কুড়মি জাতিকে পুনরায় তফসিলি উপজাতি তালিকাভুক্ত করার দাবিতে পুরুলিয়ার কোটশিলায় তিন দিনের সম্মেলন হয়ে গেল। সম্মেলনের আয়োজক ছিল ‘পূর্বাঞ্চল আদিবাসী কুড়মি সমাজ’। আয়োজকদের দাবি, ১৬-১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সম্মেলনে কুড়মি জাতির ৮১টি গোষ্ঠীর প্রতিনিধিরা যোগ দিয়েছিলেন। পূর্বাঞ্চল আদিবাসী কুড়মি সমাজের কেন্দ্রীয় কমিটির সম্পাদক শতদল মাহাতো জানিয়েছেন, কুড়মি জাতিকে পুনরায় তফসিলি উপজাতি তালিকাভুক্ত করা, কুড়মালি ভাষাকে অষ্টম তফসিলিকরণ, কুড়মালি ভাষায় সর্বস্তরে পঠনপাঠন প্রভৃতি ছিল তাঁদের সম্মেলনের আলোচ্য বিষয়। সিদ্ধান্ত হয়েছে, এই দাবিতে তাঁরা রাজ্যপালের কাছে স্মারকলিপি দেবেন। স্মারকলিপি প্রদানের তারিখ চাইতে শীঘ্রই একটি প্রতিনিধি দল রাজ্যপালের কাছে যাবে। আয়োজকদের পক্ষে অজিত মাহাতো বলেন, “আমাদের মধ্যে এখনও কিছু কুসংস্কার রয়ে গিয়েছে। তা দূর করতে আমরা ব্লকে ব্লকে একটি করে বাহিনী গঠনের সিদ্ধান্ত নিয়েছি।” সংগঠনের পক্ষ থেকে অজিতবাবুই এই বাহিনী গঠনের দায়িত্বে।
|
যুবককে খুন সাঁওতালডিহিতে
নিজস্ব সংবাদদাতা • সাঁওতালডিহি |
মাঠে মিলল এক যুবকের ক্ষতবিক্ষত দেহ। পুলিশ জানিয়েছে, মৃতের নাম কৈলাস মাহাতো (৩১)। আদতে রঘুনাথপুরের জোরাডি এলাকার বাসিন্দা হলেও তিনি দীর্ঘ দিন ধরে সাঁওতালডিহি বস্তি এলাকায় থাকতেন। সোমবার সকালে নবগ্রামের কাছে একটি পুকুরের অদূরে মাঠ থেকে কৈলাসের দেহ উদ্ধার করে পুলিশ। পুলিশের সন্দেহ, খুন করা হয়েছে ওই যুবককে। মৃতদেহের পাশে পড়ে থাকা মদের বোতল ও একাধিক গ্লাস দেখে পুলিশের অনুমান, মদের আসরেই খুন করা হয়েছে পেশায় দিনমজুর কৈলাসকে। কারও নাম উল্লেখ না করলেও নিহতের ভাই রাজীব মাহাতো সাঁওতালডিহি থানায় পরিকল্পিত ভাবে খুনের অভিযোগ দায়ের করেছেন। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, ভাঙা মদের বোতল দিয়ে গলার নলি কেটে খুন করা হয় কৈলাসকে। রঘুনাথপুরের এসডিপিও কুন্তল বন্দ্যোপাধ্যায় বলেন, “রবিবার রাতে সরস্বতী পুজোর বিসর্জনে গিয়েছিল কৈলাস। রাতে বাড়ি ফেরেনি। প্রাথমিক তদন্তে বোঝা যাচ্ছে, রাতে পরিচিতদের সঙ্গে মদ্যপান করেছিল সে। সম্ভবত তখনই তাকে খুন করা হয়েছে।”
|
দুর্ঘটনায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • খাতড়া |
গাড়ির ধাক্কায় মৃত্যু হল মোটরবাইক আরোহী এক যুবকের। সোমবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে খাতড়া থানার ধারগ্রামের কাছে, খাতড়া-সিমলাপাল রাস্তায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম শান্তিনাথ পন্ডা (২৪)। সিমলাপাল থানার দোলদেড়িয়া গ্রামের বাসিন্দা ওই যুবক এ দিন বাড়ি থেকে মোটরবাইকে খাতড়া আসছিলেন। ধারগ্রামের কাছে একটি গাড়ি তাঁকে ধাক্কা মেরে পালিয়ে যায়।
|
শাস্তির দাবি
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
প্রেমের প্রস্তাব দেওয়ার পর প্রত্যাখ্যাত হয়ে পুরুলিয়া শহরের যে যুবক এক স্কুলছাত্রীকে ধারালো অস্ত্রে জখম করেছে, তার শাস্তির দাবিতে সোমবার জেলা পুলিশের কাছে স্মারকলিপি দিল মানবাধিকার সংগঠন সিপিডিআর। |