|
|
|
|
বুথ পর্যালোচনা |
ত্রিপুরায় ক্ষমতায় ফেরারই ইঙ্গিত পাচ্ছে সি পি এম |
নিজস্ব সংবাদদাতা • আগরতলা |
ভোট হয়েছে ১৪ ফেব্রুয়ারি। গণনার জন্য অপেক্ষা করতে হবে এক পক্ষ কাল, ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। কিন্তু তার জন্য বসে নেই ত্রিপুরা বামফ্রন্টের প্রধান শরিক সিপিএম। বুথ ধরে ধরে ভোটদানের হার, তার মধ্যে কত ভোট তাঁদের পক্ষে যেতে পারে, কত ভোটই বা বিপক্ষে, তার প্রাথমিক পর্যালোচনার কাজটি শেষ করে ফেলেছে সিপিএম। এই কাজে তাঁদের দলীয় সংগঠনের তৃণমূল স্তরের কর্মীদের দেওয়া বাড়ি বাড়ি ভোটের হিসেবের ভিত্তিতেই এই পর্যালোচনা করা হয়েছে। এই পর্যালোচনা রিপোর্ট নিয়ে চুলচেরা বিশ্লেষণ করে দলের রাজ্য কমিটির ধারণা, গত বারের তুলনায় এ বারে তাদের আসন বাড়ারই সম্ভাবনা রয়েছে।
দলের রাজ্য সম্পাদক বিজন ধরের কথায়, “গত বারের তুলনায় বেশি আসন নিয়েই বামফ্রন্ট ফের সরকার গঠন করবে।” রাজ্য কমিটির বৈঠকের পর্যালোচনায় উঠে এসেছে রাজ্যের নির্বাচন-পরবর্তী পরিস্থিতিও। রাজ্যের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত রাজনৈতিক সন্ত্রাসের ঘটনা নিয়েও রাজ্য কমিটি বৈঠকে আলোচনা হয়েছে। কোনও রকম প্ররোচনা বা উস্কানিতে পা না দেওয়ার জন্য দলীয় কর্মী, সমর্থক-সহ রাজ্যবাসীর কাছে আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি, শান্তিপূর্ণ পরিবেশে দেশের মধ্যে সর্বোচ্চ ভোটদানের যে রেকর্ড করেছে ছোট্ট রাজ্য ত্রিপুরা তার কথা মাথায় রেখে ভোট গণনার দিন এবং ভোটের ফলাফল ঘোষণার পরও রাজ্যের সর্বত্র শান্তি বজায় রাখার জন্য অনুরোধ করেছে সিপিএম রাজ্য কমিটি।
পাশাপাশি, রাজ্যে ঘটে চলা রাজনৈতিক সন্ত্রাস বিষয়ে প্রদেশ কংগ্রেস নেতৃত্বও উদ্বেগ প্রকাশ করেছেন। প্রদেশ কংগ্রেস সভাপতি সুদীপ রায়বর্মণ আজ সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, ‘‘রাজ্যে ভোটগ্রহণ পর্বের পরেও শাসক দল রাজনৈতিক সন্ত্রাস চালাচ্ছে।’’ তাঁর অভিযোগ, করবুকের কংগ্রেস সমর্থক খগেন্দ্র রিয়াংয়ের হত্যাকারীকে পুলিশ আড়াল করছে। শাসক দলের নির্দেশে পুলিশকে নিষ্ক্রিয় করে রাখা হয়েছে। আজও অভিযুক্তদের গ্রেফতার করা হয়নি। আজ খয়েরপুরে কংগ্রেস কর্মী শ্যামল বিশ্বাস-সহ তাঁর নাতিকে দুষ্কৃতীরা আক্রমণ করে বলে সুদীপবাবুর অভিযোগ। সন্ত্রাসের শিকার দু’তিন বছরের শিশুটিকেও প্রদেশ সভাপতি সাংবাদিকদের সামনে হাজির করান। প্রদেশ কংগ্রেস সভাপতির দাবি, ‘‘এ বার কংগ্রেসই সরকার গঠন করবে। এবং সেই নতুন সরকার কড়া হাতেই রাজ্যের রাজনৈতিক সন্ত্রাসের মোকাবিলা করবে।’’ তাঁরা ক্ষমতায় এসে কোনও প্রতিহংসামূলক রাজনৈতিক কার্যকলাপও বরদাস্ত করবেন না বলে প্রদেশ সভাপতি আগাম ভরসা দিয়ে রেখেছেন। |
|
|
|
|
|