তাঁর বিরুদ্ধে রাজ্য মেডিক্যাল কাউন্সিলের চেয়ারম্যানকে প্রকাশ্যে অপমান করার অভিযোগ উঠেছিল। এসএসকেএম হাসপাতালের নিওনেটোলজি বিভাগ থেকে তাঁকে কামারহাটির সাগর দত্ত মেডিক্যাল কলেজে বদলির বিরুদ্ধে সরব হন সরকারি চিকিৎসকদের একাংশ। এ-হেন ‘বিতর্কিত’ শিশুরোগ বিশেষজ্ঞ অরুণ সিংহকে জাতীয় শিশু স্বাস্থ্য কার্যক্রমে বিশেষজ্ঞ উপদেষ্টা হিসেবে কাজ করার জন্য আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। রাজ্যের স্বাস্থ্যসচিব সতীশ তিওয়ারি ও স্বাস্থ্য (শিক্ষা) অধিকর্তা সুশান্ত বন্দ্যোপাধ্যায়ের কাছে এই মর্মে চিঠিও পাঠিয়ে দিয়েছে তারা।
চিঠির বিষয়টি স্বীকার করেছেন সুশান্তবাবু। তিনি জানান, কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব পি কে প্রধানের দফতর থেকে একটি চিঠি এসেছে। তাতে ওরা জানিয়েছে, ‘রাষ্ট্রীয় বাল সুরক্ষা কার্যক্রম (আরবিএস)-এ উপদেষ্টা হিসেবে তারা অরুণবাবুকে চাইছে। সুশান্তবাবু বলেন, “রাজ্যের স্বাস্থ্য দফতর থেকে অরুণবাবুকে ছাড়া হবে কি না, সেই বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া যায়নি। কারণ, ওঁর বিরুদ্ধে একাধিক অভিযোগের তদন্ত চলছে।”
রাষ্ট্রীয় বাল সুরক্ষা কার্যক্রমে দেশ জুড়ে ১৮ বছর বয়স পর্যন্ত ছেলেমেয়েদের বিভিন্ন রোগ, শারীরিক ঘাটতি, জন্মকালীন শারীরিক ত্রুটি, শারীরিক বিকাশের সমস্যা যাচাইয়ের কাজ শুরু করতে চলেছে কেন্দ্র। এই কার্যক্রমের ‘অপারেশনাল গাইডলাইন’ বা নির্দেশিকা তৈরি করে দিয়েছেন অরুণবাবুই। ৬ ফেব্রুয়ারি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী গুলাম নবি আজাদ সরকারি ভাবে তা প্রকাশও করেছেন। অর্থাৎ কেন্দ্রের অনুরোধে ইতিমধ্যেই তাদের সাহায্য করছেন অরুণবাবু।
রাজ্যে তাঁকে নিয়ে টানাপোড়েন এবং তার মধ্যেই দিল্লি যে তাঁকে চাইছে, সেই বিষয়ে অরুণবাবু মন্তব্য করতে চাননি। স্বাস্থ্য দফতর সূত্রের খবর, ঘনিষ্ঠ মহলে অরুণবাবু জানিয়েছেন, সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিওনেটোলজি বিভাগ খোলা হয়নি। ফলে তিনি কার্যত বসেই মাইনে পাচ্ছেন। এই পরিস্থিতিতে দিল্লিতে কাজের সুযোগ পেলে ক্ষতি নেই। এখন তাঁকে সেই কাজ করতে দেওয়া হবে কি না, সেটা কেন্দ্র ও রাজ্য মিলে ঠিক করুক। |