দ্বিতীয় ডিভিশন ক্রিকেটে সেঞ্চুরি করলেন জাতীয় সঙ্ঘের রাকেশ কুণ্ডু। মূলত তাঁর ১১৪ বলে অপরাজিত ১০৭ ও তাঁর দলের পাগলু পালের ২৬ রানে ৬ উইকেট দখলই জাতীয় সঙ্ঘকে তিওয়ারিবাগান সাথী সঙ্ঘের বিরুদ্ধে ২১০ রানে জয় এনে দেয়। প্রথমে জাতীয় সঙ্ঘ ৩৫ ওভারে ২৯১-৭ করে। রাকেশ ছাড়াও রান পান মোল্লা সাবির ইকবাল (৫১)। তিওয়ারীবাগান ২১ ওভারে করে মাত্র ৮১। পাগলু ছাড়া সদন সরকার (৯-২) ভাল বল করেন। |
ফাইনালে বেলডাঙা
নিজস্ব সংবাদদাতা • হিরাপুর |
কুইলাপুর ইয়ুথ ক্লাব আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতায় বুধবার দ্বিতীয় সেমিফাইনালে জয়ী হল বেলডাঙা আদিবাসী ক্লাব। কুইলাপুর জলট্যাঙ্কি মাঠে তারা ভালাডি সবুজ সঙ্ঘকে ৩ উইকেটে হারায়। প্রথমে ব্যাট করে ভালাডি ৯৯ রান করে। জবাবে ৭ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় বেলডাঙা। আয়োজকদের পক্ষে সত্য বাউড়ি জানান, এ দিনের বিজয়ী দল ৩ মার্চ মধুডাঙা পিটির সঙ্গে খেলবে। |
চ্যাম্পিয়ন দেবজ্যোতি
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
কেন্দা স্পোটর্স অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল পঞ্জাবি মোড় দেবজ্যোতি সঙ্ঘ। কেন্দা ফুটবল মাঠে তারা দক্ষিণখণ্ড ইউসিকে ৭৮ রানে হারায়। প্রথমে ব্যাট করে পঞ্জাবি মোড় ৮ উইকেটে ১৫৮ রান করে। জবাবে ৮০ রানেই শেষ হয়ে যায় দক্ষিণখণ্ড। পুরস্কার দেন অলিম্পিয়ান ভগীরথ সামুই ও প্রাক্তন রঞ্জি ক্রিকেটার রাকেশ কিষাণ।
|
জয়ী অশোক সঙ্ঘ
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
আসানসোল মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত সিনিয়র ডিভিশন ক্রিকেট প্রতিযোগিতার মঙ্গলবারের খেলায় বিজয়ী হল রানিগঞ্জ অশোক সঙ্ঘ। আসানসোল স্টেডিয়ামে তারা আপকার গার্ডেন বয়েজ ক্লাবকে ৫০ রানে হারায়। প্রথমে ব্যাট করে রানিগঞ্জ ৬ উইকেট হারিয়ে ১৪৬ রান করে। জবাবে ৯৬ রানের বেশি তুলতে পারেনি আপকার গার্ডেন।
|
জিতল মাইথন
নিজস্ব সংবাদদাতা • সালানপুর |
সালানপুর স্কুল মাঠে আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতায় জয়ী হল মাইথন ক্রিকেট ক্লাব। বুধবার চিত্তরঞ্জন জেএমডিকে ২ উইকেটে হারায় তারা। প্রথমে ব্যাট করে চিত্তরঞ্জন ১৩০ রান করে। জবাবে ৮ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় মাইথন।
|
ফাইনালে বেলডাঙা
নিজস্ব সংবাদদাতা • হিরাপুর |
কুইলাপুর ইয়ুথ ক্লাব আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতায় বুধবারের দ্বিতীয় সেমিফাইনালে বিজয়ী হল বেলডাঙা আদিবাসী ক্লাব। কুইলাপুর জলট্যাঙ্কি মাঠে তারা ভালাডি সবুজ সঙ্ঘকে ৩ উইকেটে হারায়। প্রথমে ব্যাট করে ভালাডি ৯৯ রান করে। জবাবে ৭ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় বেলডাঙা।
|
জয়ী ফ্রেন্ডস
নিজস্ব সংবাদদাতা • বারাবনি |
এইচসিএল বিবেকানন্দ ক্লাব ও এইচসিএল বয়েজ ক্লাবের যৌথ উদ্যোগে আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতার বুধবারের খেলায় জয়ী হল ফ্রেন্ডস ক্লাব। এইচসিএল বয়েজকে ৪ রানে হারায় তারা। |