নিম্নচাপ অক্ষরেখা দুর্বল হতেই উধাও বৃষ্টি, ফিরল ঝকঝকে আকাশ। স্যাঁতস্যাঁতে ভাব সরিয়ে ফিরল কিছুটা শীতের আমেজও। আবহবিদেরা জানিয়েছেন, আগামী কয়েক দিন মহানগর-সহ গোটা রাজ্যের পারদ থাকবে নীচের দিকে। চলতি সপ্তাহেই কলকাতা ও সংলগ্ন এলাকার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে দু’-তিন ডিগ্রি নীচে নামতে পারে, মনে করছেন তাঁরা।
আবহবিদেরা বলছেন, সপ্তাহ খানেক আগেই অবশ্য উত্তুরে হাওয়ার প্রভাব দুর্বল হয়ে পড়েছিল রাজ্যে। জোর পেয়েছিল দখিনা বাতাস। হাওয়া অফিস সূত্রের খবর, উত্তর ভারত থেকে বয়ে আসা পশ্চিমী ঝঞ্ঝার পরোক্ষ প্রভাবে সেই পরিস্থিতিতে বদল ঘটে। তৈরি হয় একটি নিম্নচাপ অক্ষরেখা, যা বিস্তৃত ছিল বিহার, ঝাড়খণ্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে। এর ফলেই গত দিন দুয়েক রাজ্যের আকাশ মেঘলা ছিল। হয়েছে বৃষ্টিও। তবে সেই অক্ষরেখা রবিবার রাত থেকেই দুর্বল হয়ে পড়েছে।
উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে আবহবিদেরা জানিয়েছেন, সোমবার পশ্চিমবঙ্গ-সহ পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের আকাশে কোনও মেঘের দেখা মেলেনি। বরং সকাল থেকেই রোদের তেজ মালুম হয়েছে। হাওয়া অফিসের একটি সূত্র জানিয়েছেন, রবিবার মেঘলা থাকার ফলে পূর্ব ভারতে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৪-৯ ডিগ্রি নীচে নেমে গিয়েছিল। তবে এ দিন রোদ ওঠার ফলে রাজ্যের সর্বত্র দিনের তাপমাত্রা কিছুটা বাড়লেও তা স্বাভাবিকের তুলনায় কমই ছিল। হাওয়া অফিস জানিয়েছে, এ দিন মহানগরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গোকুলচন্দ্র দেবনাথ জানান, আগামী কয়েক দিন সর্বনিম্ন তাপমাত্রা একটু কম থাকবে। |