আজকের শিরোনাম
হায়দরাবাদে ধারাবাহিক বিস্ফোরণ, মৃত অন্তত ১৫
ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে উঠল হায়দরাবাদ। ঘটনা কিছু ক্ষণ আগের, হায়দরাবাদের দিলসুখনগরের জনবহুল বাসস্ট্যান্ডের কাছে। ভয়াবহ এই বিস্ফোরণে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১৫ জনের। আহত কমপক্ষে ৫০। যদিও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে ৯ জনের মৃত্যু ও ৩২ জনের আহত হওয়ার কথা স্বীকার করা হয়েছে। আশঙ্কা, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। এ মুহূর্তে ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশবাহিনী। এছাড়া বিস্ফোরণস্থলে এনএসজি, ফরেন্সিক দল।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বিশেষ জরুরী বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রসচিব। মন্ত্রকের তরফে দেশের সমস্ত বড় শহরগুলিতে নিরাপত্তা নিয়ে সতর্কবার্তা জারি করা হয়েছে। স্থানীয় সূত্র অনুযায়ী, পরপর পাঁচটি বিস্ফোরণ হয়েছে। যদিও স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে মাত্র দু’টি বিস্ফোরণের কথা স্বীকার করা হয়েছে। প্রাথমিক ভাবে মন্ত্রকের ধারণা, আফজল গুরুর ফাঁসির বদলা নিতেই এই বিস্ফোরণ। এই ঘটনায় ইন্ডিয়ান মুজাহিদিনের হাত থাকতে পারে বলে সন্দেহ মন্ত্রকের। পরিকল্পিত ভাবেই এই বিস্ফোরণ ঘটনা হয়েছে, জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

প্রভাবহীন ধর্মঘটের দ্বিতীয় দিন
কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলির দেশজুড়ে ডাকা সাধারণ ধর্মঘটের আজ দ্বিতীয় দিন। আজ ধর্মঘটে জনজীবনে তেমন কোনও প্রভাব পড়েনি। আর পাঁচটা সাধারণ দিনের মতই আজ রাস্তায় বেরোয় অনেক সাধারণ মানুষ। ভাষা দিবস উপলক্ষে ছাড় দেওয়া হয় পরিবহণ ও শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে। ফলে ‘নির্বিঘ্নে’ চলছে বাস-ট্রামও। ট্যাক্সি পরিষেবাও স্বাভাবিক। সচল ট্রেন ও বিমান পরিষেবাও। তবে ব্যারাকপুর শিল্পাঞ্চলের বেশিরভাগ কারখানা বন্ধ থাকলেও তারাতলা শিল্পাঞ্চলে পরিস্থিতি সচল, প্রভাব পড়েনি আসানসোল শিল্পাঞ্চলেও। মোটের উপর শিল্পাঞ্চলগুলির পরিস্থিতি স্বাভাবিক।

শুরু বাজেট অধিবেশন
লোকসভায় আজ শুরু হল বাজেট অধিবেশন। আজ সকাল এগারোটায় সংসদে বক্তব্য রাখলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনে তিনি সব দলের কাছে এই অধিবেশন ফলপ্রসু করার আহ্বান জানান। তিনি আরও জানান সারা পৃথিবী জুড়ে চলা আর্থিক মন্দার প্রভাব পড়েছে ভারতেও। মুদ্রাস্ফীতিকে চিন্তার বিষয় বলে তিনি বলেন যদিও দেশের আর্থিক বৃদ্ধির হার শ্লথ হয়েছে, কিন্তু আর্থিক ঘাটতি মেটাতে বদ্ধপরিকর কেন্দ্র। তিনি আরও বলেন—

• পরিকাঠামো উন্নয়নে লগ্নিতে জোর দিয়েছে কেন্দ্র।
• কর ব্যবস্থা নিয়ে ঐক্যমত্যে পৌঁছতে প্রতিটি রাজ্যের সঙ্গে কথা বলবে কেন্দ্র।
• আধার কার্ডের মাধ্যমে আর্থিক সুবিধা মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। সরাসরি নগদে ভর্তুকি পৌঁছে দেওয়া হলে দুর্নীতিও কমবে বলে তিনি আশাবাদী।
• শিল্পে ১০ কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
• খাদ্য সুরক্ষা বিল আনতে চলেছে কেন্দ্র।
• কৃষিক্ষেত্রে ব্যাপক উন্নতি হয়েছে।
• জমি অধিগ্রহণ ও পুনর্বাসন বিলে উল্লেখযোগ্য বদল এনেছে সরকার।
• নারী ও শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র, নারী ও শিশুদের যৌন হেনস্থা রোধে বিল আনতে চলেছে।
• মাওবাদী সমস্যা কমেছে। মাওবাদী এলাকায় প্রশাসনিক উন্নতিতে জোর দেওয়া হবে। মাও অধ্যুষিত এলাকায় ৪০০টি নতুন থানা তৈরি হবে।
• ছোট শহরেও রাজীব আবাস যোজনার সুবিধা পৌঁছে দেওয়া হয়েছে।
• মিড-ডে মিলের আওতায় আনা হয়েছে প্রায় ১১ কোটি ছাত্র-ছাত্রীকে।
• স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে একাধিক প্রকল্প।
• গত দু’বছরে কেউ পোলিও আক্রান্ত হয়নি।
• গ্রামীন স্বাস্থ্য ও জল প্রকল্পে উদ্যোগী হয়েছে কেন্দ্র।
• সংখ্যালঘু উন্নয়নে বিশেষ জোর।
• রেলের উন্নয়নে পিপিপি মডেলের উপর জোর।
• দার্জিলিঙের উন্নয়নে বিশেষ জোর, জিটিএ-র জন্য বছরে ২০০ কোটি টাকা বরাদ্দ। তিন বছর এই টাকা দেওয়া হবে।
• ২৬০০ কিমি নতুন রাস্তার তৈরির পরিকল্পনা।
• চারটি নতুন বিমানবন্দর করার অনুমতি দিয়েছে কেন্দ্র।
• সাগরে নতুন সমুদ্র বন্দর তৈরির পরিকল্পনা।
• এক লক্ষ গ্রামে বিদ্যুত্ পৌঁছে দেওয়া হবে।
• দু’কোটি বিপিএল তালিকাভুক্তদের ঘরে বিদ্যুত্ সংযোগ দেওয়া হয়েছে।
• ২০১৪ সালের মধ্যে আড়াই লক্ষ গ্রাম পঞ্চায়েতকে ব্রডব্যান্ডের সুবিধা পৌঁছে দেওয়া হবে।
• ১ লক্ষ ৩০হাজার পোস্ট অফিসে কম্পিউটারের ব্যবস্থা করবে সরকার।
• কেবল ডিজিটালাইজেশনের প্রথম পর্বের কাজ শেষ।
• ভারতীয় সিনেমার শতবর্ষ উপলক্ষ্যে মুম্বইতে ফিল্ম মিউজিয়াম করা হবে।
• সেনাবাহিনীর আধুনিকীকরণে উদ্যোগী কেন্দ্র।
• প্রশাসনে আরও স্বচ্ছতা আনা হবে।
• ভারত-মার্কিন সমঝোতা বাড়তে উদ্যোগী কেন্দ্র।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.