ছাতুর সরবত খেতে গিয়ে শ্বাসরোধ হয়ে মৃত্যু হল এক শিশুর। সাত মাসের ওই শিশুর নাম অর্ক মোদক। বিষ্ণুপুর শহরের মাধবগঞ্জ এলাকায় তার বাড়ি। মঙ্গলবার সকালের ঘটনা। পরিবারের লোকেরা বিষ্ণুপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। শিশুটির বাবা কাশীনাথ মোদক হাসপাতালে কাঁদতে কাঁদতে বলেন, “ছেলেকে রোজই ছাতুর সরবত খাওয়ানো হত। কিন্তু ওর গলায় ছাতু আটকে গিয়ে এমন কাণ্ড হবে ভাবতে পারিনি।” এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। ধৃত এক। বোলপুরের ভুবনডাঙা থেকে সোমবার রাতে পাইপগান উদ্ধার করল পুলিশ। দুষ্কৃতীকে পাওয়া যায়নি। তার স্ত্রী শামিমা বেগমকে গ্রেফতার করে পুলিশ।
|
কংগ্রেসের দাবি
নিজস্ব সংবাদদাতা • হিড়বাঁধ |
সমাজ উন্নয়ন প্রকল্পে দুঃস্থদের গরু, ছাগল, সাইকেল প্রভৃতি বিলি করল বিলিভার্স চার্চ। সম্প্রতি মাগুড়িয়ায় এক অনুষ্ঠানে ধানবাদ, বোকারে, বাঁকুড়া ও পুরুলিয়ার কিছু দুঃস্থ মানুষকে ওই সহায়তা দেওয়া হয়। উপস্থিত ছিলেন চার্চের কলকাতার অধ্যক্ষ বিশপ জুরিয়া বর্ধন।
|
ধিক্কার মিছিল
নিজস্ব সংবাদদাতা • রাইপুর |
সিপিএমের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে অপপ্রচারের অভিযোগে ধিক্কার মিছিল করল যুব তৃণমূল। মঙ্গলবার রাইপুর ব্লকের মেলেড়া পঞ্চায়েত এলাকায় ওই মিছিল হয়। রাইপুর ব্লক যুব তৃণমূল নেতা রাজু সিংহ বলেন, “আমাদের নেত্রী তথা মুখ্যমন্ত্রীর নামে কুত্সা ও অপপ্রচারের প্রতিবাদে সাইকেল মিছিল করা হয়েছে।” |