তিনটি অপহরণের ঘটনায় পুলিশ তিন জনকে গ্রেফতার করেছে। শান্তিপুরের নতুন বাজার এলাকার কিশোরীকে অপহরণের অভিযোগে সোমবার পুলিশ উত্তর ২৪ পরগনার মছলন্দপুরের যুবক বাপি দাসকে গ্রেফতার করে। এ ছাড়া কৃষ্ণগঞ্জের জয়ঘাটার কিশোরীকে অপহরণের দায়ে বুধবার পুলিশ বনগাঁর যুবক শুভেন্দু হালদারকে গ্রেফতার করেছে। অন্য দিকে, কৃষ্ণগঞ্জেরই শোনঘাটার কিশোরীকে অপহরণের অভিযোগে প্রতিবেশী মহিলা শান্তি দাসকে গ্রেফতার করে পুলিশ।
|
পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক লরি চালকের। নাম তাপস ঘোষ (৩৫)। বাড়ি নদিয়ার নাকাশিপাড়ার লিচুপাড়া এলাকায়। পুলিশ জানায়, নিয়ন্ত্রণ হারিয়ে কৃষ্ণনগরগামী একটি ফাঁকা লরি জালালখালির কাছে একটি মন্দিরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় চালকের। ওই লরির তিন আরোহী আশঙ্কাজনক অবস্থায় শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন।
|
প্রেমিকার বাড়ি থেকে উদ্ধার হল প্রেমিকের দেহ। পুলিশ জানিয়েছে, মৃতের নাম পিন্টু মণ্ডল (২২)। তাঁর বাড়ি নদিয়ার রানাঘাটের আনুলিয়া এলাকায়। বাড়ির পাশের তরুণী করুণা সেন ওরফে মামণির সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ওই যুবকের। মামণির বাড়ির লোক এই সম্পর্কে আপত্তি জানালে দিনকয়েক আগে মামণি আত্মহত্যা করেন। তার পর বুধবার প্রেমিকার বাড়ির সামনেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন পিণ্টু মণ্ডল।
|
রান্না করতে গিয়ে বুধবার অগ্নিদগ্ধ হয়েছে এক মাধ্যমিক পরীক্ষার্থী। জখম ওই ছাত্রী শিখা দাসের বাড়ি বড়ঞার আন্দি এলাকায়। তবে কান্দি মহকুমা হাসপাতালে বসেই সে মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা দিয়েছে। |