টুকরো খবর
খুন পারিবারিক বিবাদেই
পারিবারিক বিবাদেই খোলটার তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা বিজন সরকার খুন হয়েছেন বলে সন্দেহ করছে পুলিশ। বিজনবাবু সংগঠনের খোলটা বুথ সভাপতির দায়িত্বে ছিলেন রবিবার বাড়ির কাছে একটি স্কুলের ঘরে তাঁর দেহ উদ্ধার হয়। পুলিশ জানতে পেরেছে, ঘটনার একদিন আগেই বিজনবাবুর এক আত্মীয়ের সঙ্গে গোলমালের ঘটনা ঘটে। ওই আত্মীয়াকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। জেলা পুলিশ সুপার অনুপ জয়সওয়াল বলেন, “নিহতের এক বোনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। খুনের ঘটনায় রাজনৈতিক কোনও ব্যাপার নেই। পারিবারিক বিবাদ থাকতে পারে।” পুলিশ সূত্রের খবর, বিবাহবিচ্ছিন্না ওই আত্মীয়া কয়েক বছর ধরেই বাপের বাড়িতে থাকেন। নবম শ্রেণির পড়ুয়া ছেলেকে নিয়ে আলাদা খাওয়া দাওয়া করতেন। সম্প্রতি তিনি এক মহিলাকে বাড়িতে নিয়ে এসেছিলেন। ওই মহিলার স্বামী বলে দাবি করে এক ব্যক্তি বিজনবাবুর বাড়িতে এসে গোলমাল শুরু করেন। এই নিয়ে বিজনবাবুর সঙ্গে তার গোলমাল হয় হয়। নিহতের দিদি মামণি অধিকারী বলেন, “বাড়িতে এক মহিলা আশ্রয় দেওয়া নিয়ে ভাইয়ের সঙ্গে গোলমাল হয়েছিল। খুনের পিছনে এর যোগসূত্র থাকতে পারে।” তৃণমূলের কোচবিহার ২ ব্লক সভাপতি পরিমল বর্মন বলেন, “একটি কাজ নিয়ে সিপিএমের লোকজনের সঙ্গে ওঁর গোলমাল হয়েছিল। এর জেরে খুন হতে পারে।” সিপিএমের জেলা সম্পাদকমন্ডলীর সদস্য অনন্ত রায় বলেন, “এতে অযথা রাজনৈতিক রঙ দেওয়ার চেষ্টা হচ্ছে।”

কন্যাসন্তান উদ্ধার
এক সদ্যোজাত কন্যাসন্তানকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলেন বাসিন্দারা। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের ইন্দিরা কলোনি এলাকায়। বাসিন্দারা ওই সদ্যোজাতটিকে একটি বাড়ির সামনে থেকে তুলে জেলা হাসপাতালে ভর্তি করান। হাসপাতাল সুপার অরবিন্দ তান্ত্রি জানান, শিশুটির শারীরিক অবস্থা ভাল নয়। চিকিৎসা চলছে। জেলা শিশুকল্যাণ কমিটির চেয়ারপার্সন সুনীলকুমার ভৌমিক জানিয়েছেন, বিষয়টি জেলা পুলিশ ও প্রশাসনকে জানানো হয়েছে।

জল সরবরাহ ব্যাহত
বকেয়া দাবিতে ঠিকাদার নিযুক্ত পাম্প অপারেটরদের আন্দোলনে কোচবিহার ও জলপাইগুড়ির বিস্তীর্ণ এলাকায় জল সরবরাহ বিপর্যস্ত হয়ে পড়ল। সোমবার বকেয়া মেটানোর দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয়। এতে কোচবিহার সদরের গ্রামাঞ্চলের বিস্তীর্ণ এলাকার পাশাপাশি মাথাভাঙা পুর এলাকায় পানীয় জল সরবরাহ বিপর্যস্ত হয়ে পড়ে। জলপাইগুড়ির কুমারগ্রাম থেকে মালবাজারের বিস্তীর্ণ এলাকায় পরিষেবা ব্যাহত হয়। আন্দোলনকারীরা জানান, ৩২৫ টি পাম্পের ৬০০ কর্মী গড়ে পাঁচ মাস থেকে বেতন পাচ্ছেন না। বাধ্য হয়েই পরিষেবা বন্ধ করে আন্দোলনের ডাক দেওয়া হয়। ধর্মঘট জারি থাকবে।

হয়রানির নালিশ
জমির দলিল এবং জমি বদলের নথি পেতে হয়রানির অভিযোগ তুলে সরব কংগ্রেস। সোমবার দক্ষিণ দিনাজপুরে তপন ব্লক ভূমি রাজস্ব দফতরে ব্লক কংগ্রেসের তরফে ওই ইস্যুতে তুমুল বিক্ষোভ দেখানো হয়। ব্লক কংগ্রেস সভাপতি রতন সরকার অভিযোগ করেন, “জমির চরিত্র বদলের নথি ও ভাগচাষ সংক্রান্ত পরচা ও নথি পেতে আবেদন করা হলেও বাসিন্দারা তা পাচ্ছেন না। অনলাইন পরিষেবা দীর্ঘ দিন ধরে বন্ধ।” ভূমি সংস্কার সংক্রান্ত আইনও অনেক ক্ষেত্রে মানা হচ্ছে না বলে বাসিন্দারা নালিশ করেন। তপন ব্লক ভূমি রাজস্ব দফতরে ধারাবাহিক ভাবে কর্মী অনুপস্থিতিতে পরিষেবা পেতে মানুষ হয়রানির শিকার হচ্ছেন অভিযোগ তুলে কংগ্রেস গ্রামবাসীদের নিয়ে বিক্ষোভ দেখায়। বিএলএলআরও না থাকায় অফিসের দরজা বন্ধ করে দেন বিক্ষোভকারীরা। এর খবর পেয়ে থানার ওসি সহ বিরাট পুলিশ বাহিনী নিয়ে হাজির হন বিডিও জর্জ লেপচা।

নাবালিকা উদ্ধার
দিল্লিতে পাচার হওয়ার আগে বারাণসী থেকে মালদহের চার নাবালিকাকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার পুলিশ চার জনকে মালদহে এনে পরিবারের হাতে তুলে দেয়।

দফতরে বিক্ষোভ
আদিবাসীদের অনেকের জমির পাট্টা বেআইনি ভাবে অন্যদের বিলির অভিযোগে সোমবার ব্লক ভূমি ও ভূমি সংস্কার দফতরে ঘেরাও করে বিক্ষোভ দেখাল ঝাড়খন্ড দিশম পার্টি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.