পাকাপাকি ভাবে ছ’নম্বরেই ব্যাট করে যাও। দেশে তো বটেই, বিদেশেও বর্তমান ভারত অধিনায়ককে এমনই পরামর্শ প্রাক্তন ভারত অধিনায়ক রাহুল দ্রাবিড়ের।
চিপকে ধোনির ২২৪ রানের ইনিংস নিয়ে দ্রাবিড়ের মন্তব্য, “ব্যাটিং অর্ডারে এক ধাপ উঠে আসায় ধোনি বেশি রান করার সুযোগটা পেল। এ বার থেকে বরং ও এই জায়গাতেই নামুক।”
ধোনি ছ’নম্বরে ব্যাট করলে ভারতীয় দলও উপকৃত হবে বলে মনে করেন দ্রাবিড়। বলেন, “এটা ধরে রাখতে পারলে ভারতীয় দলের ভালই হবে। কারণ, ছ’নম্বরে নামলে ধোনির আগে একজন বিশেষজ্ঞ ব্যাটসম্যান নামতে পারছে আর পরে এক জন অলরাউন্ডার নামতে পারছে। ফলে, ধোনির ব্যাটিং দলের আরও বেশি কাজে লাগবে। ভারতীয় দলের ভারসাম্যও এতে বাড়বে। দলটার চেহারাই পাল্টে যাবে।” ভারতের আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরেও ধোনিকে এই ভূমিকাতেই দেখতে চান দ্রাবিড়। বিদেশে টেস্ট জেতাটা খুব জরুরি বলে মনে করেন তিনি। তাতে প্রথম সারির দলগুলির মধ্যে থাকবে ভারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই জয়ই অবশ্য ভারতকে টেস্ট র্যাঙ্কিংয়ে এক ধাপ তুলে চার নম্বরে পৌঁছে দিল। |
“চিপকের ডাবল সেঞ্চুরিটা জরুরি ছিল ধোনির আত্মবিশ্বাস ফিরিয়ে আনার জন্য, সমালোচকদের জবাব দেওয়ার জন্য নয়। এ সব নিয়ে ধোনি খুব একটা ভাবে বলে মনেও হয় না আমার”, এক ওয়েবসাইটে বুধবার কথাগুলি বলেন দ্রাবিড়। এ দিনই হায়দরাবাদ পৌঁছে গেল দু’দল। তবে প্রথম টেস্টে হেরে যাওয়া অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিতে রাজি নন তিনি। সে জন্য অবশ্য মাইকেল ক্লার্কদের ঠিক দলটা বেছে নিতে হবে, মনে করেন ভারতের প্রাক্তন অধিনায়ক। বলেন, “হায়দরাবাদেও যদি স্পিন সহায়ক পিচ হয়, তা হলে অস্ট্রেলিয়ার বাড়তি স্পিনার নিয়ে খেলতে হবে।” অস্ট্রেলিয়ার কোচ মিকি আর্থার সে কথা মেনে নিয়েও বলছেন, “দুই স্পিনার হয়তো নেওয়া যেত। কিন্তু আমার পেসাররাই তো বেশি উইকেট পেল। তা হলে পরের টেস্টে কী করে এক জন বাড়তি স্পিনার নেব?” |