চিকিৎসা শিবির
নিজস্ব সংবাদদাতা • কালনা |
রোগীর লাইন। —নিজস্ব চিত্র। |
আঞ্জুমান কমিটি এবং কালনা মাদ্রাসার উদ্যোগে একটি চিকিৎসা শিবির হল কালনার জিউধারা এলাকায়। কলকাতার একটি স্বেচ্ছাসেবী সংস্থার সাহায্যে মঙ্গলবার প্রায় চারশো রোগীর চিকিৎসা করেন চক্ষু, শিশু, মেডিসিন, শল্য বিভাগের বিশেষজ্ঞরা। বিনামূল্যে ওষুধও দেওয়া হয়। উদ্যোক্তাদের তরফে জানানো হয়, গরিবদের চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য এক কেন্দ্র খোলা হয়েছে। এখান থেকে প্রতি ইংরেজি মাসের দ্বিতীয় সপ্তাহে চিকিৎসা করা হবে।
|
ঢাকা-দিল্লির স্বাস্থ্য মউ
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
দু’দেশের চিকিৎসকদের মধ্যে যোগাযোগ বাড়িয়ে স্বাস্থ্য সংক্রান্ত তথ্য বিনিময়, যৌথ গবেষণা, চিকিৎসা ক্ষেত্রে দক্ষ মানবসম্পদ সৃষ্টিতে মউ সই করল ভারত ও বাংলাদেশ। আজ দিল্লিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী গুলাম নবি আজাদ ও বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী এ এফ এম রুহাল হকের উপস্থিতিতে ওই চুক্তি স্বাক্ষর হয়। ওই চুক্তির ফলে দু’দেশ স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন তথ্য, গবেষণা ও চিকিৎসক বিনিময় করতে পারবে। দু’দেশের যৌথ সহযোগিতায় তৈরি হবে দক্ষ মানবসম্পদও। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, বিশেষ করে গবেষণাধর্মী তথ্য বিনিময়ের উপর জোর দিয়েছে উভয় পক্ষ। ভারত ও বাংলাদেশের চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন গবেষণাগারগুলির মধ্যে আদানপ্রদান বাড়ানোর দিকেও লক্ষ্য রাখা হয়েছে। এ ছাড়া চিকিৎসা ব্যবস্থার আধুনিকতা নিয়ে দু’দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের মধ্যে নিয়মিত মত বিনিময়ের ব্যবস্থা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক।
|
বস্ত্র বিতরণ ও রক্তদান শিবির অনুষ্ঠিত হল মঙ্গলবার চন্দ্রকোনার পিংলাসে। তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক প্রদীপ সাঁতরা। |