৫ হাজার ৩৭৯। ভোটের হার ৮৫ শতাংশ।
• গণনাকেন্দ্র: রামপুরহাট কলেজ। ১৮টি টেবিলে ভোট গণনা হবে। একটি টেবিলে হবে পোস্টাল ব্যালট কাউন্টিং। দু’জন করে গণনাকর্মী-সহ এক জন করে মাইক্রো অবজারভার থাকবেন প্রত্যেকটি টেবিলে। ১৪টি রাউন্ডে গণনা শেষ হবে।
• জেলা পুলিশ সুপার মুরলীধর শর্মা বলেন, “ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা থাকবে। গণনা কেন্দ্রের বাইরে বাহিনী থাকবে। এ ছাড়াও বাঁশের ঘেরাটোপেও পুলিশ থাকবে। গণনাকেন্দ্রের ভিতরে সিআরপিএফ কর্মীরা থাকবেন। মোট ১৫০ জন পুলিশ ও এক কোম্পানি আধাসামরিক বাহিনী থাকবে।”
|
|
স্ট্রং রুমের সামনে কড়া পাহারা। নিজস্ব চিত্র। |
|
প্রথম থেকেই বলছি, আমরা ১৫ থেকে ২০ হাজার ভোটে জিতছি। বাম জমানায় কিছুই উন্নয়ন হয়নি। আবার কংগ্রেস বিধায়ক প্রতিশ্রুতি দিয়ে এলাকা থেকে পালিয়েছেন।
অনুব্রত মণ্ডল, জেলা সভাপতি, তৃণমূল |
|
কংগ্রেস ও তৃণমূল প্রতিযোগিতামূলক ভাবে ভোটের জন্য টাকা ছড়িয়েছে। তবুও সব প্রতিবন্ধকতাকে হারিয়ে মানুষের ভোটে জয়ী হবেন বামফ্রন্টের প্রার্থী।
দিলীপ গঙ্গোপাধ্যায়, জেলা সম্পাদক, সিপিএম |
|
নির্বাচনে আমাদের স্লোগান ছিল দিশাহীন, খামখেয়ালি সরকারের অত্যাচার থেকে বাঁচতে কংগ্রেসের যোগ্য প্রার্থীকে ভোট দিন। মানুষ আমাদের পক্ষে রায় দিয়েছেন।
সৈয়দ সিরাজ জিম্মি, জেলা সভাপতি, কংগ্রেস |
|
আমার বিশ্বাস আমাদের দলের ভোট বাড়বে। আশা করি সেটা ২৫ হাজারে পৌঁছবে এবং আমরাই নলহাটি বিধানসভা কেন্দ্রের এই উপনির্বাচনে ফ্যাক্টর হব।
দুধকুমার মণ্ডল, জেলা সভাপতি, বিজেপি |
|
|
|
|
|
|