বাড়িতে আগুন লেগে পুড়ে গেল এক মাধ্যমিক পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ড ও বেশ কিছু বইপত্র পুড়ে গেল। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে পূর্বস্থলী ২ ব্লকের কালেখাঁতলা ১ পঞ্চায়েতের রানিপুর এলাকায়। গৃহকর্তা মহেন্দ্রলাল রায় জানান, মশা তাড়াতে ধোঁয়া দিতে গোয়ালঘরে খড়কুটো জ্বেলেছিলেন তাঁরা। রাত ১২টা নাগাদ তা থেকেই আগুন লাগে গোয়ালে। তা ছড়িয়ে পড়ে বাড়িতেও। তাঁরা কোনও রকমে বেরিয়ে পড়েন। তবে জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। প্রতিবেশীরা আগুন নেভান। মৃত্যু হয় একটি গরুর। মহেন্দ্রলালবাবুর ছেলে মহানন্দ এ বারের মাধ্যমিক পরীক্ষার্থী। পারুলিয়া কুলকামিনী উচ্চ বিদ্যালয়ের ছাত্র মহানন্দের পরীক্ষাকেন্দ্র জাহান্নগর কুমারানন্দ উচ্চ বিদ্যালয়ে। অন্য সব জিনিসপত্রের সঙ্গে মঙ্গলবার রাতে পুড়ে গিয়েছে তার পরীক্ষার অ্যাডমিট কার্ড এবং বইপত্রও। তবে বুধবার সে পরীক্ষা দিয়েছে। পূর্বস্থলী ২ ব্লক প্রশাসন এবং পারুলিয়া কুলকামিনী বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে পরীক্ষায় বসে সে। স্থানীয় পঞ্চায়েক প্রধান জন্মেঞ্জয় মাহাতোর আশ্বাস, ক্ষতিগ্রস্ত পরিবারটিকে কী ভাবে সাহায্য করার যায়, তা দেখা হচ্ছে।
|
দুর্ঘটনায় জখম পরীক্ষার্থী
নিজস্ব সংবাদদাতা • আসানসোল ও বর্ধমান |
মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার পথে দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছে এক ছাত্রী। বুধবার সকালে আসানসোল দক্ষিণ থানার আশ্রম মোড় লাগোয়া জিটি রোডে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ছাত্রী তার এক আত্মীয়ের সঙ্গে মোটরবাইকে চড়ে পরীক্ষা দিতে যাচ্ছিল। চলন্ত মোটরবাইক থেকে পড়ে গিয়ে জখম হয় সে। প্রথমে আসানসোল হাসপাতাল, পরে সেখান থেকে অন্যত্র স্থানান্তর করা হয় তাকে। গলসির পুরষায় কালীমতি হাইস্কুলে ছাদ থেকে চাঙড় খসে হাতে পড়ায় জখম হল এক মাধ্যমিক পরীক্ষার্থী। জেলা পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মির্জা জানান, বুধবার সাবিনা ইয়াসমিন নামে ওই পরীক্ষার্থী প্রাথমিক চিকিৎসার পরে পরীক্ষা দিয়েছে।
|
কোর্টে অসুস্থ পতিতপাবন
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
জামিনের আবেদনের শুনানির জন্য হাজির হয়ে আদালতে অসুস্থ হয়ে পড়লেন প্রদীপ তা ও কমল গায়েন হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত পতিতপাবন তা। বুধবার দুপুরে বর্ধমানের সিজেএম আদালতের লক-আপে তিনি অসুস্থ বোধ করেন। তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। বিচারকের নির্দেশে চিকিৎসক আসেন। লক-আপ থেকে বের করে তাঁকে জিআরও-র ঘরের পাশে বসিয়ে রাখা হয়। শেষে সিজেএম সেলিম আহমেদ আনসারি বর্ধমান জেলের সুপারকে অবিলম্বে পতিতপাবনবাবুর চিকিৎসা শুরু করার নির্দেশ দেন। এ দিন আর তাঁর আবেদনের শুনানি হয়নি। তাঁর আইনজীবী বিশ্বজিৎ দাস বলেন, “পতিতপাবনবাবুর হাঁপানি রয়েছে। তারই জেরে তাঁর শ্বাসকষ্ট শুরু হয়েছিল। বিচারকের নির্দেশ মতো পদক্ষেপ করা হয়েছে।”
|
তৃণমূল কর্মীর আত্মসমর্পণ
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
খুন-সহ নানা মামলায় অভিযুক্ত এক তৃণমূল কর্মী আত্মসমর্পণ করলেন রায়না থানায়। ধৃত শেখ মহম্মদ হোসেনের বাড়ি বেলসর গ্রামে। পুলিশ সূত্রে জানা যায়, ওই ব্যক্তির বিরুদ্ধে এক সময়ে ৪৭টি মামলা ছিল। কিন্তু পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি। বেশির ভাগ মামলাতেই আদালত থেকে জামিন নেন তিনি। শেষে বুধবার আত্মসমর্পণ করেন তিনি। জেলা পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মির্জা বলেন, “ওই ব্যক্তির বিরুদ্ধে অন্তত পাঁচটি নানা মামলা রয়েছে। সেগুলিতে আদালত থেকে জামিন না পেয়েই তিনি আত্মসমর্পণে বাধ্য হলেন। দু’টি খুনের মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও ছিল।” রায়নার তৃণমূল নেতা শৈলেন্দ্রকুমার সাঁই বলেন, “ওই কর্মীর বিরুদ্ধে মামলা থাকায় তাঁকে দলের তরফে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছিল।”
|
তিন জায়গা থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
ধৃত চাঁদু দাস। নিজস্ব চিত্র। |
মদ পাচারের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল বর্ধমান থানা। মঙ্গলবার রাতে শহরের মুচিপাড়া থেকে ধৃত ওই ব্যক্তির নাম চাঁদু দাস। বাড়ি বড়নীলপুরের রাজলক্ষ্মী কলোনিতে। একটি মোটরবাইকে চড়ে যাওয়ার সময়ে পুলিশ তাকে গ্রেফতার করে। ধৃতের হেফাজত থেকে একটি গুলি ভর্তি পাইপগান, আটটি বোমা উদ্ধার হয়েছে বলে পুলিশ জানায়। ওই রাতেই জামালপুরে শেষ রফিক নামে এক ব্যক্তির কাছ থেকে দু’টি পাইপগান ও গুলি উদ্ধার হয়। কেতুগ্রামে বুধি হাঁসদার কাছ থেকেও উদ্ধার করে হয়েেছে গুলি ভরা পাইপগান। পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মির্জা বলেন, “আসন্ন পঞ্চায়েত ভোটের আগে যাতে কেউ অস্ত্র মজুত না করতে পারে সে জন্য সব ক’টি থানাকে টানা অভিযান চালাতে বলা হয়েছে।”
|
কয়লার ট্রাক আটক কাঁকসায়
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
ফের আটক হল কয়লা বোঝাই ট্রাক। কাঁকসায় প্রায় ১৩ টন কয়লা-সহ একটি ট্রাক আটক করেছে পুলিশ। জেলা পুলিশ সুপার বলেন, “ট্রাকের মালিক ও চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ধৃত চালক, গলসির বাসিন্দা শেখ জাহিরুদ্দিন জানিয়েছেন, অন্ডালের ধুবচুরুরিয়া থেকে চোরাই কয়লা ট্রাকটিতে চাপানো হয়েছিল।” |