টুকরো খবর
শিল্প ধর্মঘটের সমর্থনে শ্রমিকদের জমায়েত
বন্দরে মিছিল। —নিজস্ব চিত্র।
আগামী বুধ ও বৃহস্পতিবার দেশব্যাপী শিল্প ধর্মঘটের সমর্থনে জমায়েত করলেন বন্দরের শ্রমিকরা। সোমবার হলদিয়া বন্দরের তিনটি স্থায়ী শ্রমিক সংগঠন বন্দরের প্রশাসনিক ভবন ‘জওহর টাওয়ারে’ জমায়েত করে। কয়েকশো শ্রমিককে নিয়ে মিছিলও করেন তাঁরা। দেশব্যাপী শ্রমিকদের মজুরি বৃদ্ধি, পিএফের দাবিতে সরব হন বন্দর শ্রমিকেরা। এছাড়াও বন্দরের অস্থায়ী শ্রমিকদের ন্যূনতম দশ হাজার টাকা বেতন, ইএসআই, কর্মরত শ্রমিকদের পরিবারের সদস্য স্থায়ী চাকরি, ক্যাপিট্যাল ড্রেজিং-সহ একাধিক দাবিতে এ দিন জমায়েতে বক্তব্য রাখেন নেতৃত্ব। ছিলেন সিটু সমর্থিত ক্যালকাটা পোর্ট ও শোর মজদুর ইউনিয়নের সাধারণ সম্পাদক বিমান মিস্ত্রি, এআইটিইউসি সমর্থিত এইচপিডিইএ-র সাধারণ সম্পাদক জীবেশ মণ্ডল, আইএনটিইউসি সমর্থিত এনইউডব্লিউডব্লিউ-র সম্পাদক কিশোর চক্রবর্তী প্রমুখ।

দু’জনেরই জেল হাজত, শর্মিলি এখন স্থিতিশীল
দেড় বছরের মেয়েকে খুনের চেষ্টার অভিযোগে ধৃত লছমি মুণ্ডা ও তাঁর প্রেমিক রফিকুল শেখকে ১৪ দিন জেল হাজতে রাখার নির্দেশ দিল ঝাড়গ্রাম এসিজেএম আদালত। রবিবার দুপুরে সুবর্ণরেখা নদীর চর থেকে উদ্ধার লছমির মেয়ে শর্মিলি এখনও কলকাতায় নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসেকরা জানিয়েছেন, সামান্য হলেও শর্মিলির অবস্থা স্থিতিশীল। তবে, এখনও তার অস্ত্রোপচার হয়নি। স্বাস্থ্য অধিকর্তা বিশ্বরঞ্জন শতপথী জানিয়েছেন, সরকারি ভাবে শর্মিলির চিকিৎসার যাবতীয় খরচ বহন করা হবে। রবিবার পশ্চিম মেদিনীপুরের বেলিয়াবেড়া থানার পেটবিন্ধি এলাকা থেকে লছমি ও রফিকুলকে ধরার পরে সোমবার ঝাড়গ্রাম এসিজেএম আদালতে তোলা হয়। তাদের বিরুদ্ধে শর্মিলিকে গুরুতর জখম করে খুনের চেষ্টার অভিযোগে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ। এ দিন অভিযুক্তদের তরফে কোনও আইনজীবী দাঁড়াননি। এসিজেএম আদালতের বিচারক প্রিয়জিৎ চট্টোপাধ্যায় দু’জনকেই ১৪ দিনের জন্য জেল হাজতে পাঠান। এ দিনই জুডিশিয়্যাল ম্যাজিস্ট্রেট সুপর্ণা রায়ের কাছে লছমির গোপন জবানবন্দি নথিভুক্ত করার জন্য আবেদন জানায় পুলিশ। আজ, মঙ্গলবার গোপনবন্দি গ্রহণের দিন ধার্য হয়েছে।

প্রশিক্ষণ শিবির
চাষ ও গবাদি পশু পালনে আধুনিক পদ্ধতি সম্পর্কে কৃষকদের অবগত করতে মহিষাদল ব্লকের অমৃতবেড়িয়ায় প্রশিক্ষণ শিবিরের আয়োজন করল কৃষি দফতর। সোমবার থেকে শুরু হওয়া ‘ফার্ম স্কুল’ নামের এই প্রশিক্ষণ শিবির চলবে আগামী ছ’মাস। ব্লকের চাষিদের গৃহপালিত পশু পালন, মৎস্য চাষ, উদ্যান ফলন ও বাগিচা চাষ হাতে-কলমে শেখানো হবে। ব্রয়লার খামার তৈরিও শেখানো হবে। শিবিরে উপস্থিত ছিলেন তমলুকের সহ-কৃষি অধিকর্তা মানসরঞ্জন প্রধান, মহিষাদলের কৃষি আধিকারিক মৃণালকান্তি বেরা, ব্লক প্রাণিসম্পদ আধিকারিক দিব্যেন্দু বাটুল, গ্রাম পঞ্চায়েত প্রধান দীপা পণ্ডা প্রমুখ। ২৫ জন চাষি এই প্রশিক্ষণের সুযোগ পাবেন বলে কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে।

বসন্তোৎসব স্কুলে
নয়াগ্রাম বাণী বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে তিন দিনের ‘বসন্তোৎসব’ শেষ হল। বাণী বন্দনা উপলক্ষে প্রতি বছর এই উৎসবের আয়োজন করে স্কুল কর্তৃপক্ষ। গত শুক্র, শনি ও রবিবার সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য ও সঙ্গীত পরিবেশন করে স্কুলের ছাত্র-ছাত্রীরা। এ ছাড়াও মঞ্চস্থ হয় পড়ুয়াদের অভিনীত নাটক। রবিবার সমাপ্তি সন্ধ্যায় ধামসা ও মাদলের তালে আদিবাসী নৃত্যে যোগ দেয় স্কুলের ছাত্র-ছাত্রী ও শিক্ষকেরা।

টি-টোয়েন্টি
‘রাজা বীরেন্দ্রবিজয় মল্লদেব মেমোরিয়াল টি-টোয়েন্টি নক-আউট ক্রিকেট টুর্নামেন্ট’ শুরু হয়েছে ঝাড়গ্রামের রাজবাড়ি মাঠে। উদ্যোক্তা ‘ঝাড়গ্রাম ক্রিকেট আকাডেমি’। চার দিনের এই প্রতিযোগতা চলবে বুধবার পর্যন্ত। এ রাজ্য ও ঝাড়খণ্ড রাজ্যের ৮টি দল যোগ দিয়েছে।

প্রাক্তনীদের অনুষ্ঠান
মেদিনীপুর কলেজের গণিত বিভাগের প্রাক্তনীদের পুনর্মিলন উৎসব অনুষ্ঠিত হল রবিবার। এ বার ছিল চতুর্থ বর্ষ। উদ্বোধন করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুধীন্দ্রনাথ বাগ। উৎসব উপলক্ষে সেমিনার এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.