গয়া থেকে ফেরার সময়ে দুর্ঘটনার মৃত্যু হল পুরুলিয়া জেলার ৮ বাসিন্দার। ৩০ জনের মতো আহত হয়েছেন। সোমবার ভোরে দুর্ঘটনাটি ঘটে গয়া-নওয়াদা রাজ্য সড়কে, গয়া মফস্সল থানা এলাকার হুলকিপুলের কাছে। মৃতেরা হলেন— রমাকান্ত কুমার (৫৫), অনাথ কুমার (৬০), লক্ষ্মীমণি কুমার (৫৫), কাজলা কুমার (৬৭), বীরেন্দ্রনাথ কুমার (৬৭), অমূল্য কুমার (৬০), যমুনা কুমার (৫৫), কাজল মাহাতো (৪০)। সকলেরই বাড়ি কোটশিলা থানা এলাকায়। পুরুলিয়া জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৭ ফেব্রুয়ারি উত্তর ভারতে গিয়েছিলেন জেলার বাসিন্দারা। বাসে পুরুলিয়ার কোটশিলা থানা এলাকার চ্যেকা, চাতরানি, বেলাডি, কোটশিলা, ডুড়গু প্রভৃতি গ্রামের যাত্রী ছিলেন। এ দিন ফেরার পথে উল্টো দিক থেকে আসা একটি গাড়ির সামনের আলো চালকের চোখে পড়ায় পুণ্যার্থীদের বাস নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর নীচে পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় চার জনের।
খবর পেয়ে পুরুলিয়া জেলা প্রশাসনের একটি দল মহকুমাশাসকের নেতৃত্বে ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছেন। পুরুলিয়ার পুলিশ সুপার সি সুধাকর বলেন, “ওই দুর্ঘটনায় আট জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত প্রায় ২৪ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।” ওই বাসে ছিলেন গুরুপদ কুমার নামে এক বাসিন্দা। তিনি ও তাঁর স্ত্রী আহত হয়ে মগধ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি। গুরুপদবাবু বলেন, “আমরা ঘুমোচ্ছিলাম। আচমকা প্রচন্ড জোরে শব্দ। কিছু বুঝে ওঠার আগেই দেখি নীচের দিকে পড়ে যাচ্ছি। তখনও ভাবিনি বেঁচে থাকব।” |