সংস্কৃতি যেখানে যেমন
|
• সরস্বতী পুজো উপলক্ষে ১৬ ফেব্রুয়ারি পুঞ্চার বুগলিডি ইয়ং অ্যাসোসিয়েশনের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা হয়েছে স্থানীয় প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে। মাধ্যমিক পরীক্ষায় এলাকার কৃতী পড়ুয়াদের সংবর্ধনা, আবৃত্তি, বিতর্ক, রবীন্দ্রসংগীত, নজরুলগীতি, ক্যুইজ, হাস্যকৌতুক প্রদর্শন-সহ নানা অনুষ্ঠান ও প্রতিযোগিতা হয়েছে দিনভর। এলাকার ক্রীড়া ব্যক্তিত্ব শৈব্যা মাহাতো, ঊষা মাহাতো ও সোমা কর্মকারকে সংবর্ধনা জানানো হয়।
|
• স্বামী বিবেকানন্দের জন্ম সার্ধশতবর্ষ উপলক্ষে পুরুলিয়া ১ ব্লকের ডুড়কু শ্রীঅরবিন্দ বিদ্যাপীঠে গত ১৩ ফেব্রুয়ারি হয়েছে বিবেকানন্দের জীবনদর্শন শীর্ষক একটি অনুষ্ঠান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভাশিস গুহ নিয়োগী জানান, বিবেকানন্দের জীবনদর্শন ও আমাদের জীবনে তাঁর প্রাসঙ্গিকতা সম্পর্কে বক্তব্য রাখেন পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের শিক্ষক স্বপন বন্দ্যোপাধ্যায়, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠেরই আরও দুই শিক্ষক গৌতম মুখোপাধ্যায় ও শক্তিপ্রসাদ মিশ্র। আজকের দিনে বিবেকানন্দের প্রাসঙ্গিকতা নিয়েও বক্তব্য রাখেন শুভাশিসবাবু।
|
বাংলাদেশে পাড়ি দেওয়ার আগে ছৌ দলের প্রস্তুতি।
|
• ছৌ-নাচ উপস্থাপনে বাংলাদেশ পাড়ি দিচ্ছে পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের একটি দল। বিদ্যাপীঠ সূত্রে জানা গিয়েছে, বিদ্যাপীঠের রন্ধনশালার কর্মীদের নিয়ে বিদ্যাপীঠ কর্তৃপক্ষ কিছু দিন আগেই একটি ছৌনাচের দল গড়েন। সেই দলটিই বাংলাদেশের বাগেরহাটে স্বামী বিবেকানন্দের জন্ম সার্ধশতবর্ষ উপলক্ষে একটি অনুষ্ঠানে ছৌ-নাচের মাধ্যমে মহিষাসুরমর্দিনী পালা উপস্থাপন করবেন। ২৫ জনের এই দলটি আজ, মঙ্গলবার পুরুলিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেবে। বিদ্যাপীঠের অধ্যক্ষ স্বামী আত্মপ্রভানন্দ জানিয়েছেন, দলটি বাংলাদেশের বাগেরহাটে ২০-২২ ফেব্রুয়ারি অনুষ্ঠান করবে। তিনিও দলের সঙ্গে যাবেন।
|
• বিষ্ণুপুরের বাঁকাদহ উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সোমবার স্কুলের বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের শিশুকল্যাণ মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, বিষ্ণুপুর মহকুমাশাসক অদীপ রায়-সহ আরও অনেকে।
|
• একদিনের লিটিল ম্যাগাজিন মেলা হয়ে গেল রবিবার। বাঁকুড়া শহরের গাঁধীবিচার পরিষদে এই মেলার আয়োজন করা হয়। উদ্যোক্তা বাঁকুড়া জেলা লিটিল ম্যাগাজিন কমিটি। সংগঠনের সম্পাদক মধুসূদন দরিপা বলেন, “মেলায় রাজ্যের ১৫০টি ছোট পত্রিকা যোগ দিয়েছিল।”
|
• বিষ্ণুপুরের শিবদাস সেন্ট্রাল গার্লস হাইস্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়ে গেল। ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানও। যদুভট্ট মঞ্চে ওই অনুষ্ঠানে গীতিনাট্যে ছাত্রীদের সঙ্গে স্বতন্ত্র একটি অনুষ্ঠানে যোগ দিলেন ওই স্কুলের শিক্ষিকারাও।
|
• সরস্বতী পুজো উপলক্ষে শুক্রবার ও শনিবার বড়জোড়া হাইস্কুলে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান হল। আবৃত্তি, গান ও নাটক পরিবেশন করে ছাত্রছাত্রীরা। ছিল ক্যুইজ প্রতিযোগিতাও। সরস্বতী পুজো উপলক্ষে তিন দিনের বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে গেল বিষ্ণুপুর গোপেশ্বর পল্লিতে। ছিল যেমন খুশি আঁকো, ক্যুইজ ও বিতর্ক প্রতিযোগিতা। শেষ দিন রবিবার সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
|
• আদিবাসী ভাষায় রচিত রাজ্যস্তরের একাঙ্ক নাটক প্রতিযোগিতা হয়ে গেল খাতড়ায়। শুক্রবার উদ্বোধন করেন রাজ্যের শিশুকল্যাণ মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তিনি বলেন, “আদিবাসী সংস্কৃতির বিকাশ ঘটাতে এই প্রতিযোগিতার অত্যন্ত প্রয়োজন। নাট্যপ্রেমী মানুষরা এতে আরও উৎসাহ পাবেন।” অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের সচিব এস কে থাড়ে, বাঁকুড়ার জেলাশাসক বিজয় ভারতী প্রমুখ। জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক গৌতম গঙ্গোপাধ্যায় জানান, তিন দিনের এই প্রতিযোগিতায় ২০টি দল যোগ দিয়েছিল।
|
• বড়জোড়া শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবপ্রচার সঙ্ঘের বার্ষিক অনুষ্ঠান হয়ে গেল সম্প্রতি। ধর্মসভা, ভক্তিগীতি-সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
|
• পাত্রসায়রের বালসি শ্রীরামকৃষ্ণ সারদা বিবেকানন্দ সঙ্ঘের বার্ষিক অনুষ্ঠান ও ধর্মসভা হল সম্প্রতি। প্রভাতফেরির মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। |
|