স্কুল থেকে ডিগ্রি, সার্টিফিকেট পাওয়াটা বড় কথা নয়, এর পাশাপাশি মানবিক শিক্ষার প্রয়োজন রয়েছে। তাই শিক্ষার গুণগত মান বৃদ্ধির জন্য পড়ুয়াদের আরও বেশি মনোযোগী হওয়ার পরামর্শ দিলেন রাজ্যপাল এম কে নারায়ণন। সোমবার বাঁকুড়ার সোনামুখী বিন্দুবাসিনী জুবিলী হাইস্কুলের ১২৫তম বর্ষপূর্তি অনুষ্ঠানের উদ্বোধন করে রাজ্যপাল বলেন, “শিক্ষা প্রতিষ্ঠান থেকে ডিগ্রি, সার্টিফিকেট পাওয়া যায়। তবে এই পাওয়াটাই বড় কথা নয়। ডিগ্রি, সার্টিফিকেটের পাশাপাশি মানবিক শিক্ষার অত্যন্ত প্রয়োজন। পড়ুয়াদের শিক্ষার গুণগত মান বাড়ানোর জন্য পড়ুয়াদের আরও বেশি মনোযোগী হতে হবে।” |
এ দিন সকাল সওয়া ১০টা নাগাদ সোনামুখীতে আসেন রাজ্যপাল এম কে নারায়ণন। সোনামুখী বিন্দুবাসিনী জুবিলী হাইস্কুলের ১২৫তম বর্ষপূর্তি অনুষ্ঠানে আসতে পেরে তিনি যে খুশি তা জানিয়ে রাজ্যপাল বলেন, “এই স্কুলের দীর্ঘ ইতিহাস রয়েছে। এই স্কুল ছোট থেকে বড় হয়েছে। আমি এখানে আসতে পেরে আনন্দিত।” ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে রাজ্যপাল বলেন, “প্রতিভা, নিষ্ঠা আর একাগ্রতা থাকলে যে কোনও প্রত্যন্ত জায়গা থেকে বড় হওয়া যায়। আমাদের দেশে এর বহু উদাহরণ আছে। এর জন্য কঠোর পরিশ্রমের প্রয়োজন।” এ প্রসঙ্গে দেশের বর্তমান রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের নাম করেন রাজ্যপাল।
এ দিন স্কুলের স্মরণিকা ও বিজ্ঞান ভবনের উদ্বোধন করেন রাজ্যপাল। স্কুলের অনুষ্ঠানের পরে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে তিনি একটি ভবনের উদ্বোধন করেন। হাইস্কুলের অনুষ্ঠানে রাজ্যপাল ছাড়াও উপস্থিত ছিলেন বর্ধমান ডিভিশনের কমিশনার হরিরামালু, বাঁকুড়ার জেলাশাসক বিজয় ভারতী, পুলিশ সুপার মুকেশ কুমার-সহ বিশিষ্টজন। |