বধূ খুন, গ্রেফতার দম্পতি
নিজস্ব সংবাদদাতা • মগরাহাট |
বধূ খুনের অভিযোগে স্বামী ও তার দ্বিতীয় পক্ষের স্ত্রীকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে মগরাহাটের গোকর্নি গ্রামে। পুলিশ জানিয়েছে, নিহতের নাম মুর্সিদা বিবি (২৩)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর কয়েক আগে গোকর্নি গ্রামের মুর্সিদা বিবির সঙ্গে ওই গ্রামের দিনমজুর ছান্দানি মোল্লার বিয়ে হয়। কিন্তু তার কোনও সন্তান না হওয়াতে মাস কয়েক আগে ছান্দানি স্থানীয় রুনা বিবি নামে আরও একটি মহিলাকে বিয়ে করে। মঙ্গলবার সন্ধ্যায় মুর্সিদা বিবির বাপের বাড়ির লোক খবর পান, তাঁদের মেয়ে অসুস্থ হয়ে পড়েছে। নিহতের ভাই মোসারুন মোল্লা জানান, মঙ্গলবার সন্ধ্যায় খবর পাওয়ার পর দিদির শ্বশুরবাড়িতে গিয়ে দিদির দেহ মাটিতে পড়ে থাকতে দেখেন তিনি। বুধবার সকালে ওই এলাকা থেকে অভিযুক্ত দু’জনকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, বধূর শরীরে কোনও আঘাতের চিহ্ন ছিল না। অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু করে দেহ ডায়মন্ড হারবার হাসপাতালে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। ধৃতদের বুধবার ডায়মন্ড হারবার আদালতে তোলা হলে তাকে ১৪ দিনের জেল-হাজতের নির্দেশ দেন বিচারক। |
শিশুকে ধর্ষণের নালিশ, ধৃত ছাত্র
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
শিশুকে ধর্ষণের অভিযোগে অষ্টম শ্রেণির এক ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মিনাখাঁ থানার শিমুলদহ গ্রামে পাশাপাশি বাড়িতে থাকে ওই শিশু ও কিশোর। গত ৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় শিশুটিকে ওই কিশোরদের বাড়িতে রেখে দোকানে গিয়েছিলেন। পরে বাড়ি ফিরে দেখেন মেয়ে অসুস্থ হয়ে পড়েছে। তাকে স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে যান তাঁরা। সেখানে চিকিৎসকেরা পরীক্ষা করা জানান তাকে ধষর্ণ করা হয়েছে। শিশুটির মায়ের অভিযোগ, এ কথা কাউকে জানালে, পরিণতি খারাপ হবে বলে হুমকি তাদের হুমকি দেয় ওই কিশোরের পরিবার। এর পরেই তাঁরা থানায় অভিযোগ দায়ের করেন। |
ভুয়ো পুলিশকর্মী গ্রেফতার
নিজস্ব সংবাদদাতা • ডায়মন্ড হারবার |
পুলিশের পরিচয় দিয়ে প্রতারণা করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে ডায়মন্ড হারবারের ধনবেড়িয়া গ্রামে। পুলিশ জানিয়েছে ধৃতের নাম অর্জুন শর্মা। বাড়ি আসানসোলে। ধৃতকে বুধবার ডায়মন্ড হারবার আদালতে তোলা হলে বিচারক তাঁর জামিন মঞ্জুর করেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েক দিন আগে ধনবেড়িয়া গ্রামে একটি বাড়ি ভাড়া নিয়ে থাকছিলেন তিনি। নিজেকে সেন্ট্রাল রিজার্ভ পুলিশের উচ্চপদস্থ কর্মী বলে দাবি করতেন তিনি। ওই বাহিনীর পোশাকও ব্যবহার করতেন। ওই যুবকের কথায় গ্রামবাসীদের সন্দেহ হয়। তাঁরাই পুলিশে অভিযোগ দায়ের করেন। তারপরই প্রতারণার অভিযোগে ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের কাছ থেকে পুলিশের পোশাক উদ্ধার হয়েছে। |
বধূর ঝুলন্ত দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করল পুলিশ। উত্তর ২৪ পরগনার মিনাখাঁ থানার দেবীতলা গ্রামে বুধবার সকালে ঘর থেকে বছর পঁচিশের ওই মহিলার দেহ উদ্ধার হয়। রাত পর্যন্ত তাঁর পরিচয় জানাতে পারেনি পুলিশ। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, অন্য কোথাও তাঁকে মেরে ফেলে এখানে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে। দেহ ময়নাতদন্তে পাঠিয়ে একটি খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। |
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক ঠিকাকর্মীর। নাম অলোক দাস (৪৮)। বাড়ি নৈহাটিতে। বুধবার দুপুরে চাকদহের শিমুরালি এলাকায় বিদ্যুতের গোলযোগ ঠিক করছিলেন বিদ্যুৎ দফতরের ওই ঠিকাশ্রমিক। সেই সময় তড়িদাহত হয়ে মারা যান ওই শ্রমিক। |