বাজার |
অবস্থা |
ব্যক্তি |
বক্তব্য |
কৃষ্ণনগর পাত্রবাজার |
বাজার এলাকায় কোনও অগ্নিনির্বাপণ ব্যবস্থা নেই। আচমকা আগুন ধরে গেলে নেভানো মুস্কিল। বিদ্যুতের তার রাস্তার উপরে জট পাকিয়ে ঝুলছে। |
গোপাল বিশ্বাস
পাত্রবাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক |
বাজারের রাস্তার দখল নিচ্ছে দোকান। সংকীর্ণ হয়েছে রাস্তা। পুরসভা বা প্রশাসন কারও কোনও উদ্যোগ নেই। বাজার এলাকা ভয়াবহ অবস্থায় রয়েছে। শিয়ালদহের ঘটনায় আতঙ্কিত। |
গোয়াড়ি তহবাজার |
অগ্নিনির্বাপণ ব্যবস্থা নেই। ঘিঞ্জি এলাকায় বাজার। বিপজ্জনক ভাবে ঝুলছে বিদ্যুতের তার। |
অনির্বান সরকার
গোয়াড়ি তহবাজার কমিটির সম্পাদক |
সরু রাস্তা ক্রমশ দখল হচ্ছে। দমকলের গাড়ি ঢোকার সমস্যা রয়েছে। শিয়ালদহের ঘটনা দেখে শিউড়ে উঠছি। |
হেবজুর রহমান
কৃষ্ণনগর দমকলের ওসি |
কৃষ্ণনগর শহরের বাজারগুলোর অবস্থা খুবই ভয়াবহ। সংকীর্ণ রাস্তা। সকলের সচেতন হওয়ার সময় এসেছে। অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিয়ে সতর্ক দেওয়া উচিত। |
নবদ্বীপ বড়বাজার |
এক বর্গ কিমি এলাকায় অন্তত দু’হাজার দোকান। নেই অগ্নিনির্বাপণ ব্যবস্থা। অপরিকল্পিত ভাবে বেড়ে ওঠা বাজার ঘিঞ্জি হচ্ছে প্রতিদিন। গোটা বাজার এলাকা বিপজ্জনক হয়ে উঠেছে। |
উত্তম সাহা
নবদ্বীপ ব্যবসায়ী সমিতির সম্পাদক |
অগ্নিনির্বাপণ ব্যবস্থা বাজারে নেই। বড় অগ্নিকাণ্ড হলে দমকলের উপর নির্ভরশীল ব্যবসায়ীরা। এলাকায় কিছু জলাধার নির্মাণের দাবি জানানো হয়েছে পুরসভা ও প্রশাসনের কাছে। |
শক্তিপদ দে
নবদ্বীপ দমকলের ওসি |
ব্যবসায়ীরা অগ্নিকাণ্ডের ব্যাপারে উদাসীন। তাঁরা এ ব্যাপারে সচেতন না হলে বড় অগ্নিকাণ্ড ঘটতে পারে। |
বহরমপুর ইন্দিরা মার্কেট |
মার্কেটে ১৭৮টি দোকান। পরিকল্পনাহীন ভাবে বিদ্যুতের তার নিয়ে যাওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় বিদ্যুতের তার জট পাকিয়ে রয়েছে। কোনও জায়গায় ছাদ ফেটে তারের উপর জল চুঁইয়ে পড়ে। নেই অগ্নিনির্বাপণ ব্যবস্থা। |
গৌরচন্দ্র বসাক
ইন্দিরা সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি |
১৭৮টি দোকানে দু’জন করে অন্তত সাড়ে তিনশো কর্মী রয়েছে। কিন্তু পুরসভা ও প্রশাসন তাঁদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। বারবার অভিযোগ জানিয়েও মার্কেটের হাল ফেরেনি। অবিলম্বে ব্যবস্থা না নিলে আমাদেরও অবস্থা শিয়ালদহ মার্কেটের মতো হবে। |
সুনীল কুমার ঘোষ
দমকল দফতরের বহরমপুর ডিভিশনাল অফিসার |
পুরসভা বা প্রশাসন কেউই আমাদের কাছে কোনও অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে গোটা বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। |