টুকরো খবর
মেডিক্যালে সমস্যা, সরব ডিওয়াইএফ
হাসপাতালে রক্ত সরবরাহ সুনিশ্চিত করা-সহ বেশ কয়েক দফা দাবিতে সোমবার মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে বিক্ষোভ দেখায় ডিওয়াইএফ। পরে হাসপাতাল সুপারের দফতরে স্মারকলিপি জমা দেওয়া হয়। দাবি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। ডিওয়াইএফের বক্তব্য, মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে নূন্যতম পরিষেবা পাচ্ছেন না রোগীরা। তাঁদের সমস্যায় পড়তে হচ্ছে। হাসপাতালে রক্ত সরবরাহ সুনিশ্চিত নয়। মাঝেমধ্যেই ব্লাড ব্যাঙ্কে রক্ত থাকে না। অথচ, রক্তদান শিবির করতে গেলে ব্লাড ব্যাঙ্কের কর্মীদের পাওয়া যায় না। অপারেশনের জন্য দীর্ঘদিন অপেক্ষা করতে হয়। সিনিয়র ডাক্তাররা সাধারনত রোগী দেখেন না। দেখলেও রোগীর বাড়ির লোকেদের সঙ্গে কথা বলেন না। সাপে কাটা রোগীর ওষুধ পাওয়া যায় না। ডিওয়াইএফের জেলা সম্পাদক দিলীপ সাউ বলেন, “নামেই মেডিক্যাল কলেজ হাসপাতাল। এমন হাসপাতাল থেকে যা যা পরিষেবা মেলার কথা, তার কিছুই মেলে না। ফলে, রোগীদের সমস্যায় পড়তে হয়।” তাঁর কথায়, “জেলার বিভিন্ন প্রান্তের মানুষ ভালো পরিষেবা পাওয়ার আশায় মেডিক্যাল কলেজ হাসপাতালে আসেন। মেদিনীপুরে এসে তাঁদের নিরাশ হতে হয়।” ডিওয়াইএফের অভিযোগ, হাসপাতালে রক্ত পরীক্ষার উপকরন থাকলেও রোগীর কোনও পরীক্ষা হচ্ছে না। বাইরে থেকে রক্ত পরীক্ষা করতে বাধ্য করা হচ্ছে। জননী সুরক্ষার টাকা কবে আসে, কেউ জানে না। ফলে মায়েরা এই টাকা থেকে বঞ্চিত হন। রোগী সহায়তা গাড়িও সব সময় পাওয়া যায় না। দাবি খতিয়ে দেখে পদক্ষেপ করা না হলে ফের আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে ডিওয়াইএফ।

খিচুড়ি খেয়ে অসুস্থ ৩০
সরস্বতী পুজো উপলক্ষে স্কুলে খিচুড়ি ভোগ রান্না করা হয়েছিল। আর তা খেয়ে অসুস্থ হয়ে পড়ল ৩০ জন। রবিবার ঘটনাটি ঘটেছে চন্দ্রকোনা পুরসভার দুই নম্বর ওয়ার্ডের নয়াগঞ্জ এলাকার একটি আইসিডিএস স্কুলে। তবে এর মধ্যে ২৫ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৫ জন। হাসপাতালের সুপার গোপাল দে বলেন, “খাদ্যে বিষক্রিয়ার কারণেই ঘটনাটি ঘটেছে।” স্কুল ও স্থানীয় সূত্রে খবর, রবিবার দুপুরে স্কুলে সরস্বতী পুজো উপলক্ষে খিচুড়ি রান্না করা হয়েছিল। স্কুলের পড়ুয়ারা ছাড়াও তা খেয়েছিলেন এলাকার কয়েকজন। সন্ধ্যার পর হঠাৎ পেটে যন্ত্রণা ও বমি শুরু হওয়ায় কয়েকজন পড়ুয়াকে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। স্কুলের প্রধান শিক্ষিকা করুণা সাহা বলেন, “স্কুলের মিড-ডে মিলের চাল দিয়েই রান্না করা হয়েছিল। কেন এরকম হল তা বলতে পারব না।” ওয়ার্ডের কাউন্সিলার গোবিন্দ দাস বলেন, “বিষয়টি তদন্ত করে দেখা হবে।

ভাবী নার্সদের শপথ
নার্সিং কলেজে ‘ল্যাম্প লাইটিং’
আলোক প্রজ্জ্বলন (ল্যাম্প লাইটিং) এবং শপথবাক্য পাঠ অনুষ্ঠান হল মেদিনীপুর নার্সিং কলেজে। সোমবার মেদিনীপুর মেডিক্যাল কলেজের সভাঘরে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী তথা কলেজ পরিচালন সমিতির সভাপতি সৌমেন মহাপাত্র, মেডিক্যাল কলেজের অধ্যক্ষ শুদ্ধদন বটব্যাল, হাসপাতাল সুপার যুগল কর, নার্সিং কলেজের অধ্যক্ষা অপর্ণা সাহা প্রমুখ। সব মিলিয়ে ৪৪ জন ছাত্রী শপথ বাক্য পাঠ করেন।

স্বাস্থ্য শিবির
বিনা খরচে স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজিত হল অন্ডাল থানা ও সঙ্ঘশ্রী ক্লাবের উদ্যোগে। ছ’জন চিকিৎসক ২৭৩ জনের স্বাস্থ্য পরীক্ষা করেন। ইসিজি, ইএসজি ও সুগার টেস্টও করা হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.