এক ছাদের তলায় তিনটি দোকানে চুরির পরে আগুন লাগিয়ে দিয়েছে দুষ্কৃতীরা। এই মর্মে সোমবার বোলপুর থানায় অভিযোগ জানিয়েছেন দোকান মালিক। দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে এ দিনই সকালে বোলপুর-শ্রীনিকেতন রোডে কালীসায়র মোড়ে বেশ কিছুক্ষণ অবরোধ করেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন তাঁরা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বোলপুর থানার শ্রীনিকেতন এলাকায় কালীসায়র মোড়ে সাউ পরিবারের দোতলায় বাড়ি ও নীচে রং, জামাকাপড়, জুতোর দোকান রয়েছে। সোমবার ভোরে বিষয়টি জানাজানি হওয়ায় পুলিশ ও দমকলে খবর দেওয়া হয়। প্রায় দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দমকলকর্মীরাই বাড়ির লোকজনকে উদ্ধার করে আনেন। পুলিশ জানায়, চুরি করার পরে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে কি না, বা অন্য কোনও উদ্দেশ্য রয়েছে তার তদন্ত চলছে। বোলপুর ব্যবসায়ী সঙ্ঘের সম্পাদক সুনীল সিংহ জানান, এলাকায় চুরি ছিনতাই বাড়ছে। তাই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তিনি পুলিশের কাছে আবেদন জানিয়েছেন। অন্য দিকে, দুবরাজপুর শহরের সবচেয়ে বড় গয়নার দোকানে চুরির ঘটনা ঘটল শুক্রবার গভীর রাতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুবরাজপুরের পাওয়ারহাউস মোড় এলাকায় ওই গয়নার দোকানের নীচের তলায় একটি মোটরবাইকের শো-রুম রয়েছে এবং পাশে জামাকাপড়ের দোকান আছে। গয়নার দোকানের পাশাপাশি বাইকের শো-রুমেও চুরি হয়েছে। শনিবার সকাল ৮টা সাড়ে ৮টা নাগাদ বাইকের শো-রুম খুলতে এসেই বিষয়টি জানতে পারেন ওই ব্যবসায়ী পরিবার। চোরেরা গ্যাস কাটার নিয়ে এসেছিল বলে জানা গিয়েছে।
|
দুর্ঘটনায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
মোটর বাইকের ধাক্কায় মৃত্যু হল এক পথচারীর। পুলিশ জানায়, মৃতের নাম গণেশ মুর্মু (৪০)। তাঁর বাড়ি রামপুরহাটের নিশ্চিন্তপুর এলাকায়। রবিবার দুপুরে নিশ্চিন্তপুর এলাকায়, রামপুরহাট-দুমকা রাস্তায় হেঁটে যাওয়ার সময় একটি বাইক গণেশবাবুকে পেছন থেকে ধাক্কা মেরে পালায়। স্থানীয় বাসিন্দারা গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে তাঁকে রামপুরহাট মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। সেখানেই তাঁর মৃত্যু হয়।
|
অস্বাভাবিক মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • নলহাটি |
অস্বাভাবিক মৃত্যু হল এক বধূর। পুলিশ জানিয়েছে, মৃত বধূর নাম টুকটুকি ভুঁইমালি (২৫)। তাঁর বাড়ি নলহাটি থানার খিদিরপুরে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত শনিবার রাতে গুরুতর অসুস্থ অবস্থায় ওই বধূকে রামপুরহাট হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। রবিবার রাতেই মৃত্যু হয়। |