দুর্নীতির অভিযোগে এক ব্যক্তিকে সাত বছরের কারাদণ্ড দিল আসানসোল সিবিআই আদালত। এরসঙ্গেই পাঁচ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও তিনমাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারক অজয়কুমার দাস এই সাজা শুনিয়েছেন। সিবিআই অফিসার এসএন বন্দ্যোপাধ্যায় জানান, সুফলচন্দ্র নস্কর নামে ওই ব্যক্তি ডেপুটি কন্ট্রোলার অফ এক্সপ্লোসিভ বিভাগের এলডিসি কর্মী। তাঁর বিরুদ্ধে একাধিক ব্যক্তিকে অর্থের বিনিময়ে বিস্ফোরক রাখার ভুয়ো লাইসেন্স বানিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। সরকারপক্ষের আইনজীবী অভিযুক্তের বিরুদ্ধে ১৬ জন সাক্ষী হাজির করেন এ দিন। |
দুষ্কৃতী দৌরাত্ম্য বন্ধে বৈঠক
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
পূর্ব রেলের আসানসোল ডিভিশনের বিস্তীর্ণ এলাকায় যাত্রীদের সুরক্ষা আরও জোরদার করতে একটি বিশেষ বৈঠক করলেন আরপিএফ ও জিআরপির অফিসারেরা। বুধবার আসানসোলের এই বৈঠকে হিরাপুর অঞ্চলটি ডিভিশন সংলগ্ন হওয়ায় দক্ষিণ পূর্ব রেলের আরপিএফ এবং জিআরপি আধিকারিকদেরও ডাকা হয়। আরপিএফ সূত্রে জানা গিয়েছে, প্রায় সময়ই চলন্ত ট্রেনে মাদক মেশানো খাবার খাইয়ে রেলযাত্রীদের অচেতন করে লুঠপাটের ঘটনা ঘটছে। দুষ্কৃতীদের দৌরাত্ম্য বন্ধ করার পাশাপাশি অন্যান্য অপরাধ দমন করতে যৌথ অভিযান সংগঠিত করাই এই বৈঠকের মূল উদ্দেশ্য।
|
হিন্দির প্রসার নিয়ে আলোচনা
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
হিন্দি বলয়ের বাইরে হিন্দি প্রসারের সম্ভাবনা নিয়ে একটি আলোচনা চক্র হল আসানসোল গুজরাটী ভবনে। বুধবার অনুষ্ঠানে বক্তব্য রাখেন রানিগঞ্জ টিডিবি কলেজের প্রাক্তন হিন্দি অধ্যাপক রামকুমার মিশ্র, বিবি কলেজের অধ্যাপক বিজয় নারায়ণ, সাহিত্যিক মনমোহন পাঠক, উমালালনাথ দাস। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক তথা প্রখ্যাত সাহিত্যিক ম্যানেজার পাণ্ডের লেখা নিয়ে প্রবন্ধ প্রতিযোগিতায় কৃতীদের পুরস্কৃত করা হয়। |